Eto Bhalobaso Keno Malik Lyrics | এতো ভালোবাসো কেনো মালিক লিরিক্স.Eto Bhalobaso Keno Malik(তো ভালোবাসো কেনো মালিক আমায় ) Gojol is Sung by Qari Abu Rayhan. This music video Directed by H Al Haadi . Eto Valobaso Keno Malik Lyric Written by AHMOD ABDULLAH.This Gojol published on Youtube on Jan 28, 2022.
Song Information:
Song : Eto Bhalobaso Keno Malik
Singer : Qari Abu Rayhan
Lyric & Tune : AHMOD ABDULLAH
Poster Design : Tawhid Jamil
Record Label : Holy Tune Studio
Video Director : H Al Haadi
Eto Bhalobaso Keno Malik Lyrics In Bengali:
আল্লাহ………. ওওও………..
আমারি কন্ঠে তুমি
তোমারি বানী তুলেছো
বুকের দেরাজ যে তুমি
কোরআনের স্থান দিয়েছো।
এতো ভালোবাসো কেনো মালিক আমায়।
কি করে শুকুর তার করি আদায়
এতো ভালোবাসো কেনো মালিক আমায়,
এতো ভালোবাসো কেনো মালিক আমায় ।
পৃথিবীর দিকে দিকে অযুদ হৃদে,
কন্ঠ আমার নামে তোমার গীতে।
পৃথিবীর দিকে দিকে অযুদ হৃদে,
কন্ঠ আমার নামে তোমার গীতে।
তাওফিক এ তোমার,
নিয়ামত বেসুমার।
তাওফিক এ তোমার,
নিয়ামত বেসুমার।
বিনয়ে পড়ে মন সিজদায়
এতো ভালোবাসো কেনো মালিক আমায়,
এতো ভালোবাসো কেনো মালিক আমায়।
এ দয়ার পথে পথে জীবন সমূল,
চলতে আমায় তুমি করো কবুল।
এ দয়ার পথে পথে জীবন সমূল,
চলতে আমায় তুমি করো কবুল।
কোরআন গেয়ে যাই,
তোমাকে যেন পাই।
কোরআন গেয়ে যাই,
তোমাকে যেন পাই।
পথ চলি তোমারি আশায়।
এতো ভালোবাসো কেনো মালিক আমায়,
এতো ভালোবাসো কেনো মালিক আমায়।
আমারি কন্ঠে তুমি,
তোমারি বানী তুলেছো।
বুকের দেরাজ যে তুমি,
কোরআনের স্থান দিয়েছো।
এতো ভালোবাসো কেনো মালিক আমায়,
কি করে শুকুর তার করি আদায়
এতো ভালোবাসো কেনো মালিক আমায়।
এতো ভালোবাসো কেনো মালিক আমায়
এতো ভালোবাসো কেনো মালিক আমায়
এতো ভালোবাসো কেনো মালিক আমায়