২৭ নভেম্বর, ২০২৫ আইস্কিনে মুক্তি পেয়েছে সাত ভাই চম্পা আদি পর্ব ২। আদি পর্ব ১ এর পর থেকে এই পর্বের গল্প শুরু হয়েছে। তাই পূর্বের পর্ব দেখে না থাকলে আগে দেখে নিন, তাহলে মূল গল্প বুঝতে সুবিধা হবে। এই সিরিজটিতে বাংলাদেশের অনেক জনপ্রিয় অভিনেতা অভিনয় করেছেন। এছাড়াও সকলের অভিনয় অসাধারণ হয়েছে। ফলে ইতোমধ্যে দর্শকের মন জয় করে নিয়েছে এই সিরিজটি।
কাহিনী সংক্ষেপ:
মহারাজ বিজয় বাহু ক্ষমতায় আসীন হয়েছেন আজ প্রায় সাত বছর হয়ে গিয়েছে। এদিকে তার স্ত্রী অন্য এক পুরুষকে মনপ্রাণ দিয়ে বসে আছেন। ফলে সংসার জীবনে বড়ই দুঃখী তিনি। এছাড়াও মহারাজের বোন দেবজানী গোপনে ষড়যন্ত্রের জাল বিছিয়ে চলেছে।
কারাগারে আটক থাকা মহারাজের যমজ ভাইকে কৌশলে মুক্ত করে এনেছে দেবজানী। এরপর অনেকদিন যাবৎ রাজপ্রাসাদের সব নিয়মকানুন শিখিয়ে মহারাজের কপি বানিয়েছে। একদিন মহারাজকে জাদু দেখানোর কথা বলে ছদ্মবেশে প্রাসাদে প্রবেশ করে দেবজানী। এরপর পালকিতে করে মহারাজকে অপহরণ করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এতদিন যাবৎ জেলখানায় আটক থাকা মহারাজের যমজ ভাইকে রাজা সাঁজিয়ে প্রাসাদে আনা হয়। কেউ কোনো কিছু বুঝতে পারেনা।
এরপর মহারাজ নিজেকে পাতাল জেল খানায় আবিষ্কার করে। কিন্তু কিভাবে এখানে আসলো এবং কেন কেউ তাকে চিনতে পারছেনা সেটা বুঝতে পারছেনা। মহারাজের মুখে কালো রং মাখিয়ে এবং মুখোশ পড়িয়ে রাখা হয়েছে। ফলে কেউ তাকে চিনতে পারছেনা।
এরপর কি হতে চলেছে সেটা জানতে এখনি নিচে দেওয়া লিংক থেকে মুভিটি দেখে নিন। আশাকরি সবার কাছে ভালো লাগবে।
সাত ভাই চম্পা আদি পর্ব ২ মুভি ডাউনলোড লিংক
Saat Bhai Champa Adi Part 2 Movie Download Link
Video Quality : Web-DL
File Size: 1.65 GB
Duration: 01:32:40 Hours
