6G Network Bangladesh : কবে আসছে 6G নেটওয়ার্ক ? লঞ্চের দিনক্ষণ ঘোষণা

6G Network : কবে আসছে 6G নেটওয়ার্ক ? লঞ্চের দিনক্ষণ ঘোষণা

2030-এর মধ্যে চালু করা হবে 6G প্রযুক্তি। দাভোসে অনুষ্ঠিত হওয়া World Economic Forum-এর একটি অনুষ্ঠালনে উপস্থিত হয়ে একথা বলেন Nokia CEO পেক্কা লুন্ডেমার্ক (Pekka Lundemark

বিশ্বের অন্যতম বড় মোবাইল প্রস্তুতকারী ব্র্যান্ড হল Nokia। একাধিক দুর্দান্ত ফিচার ফোন থেকে স্মার্টফোন সবই রয়েছে তাদের ছাতার তলায়। ফোন তৈরির পাশাপাশি Nokia-র তরফে টেলিকমিউনিকেশনের বিভিন্ন ডিভাইস তৈরি করা হয়।

আগামী কয়েকমাসের মধ্যে ভারতে চালু হবে 5G প্রযুক্তি। প্রতিটি বেসরকারি সংস্থা এখন 5G প্রযুক্তির ইতিমধ্যে পরীক্ষামূলক ব্যবহার করে ফেলেছে। Airtel-এর ক্ষেত্রে পুরোপুরি প্রযুক্তিগত সহায়তা দিয়েছে Nokia। অর্থাৎ ভারতে Nokia-র ডিভাইস ব্যবহার করে 5G পরিষেবা দেবে Airtel। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ইতিমধ্যে 5G পরিষেবা ট্রায়াল করেছে ওই দুই সংস্থা।

সম্প্রতি দাভোসে World Economic Forum-এর তরফে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখেন পেক্কা লুন্ডেমার্ক। সেথানে তিনি বলেন, “বাণিজ্যিকভাবে 2030 সালের মধ্যে 6G পরিষেবা চালু করা হবে।”

এরসঙ্গে তিনি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। তাঁর কথায় 6G চালু হলে স্মার্টফোন খুব একটা বেশি ব্যবহার করা হবে না। অর্ছাৎ কমন ইন্টারফেস হিসেবে স্মার্টফোন ব্যবহার করা হবে না। এবিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে Gizmo China নামে সংবাদমাধ্যম।

6G Network Bangladesh

এখনো বাংলাদেশে আসবি কিনা এটা এখনো জানা যায়নি যখন বাংলাদেশে আসবে বাদ দিন তারিখ ঠিক হবে তখন আপনাদেরকে জানিয়ে দেয়া হবে বাংলাদেশে কখন আসবে তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চলে আসবে 2030 সালে তাহলে আমরা এর কাছাকাছি সময় আমরা সিট পেয়ে যাবো তো আমাদের সাথে থাকেন এবং নতুন নতুন খবর দেখতে চাই অবশ্যই ভিজিট করেন প্রতিদিন সবাই ভাল থাকবেন।

তাহলে কী ব্যবহার করা হবে?
পেক্কার বক্তব্য অনুযায়ী. স্মার্টফোন খুব একটা ব্যবহার না হলেও এমন ডিভাইস চালু করা হবে যা সরাসরি মানব দেহের সঙ্গে আবদ্ধ থাকবে।

যদিও এর থেকে আর বেশি কিছু বলেননি পেক্কা। তবে বিশেষজ্ঞদের অনেকে জানিয়েছে, মানব শরীরকে সরাসরি ব্যবহার করা হবে এমন ডিভাইস বাজারে আনা হবে। এমন বেশ কিছু কনসেপ্টও বাজারে এসেছে। পাশাপাশি IoT বা ইন্টারনেট অন থিংসের ব্যবহারও প্রচুর বাড়বে।

যদিও 2030 সালে 6G পরিষেবা চালু হলেও ভারতে চালু হতে আরও কয়েক বছর সময় লাগবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এদিকে 5G পরিষেবা আর কয়েক মাসের মধ্যেই চালু হবে দেশে। বেসরকারি মোবাইল সংস্থাগুলি জানিয়েছে, সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিক থেকে BSNL ছাড়া সব বেসরকারি সংস্থাগুলি 5G পরিষেবা চালু করবে।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *