রবি সিমের সকল কোড ২০২২ | সার্ভিস, মিনিট চেক, ইন্টারনেট কোড

রবি সিমের সকল কোড ২০২২ | সার্ভিস, মিনিট চেক, ইন্টারনেট কোড

রবি সিমের সকল কোড

রবি সিমের সকল কোড ও সার্ভিস। সকল ধরনের ইউএসএসডি কোড, ব্যালেন্স, মিনিট অফার, এমবি চেক করার কোড গুলি জানুন। আমরা আজকে জানবো রবির সকল কোড, রবি সিমের সকল কোড। রবির সার্ভিস বন্ধ করার কোডগুলোও জানবো।


রবি সিমের সকল কোড এর তালিকাঃ

সার্ভিসের নামযে কোড ডায়াল করবেন
কাস্টমার সার্ভিস              1
মিনিট বান্ডেল চেক*0#
ইমার্জেন্সি ব্যালেন্স বিল চেক*1#
রবি নাম্বার চেক*2#
ডাটা প্যাক চেক*3#
নতুন  ইন্টারনেট প্যাক পারচেজ*4#
Popular Vas অ্যাক্টিভ/ডিএক্টিভ*5#
কল রেট জানা*6#
প্রমোশনাল এসএমএস বন্ধ*7#
ইমারজেন্সি ব্যালেন্স নিন*8#
সকল সার্ভিস একত্রে*123#
মেইন ব্যালেন্স চেক*222#
বোনাস ব্যালেন্স চেক*222*1#
এসএমএস চেক*222*11#
ইমারজেন্সি ব্যালেন্স চেক*8811*1#
ইমার্জেন্সি ব্যালেন্স চেক*222*16#
ইমারজেন্সি ব্যালেন্স সার্ভিস বন্ধ*8811*2#
ঝটপট ইন্টারনেট  ব্যালেন্স একটিভ*8811*1*1*1#
ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স চেক*123*3*5#
রবি 4.5 জি এনেবেল আছে কিনা*123*44#
ইন্টারনেট ব্যালেন্স চেক*8444*88#
ইন্টারনেট হেল্প কেয়ার*8444#
কল ওয়েটিং সার্ভিস এক্টিভেট*43#
কল ওয়েটিং সার্ভিস বন্ধ#43#
কল ডাইভার্ট অন*21* Focus Number #
কল ডাইভার্ট ডিএক্টিভ#21#
সকল কল ডাইভার্ট*21*8121#
ডাইভার্ট অফ #21#
ফোন নম্বরে ইনকামিং কল*35*0000#
সার্ভিস নিয়ে কমপ্লেইন 158
হেল্প সেন্টার নম্বর 123

রবি সিমের কিছু সার্ভিসঃ

রবি নিজস্ব চ্যানেল, প্রোডাক্ট আছে্‌। নিজস্ব সার্ভিসও আছে। সেগুলো একবার দেখে নিলে উপকৃত হবেন।

১। মাই রবি অ্যাপ: 

এটি রবি সিমের নিজস্ব অ্যাপ্লিকেশন। যেটি গুগল প্লে স্টোরে এভেইলেবল।My Robi এপে একাউন্ট খুলে বিভিন্ন মিনিট অফার চেক করতে পারেন। একইভাবে ব্যালেন্স জানতে পারেন। বিভিন্ন অফার রিডিং করতে পারবেন, এবং অন্যান্য সুবিধা পাওয়া যায়। এটি অ্যান্ড্রয়েড এবং সকল ওএসের(OS) ক্ষেত্রেই ব্যবহারযোগ্য।

২। চ্যাটবটঃ 

মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে রবির নিজস্ব চ্যাট বট আছে। সেগুলো রবির প্রোডাক্ট হয়ে বিভিন্ন প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে সাহায্য ও উপকৃত করে থাকে। সেখানে রবির নিজস্ব পেজ অথবা গ্রুপে গিয়ে চ্যাটবট থেকে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।ম্যাসেঞ্জারে চ্যাটবটের নাম অওরা(Aura)।রবি অওরা চ্যাটবট ওয়াটসএপ এপ্লিকেশনে পাওয়া যাবে।

৩। Smart 1216: 

Smart 1216 রবির রকটি আইভিআর চ্যানেল, যেখানে কাস্টমার নিজের একাউন্ট পরিচালনা করতে পারে। এবং এটি অডিও কন্ট্রো্লড

৪। রবি কাস্টমার সার্ভিসঃ 

প্রয়োজনীয় কাস্টমার সার্ভিস নিতে আপনার ফোনে ১ ডায়াল করে কল দিন ।এতে করে কাস্টমার সার্ভিস থেকে প্রয়োজনে সাহায্য নিতে পারবেন।

রবি সিমে ফোন কলে গিয়ে ১ ডায়াল করে বিভিন্ন সার্ভিস সুবিধা ভোগ করতে পারবেন।চলুন রবির সকল ইউএসএসডি কোড গুলো জেনে নেই।

