এশিয়া কাপ ২০২২ লাইফ লাইভ ভিডিও | এশিয়া কাপ ২০২২ খেলা দেখার উপায়

এশিয়া কাপ ২০২২ লাইফ লাইভ ভিডিও | এশিয়া কাপ ২০২২ খেলা দেখার উপায়| এশিয়া কাপ ২০২২ লাইভ ভিডিও

কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন তো আজকে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব যেটা দিয়ে আপনি এশিয়া কাপ আপনার নিজের হাতের ফোন দিয়ে দেখতে পারবেন?

এশিয়া কাপ ২০২২ লাইফ

এশিয়া কাপ লাইভ কিভাবে দেখবেন তার জন্য আপনার একটি ফোনের প্রয়োজন হবে আর আপনার মোবাইলের নেট কানেকশন পয়েন্ট প্রয়োজন হবে তারপর হলো আপনার একটি ফোনে 6 এর মানে এন্ড্রয়েড ভার্সন 6 জিপি প্রয়োজন হবে আর আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করে এসে কাপ লাইভ দেখতে পারবেন।

এশিয়া কাপ ২০২২ লাইফ লাইভ ভিডিও | এশিয়া কাপ ২০২২ খেলা দেখার উপায়

এশিয়া কাপ ২০২২ লাইভ খেলা দেখার উপায়

টিভিতে খেলা দেখার উপায়

দেশি টেলিভিশন চ্যানেল, গাজী টিভি ইতিমধ্যে বাংলাদেশে এশিয়া কাপের ম্যাচগুলো সম্প্রচারের স্বত্বাধিকার কিনে নিয়েছে। অর্থাৎ টিভিতে গাজী টিভি চ্যানেলে এশিয়া কাপ ২০২২ এর ম্যাচগুলো দেখা যাবে।

এছাড়া নাগরিক টিভি, টি স্পোর্টস, স্টার স্পোর্টস, টেন স্পোর্টস ও বিটিভিতেও খেলাগুলো দেখা যাবে বলে জানা গেছে। এশিয়া কাপের ম্যাচগুলো বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। এটা বেশ ভালো একটা সময় কেননা সবার সারাদিনের কাজকর্ম শেষ করে রাত আটটা থেকে খেলা উপভোগ করা যাবে। আবার খেলা শেষ হতেও বেশি রাত হবেনা।

এশিয়া কাপ ২০২২ লাইভ খেলা দেখার উপায়

অনলাইনে লাইভ এশিয়া কাপ ক্রিকেট খেলা দেখতে পারবেন অ্যাপ থেকে। Asia Cup Live Ajker Apk বা অ্যাপ থেকে সহজেই খেলা দেখতে পারবেন।

খেলার লাইভ ধারাভাষ্য শোনার উপায়

এছাড়া খেলার লাইভ ধারাভাষ্য ফ্রি শুনতে পারবেন এফএম রেডিওতে- রেডিও ভূমি ৯২.৮ এফএম চ্যানেলে। অথবা রেডিও ভূমির ওয়েবসাইট/ফেসবুক পেজ/ইউটিউব চ্যানেলেও খেলার স্কোর আপডেট পেতে পারেন।

ইউটিউবে এশিয়া কাপ খেলা লাইভ দেখব কিভাবে?

যেহেতু বিভিন্ন মিডিয়া কোম্পানি এশিয়া কাপ খেলা সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে তাই এই খেলা আপনি ইউটিউবে লাইভ দেখতে পারবেন না। এই খেলাগুলোর ভিডিও কপিরাইট দ্বারা সংরক্ষিত। তাই এই খেলাগুলো যে কেউ চাইলেই ইউটিউবে লাইভস্ট্রিম করতে পারবেনা। এজন্য ইউটিউবে এশিয়া কাপ খেলা লাইভ দেখা যাবেনা। তবে কোনো কোনো চ্যানেল হয়ত লাইভ ধারাভাষ্য নিজেদের মত করে ইউটিউবে প্রচার করতে পারে। এসব ক্ষেত্রে অনেক সময় পুরাতন ম্যাচের ভিডিও দেখানো হয়। আবার কেউ কেউ শুধু স্কোর আপডেট প্রচার করে ইউটিউবে। খেলা চলাকালীন ইউটিউবে প্রবেশ করে সার্চ করে এসব লাইভস্ট্রিম আপনি হয়ত পেতে পারেন।

ফেসবুকে এশিয়া কাপ লাইভ খেলা দেখব কিভাবে?

ইউটিউবের মতই ফেসবুক লাইভের ক্ষেত্রেও কপিরাইট আইন প্রযোজ্য। সেজন্যই এশিয়া কাপের খেলা অফিসিয়াল ভাবে ফেসবুক লাইভেও দেখা যাবেনা। তবে তারপরেও কোনো কোনো পেজ থেকে খেলা লাইভ দেখানো হতে পারে যেগুলো খেলা চলাকালীন ফেসবুকে সার্চ করে খুঁজে বের করতে হবে। দরকারি কপিরাইট ক্লিয়ারেন্স না পেলে ফেসবুক কর্তৃপক্ষ সেসব লাইভস্ট্রিম বন্ধ করে দেয়। তাই আপনি হয়ত খেলা দেখার মাঝখানে লাইভস্ট্রিম বন্ধ হয়ে যেতে পারে।

অনলাইনে ফ্রি এশিয়া কাপ খেলা দেখব কিভাবে?

অনলাইনে লাইভ এশিয়া কাপ ক্রিকেট খেলা দেখতে পারবেন অ্যাপ থেকে। Asia Cup Live Ajker Apk বা অ্যাপ থেকে সহজেই খেলা দেখতে পারবেন।

আপনি যদি মোটামুটি বিনামূল্যে খেলা দেখতে চান তাহলে টিভিতে দেখতে হবে। যদিও সেক্ষেত্রেও আপনার ডিশ লাইন থাকতে হবে। এছাড়া বিটিভিতে দেখা যেতে পারে (বিটিভি ওয়ার্ল্ডে না সম্ভবত)। আপনার ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে দেখতে পারেন, তারা ফ্রি আইপি টিভি লিংক সরবরাহ করতে পারে। এছাড়া খেলা চলাকালীন ফেসবুক লাইভ থেকে সার্চ করে কিছু লাইভস্ট্রিম পেতে পারেন।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *