Asbe Thiki Kadbe Tomar Pran Lyrics (আসবে ঠিকই কাঁদবে তোমার প্রাণ) Gogon Sakib
Asbe Thiki Kadbe Tomar Pran Lyrics By, Gogon Sakib:
বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, রোহন রাজ । গানটি গেয়েছেন বর্তমান সময়ের কিশোর-কিশোরীদের কাছে বাংলা গানের জনপ্রিয় শিল্পী, গগন সাকিব “Gogon Sakib” । গানটির সকল কপিরাইট “ E-Sound Music” এর আওতাধীন। ধন্যবাদ!!
Song Title:-
আসবে ঠিকই কাঁদবে তোমার প্রাণ 💔 Asbe Thiki Kadbe Tomar Pran | GOGON SAKIB | New Music Video 2022🔥
Song Credit:-
Song: Asbe Thiki Kadbe Tomar Pran (আসবে ঠিকই কাঁদবে তোমার প্রাণ)
Singer: Gogon Sakib
Lyrics & Tune: Gogon Sakib
Music: Rohan Raj
Director: Firoz Sorkar
Produced By: Nokib Shohag
Label: E-Sound Music
Asbe Thiki Kadbe Tomar Pran Lyrics In Bengali:
যদি কখনো পাও শুনতে
করেছি আত্মহত্যা!
ভেবে নিও প্রিয় আর কোনো ছিলনা রাস্তা
নতুন নতুন মানুষের স্পর্শেরই ভিড়ে,
এই আমি তার স্পর্শ কমে যাবে হারিয়ে!
আসবে ঠিকই কাঁদবে তোমার প্রাণ
পাবে সেদিন আগরবাতির ঘ্রাণ!
দিলে না তুমি ভালবাসার দাম
মগজে রবে সেই তোমারি নাম। (2x)
আজ তোমার মনেতে
আমার ছবিতে,
ধরেছে ঘুনপোকা!
নতুন মানুষ হলো আপন
আমার ভাগে ধোঁকা!
আজ মাঝ রাতে সাদ নিবে
তোমার দেহের অন্য কেউ!
আর বিপরীতে শুধু পুড়বো আমি
বইবে ব্যথার ঢেউ।
আমার ভালোবাসা আজ রূপকথা হলো
সেই গল্প শুনিয়ে তুমি,
কার বুকে হাসো!
এক অন্ধ মানুষ পৃথিবী দেখার
স্বপ্ন দেখে যেমন!
তোমায় ফিরে পেতে
আমি দেখি স্বপ্ন তেমন।
অবহেলার প্রহর যদি শেষ হয়ে যায়
তবে ডেকে নিও তুমি আমায়,
আমি অপেক্ষায়!!

আসবে ঠিকই কাঁদবে তোমার প্রাণ লিরিক্স গগন শাকিব:
Yadi kakhano pao sunate
Karechi atmahatya!
Bhebe nio priya ara
komo chilana rasta
Natuna natuna manusera
sparserai bhire,
Ei ami tara sparsa kame
yabe hariye!
Asbe Thiki Kadbe Tomar Pran
Pabe sedina agarabatira ghrana!
Dile na tumi bhalabasara dama
Magaje rabe sei tomari nama.
Aja tomara manete
Amara chabite,
Dhareche ghunapoka!
Natuna manusa halo apana
Amara bhage dhomka
Here E-Sound Music Presenting Bangla New Sad Song 2022 “Asbe Thiki Kadbe Tomar Pran” আসবে ঠিকই কাঁদবে তোমার প্রাণ 💔” Official Music Video 2022 by Gogon Sakib, Lyrics & Tune by Gogon Sakib, Music Rojan Raj, Produced by Nokib Shohag, Video Director by Firoz Sorkar, Hope Our All Music Lovers Love This Song 2022