রবি সিমের সকল প্রয়োজনীয় কোডঃ

১। রবি মিনিট চেক করার কোডঃ চেক করতে Phone-য়ে গিয়ে ডায়াল করুন *0#

২। ব্যালেন্স চেক অথবা ইমারজেন্সি ব্যালেন্স বিল চেকঃ ডায়াল করুন *1#

৩। যে রবি নম্বরটি ব্যবহার করছেন সেটি চেক করার কোডঃ *2#

৪। ডাটা প্যাক কত এভেইলেবল আছে সেটি জেনে নিনঃ: ডায়াল করুন *3#

৫। নতুন কোন রবি ইন্টারনেট প্যাক পারচেজ করার কোডঃ *4#

৬। Popular Vas অ্যাক্টিভেশন অথবা ডিএক্টিভ করার কোড *5#

৭। নিজের নিজস্ব প্যাকেজ কল রেট জানার কোড *6#

৮। রবি থেকে বিভিন্ন প্রমোশনাল এসএমএস বন্ধ করার কোড *7#

৯। রবিতে ইমারজেন্সি ব্যালেন্স/জটপট ব্যালেন্স নেওয়ার কো্ড *8#

রবির ইমার্জেন্সি ব্যালেন্স

যদি একজ Real রবি ইউজার হয়ে থাকেন , তাহলে রবিতে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। তার জন্য একটি সাধারণ কোড ডায়াল করতে হবে । ফোনের ফোন কল অপশন এ গিয়ে *1# ডায়াল করে ঝটপট ব্যালেন্স নিয়ে নিয়েন। ডায়াল করুন *222#

রবিতে ইমারজেন্সি ব্যালেন্স চেক করার কোড *8811*1# (রবিতে ১০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স নেয়া যায়)

কত ইমার্জেন্সি ব্যালেন্স আছে তা জানার কোড: *222*16#

ইমারজেন্সি ব্যালেন্স সার্ভিস বন্ধ করার কোড: *8811*2#

কিভাবে রবিতে ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স নিবেনঃ

ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স নেওয়ার পূর্বে সেই সার্ভিস এক্টিভ করতে হয়। রবিতে ঝটপট ইন্টারনেট ব্যালেন্স একটিভ করার জন্য ডায়াল করুন *8811*1*1*1# । যদি রবিতে 10 টাকায় 25 এমবি ইমারজেন্সি ইন্টারনেট প্যাক নিতে চান তাহলে ডায়াল করুন *8811*11।

ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড *123*3*5#

কিভাবে জানবেন আপনার রবি সিম টি তে 4G কিনা?

রবি 4.5 জি এনেবেল আছে কিনা তা জানার কোড *123*44#

রবিতে সকল ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড: *8444*88#

এমবি ব্যালেন্স চেক কোডঃ *3#

রবিতে ইন্টারনেট হেল্প কেয়ার বিভিন্ন সার্ভিস কোড: *8444#


রবিতে কল ওয়েটিং সার্ভিস নেওয়ার কোডঃ রবি সিমের সমস্ত কোড।

যদি আপনি কল ওয়েটিং সার্ভিস এক্টিভেট করতে চান তাহলে ডায়াল করতে হবে: *43#

আর যদি রবি কল ওয়েটিং সার্ভিস থেকে বন্ধ করে দিতে চান তবে ডায়াল করুন: #43#

রবিতে কল ডাইভার্ট অন অথবা অফ করার নিয়মঃ

যদি রবিতে কল ডাইভার্ট অন করতে চান তাহলে ডায়াল করুন: *21* Focus Number #

যদি রবিতে কল ডাইভার্ট ডিএক্টিভ করতে চান তাহলে এই নম্বরে ডায়াল করুন #21# । এটি খুব সহজেই করা যায়।

সকল কল ডাইভার্ট কোড: *21*8121#

ডাইভার্ট অফ করার কোড: #21#

রবিতে ইনকামিং কল অফ/অনঃ

একটি ফোন নম্বরে ইনকামিং যত কল আছে সেগুলো দেখে নিতে ডায়াল করুন: *35*0000#

যদি ইনকামিং কল সার্ভিস থেকে একটিভেট করতে চান তবে ডায়াল করুন l: #35*0000#

রবি কাস্টমার কেয়ার এর বিভিন্ন প্রয়োজনীয় নাম্বার

রবির কোন সার্ভিস কমপ্লেইন করার জন্য ডায়াল করুন: 158। কোনো খরচ/ ফি নেই।

রবি নিজস্ব হেল্প সেন্টার নম্বর: 123। এখানে ডায়াল করে সকল সাহায্য নিতে পারেন।

অন্যান্য সিম ব্যবহারকারী রবির কাস্টমার হেল্প নিতে ডায়াল: +88 01819-400 400 ।

রবির কাস্টমার কেয়ার ইমেইল ও অন্যান্য ঠিকানা

কাস্টমার কেয়ার জিমেইল ঠিকানা: [email protected]

রবির নিজস্ব ওয়েবসাইট: https://robishop.com.bd/

ফেসবুক পেজ: https://www.facebook.com/robishop.com.bd/

রবি শপে কন্টাক্ট এড্রেস: 09610-000888

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।
Posts created 2639

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top