ফেসবুকে ভিডিও ডাউনলোড করার নিয়ম

ফেসবুকে ভিডিও ডাউনলোড করার নিয়ম

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য মোবাইল অ্যাপস আমাদের অনেক সময় দরকার হয়। নিজের মেমোরি কার্ডে ভিডিও থাকলে যখন ইচ্ছা তখন দেখা যায় এবং ইন্টারনেট কানেকশান প্রয়োজন হয় না।

মূলত আমারা অনেকে আছি যারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে চাই কিন্তু পারি না।
কারণ ফেসবুকের এমন কোনো সরাসরি অপশন নেই যেখান থেকে ভিডিও ডাউনলোড করা এক ক্লিকে সম্ভব। সুতরাং আজকের এই আর্টিকেলটি বিশেষ করে তাদের জন্য।

যারা মূলত ফেসবুকের ভিডিও ডাউনলোড কিভাবে করবো কোথা থেকে? এবং ফেসবুকের ভিডিও ডাউনলোড করার অ্যাপ খুঁজছেন তাদের জন্য! এমনকি আজকে আমরা গুরুত্বপূর্ণ তিনটি অ্যাপ নিয়ে আলোচনা করব যে অ্যাপ গুলোর সাহায্যে ফেসবুকের ভিডিও ডাউনলোড করা একেবারে সহজ।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য?

বর্তমানে এই সময়ে ফেসবুকের ভিডিও ডাউনলোড করার বিভিন্ন ধরনের। তার মধ্যে একটি মাধ্যম হল বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে ফেসবুকের ভিডিও ডাউনলোড।

আরেকটি পদ্ধতি হলো ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ রয়েছেন। যেগুলোর সাহায্যে আপনি চাইলে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

তবে আমরা আজকে ওয়েবসাইট থেকে ফেসবুকের ভিডিও ডাউনলোড কিভাবে করবে এটি নিয়ে আলোচনা করবো না। তবে স্মার্টফোনের যুগে আমরা ফেসবুকের ভিডিও মোবাইল অ্যাপ দিয়ে কিভাবে ডাউনলোড করতে হয় এ বিষয়ে জানব।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ?

আমি আপনাদের আর্টিকেল এর শুরুতে বলেছিলাম আমরা মূলত ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপস নিয়ে কথা বলবো। এবং আমরা এটাও বলেছিলাম যে ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ দিনটি সম্পর্কে আমরা জানব।

তো এখন কথা হল ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য এই মোবাইল অ্যাপ গুলো কি কি? বা এই অ্যাপ গুলো কিভাবে ব্যবহার করে আমরা ফেসবুকের ভিডিও ডাউনলোড করব তাই না! সুতরাং প্রথমে চলুন ফেসবুকের ভিডিও ডাউনলোড করার এই তিনটি মোবাইল অ্যাপ কি কি এগুলো জেনে নিই!

১. Vidmate FB Video Downloader

২. Snap Downloader pro

৩. Video Downloader For Facebook

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ হলো Vidmate FB Video Downloader

এই অ্যাপটির বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং অনেক মানুষ এই অ্যাপ পছন্দ করে। অ্যাপটির নাম হল ভিটমেট এই অ্যাপটি সরাসরি আপনারা ডাউনলোড করে ফেসবুকের ভিডিও সহ বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

https://www.vidmateapp.com

উপরোক্ত লিংকে ক্লিক করলে সরাসরি আপনারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করার দারুন একটি অ্যাপ পেয়ে যাবেন। চাইলে আপনারা সাথে সাথে এই মোবাইল অ্যাপস টি ইন্সটল করে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ হলো Snap Downloader pro

বর্তমানে এটি খুবই জনপ্রিয় একটি মোবাইল অ্যাপ যার মাধ্যমে ফেসবুকের ভিডিও সহ আরো অনেক জায়গায় ভিডিও ডাউনলোড করা সহজ । এমনকি আপনারা জেনে হয়তো অনেকে খুশি হতে পারেন একটি সরাসরি প্লে স্টোরে পাওয়া যাবে।

https://play.google.com/store/apps/details?id=com.dywx.larkloader

আপনারা যদি উপরের লিংকে ক্লিক করেন তাহলে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এবং একটি মোবাইল অ্যাপ দেখতে পারবেন। আপনারা চাইলেই এই মোবাইল অ্যাপস টি ইন্সটল করে সহজে ফেসবুকের ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

০৩| Video Downloader For Facebook

মোবাইল অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পাওয়া যায় এরকম আরেকটি অ্যাপ্লিকেশন এর লিংক নিচে দেওয়া হল।

https://play.google.com/store/apps/details?id=videodownloader.facebookvideodownloader.fbvideodownloader.videodownloaderforfacebook

আপনারা চাইলে উপরের লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোরে প্রবেশ করতে পারেনি এবং একটি এপ্লিকেশন দেখতে পারবেন। ওই অ্যাপটি ডাউনলোড করে আপনি চাইলে ফেসবুকের যে কোন জায়গার ভিডিও ডাউনলোড করতে পারবেন একেবারেই সহজে।

তার জন্য আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন সে ভিডিওর লিংক ভিডিও সার্চ অপশনে পেস্ট করে দিবেন। তারপর ভিডিওটি আপনি চাইলে প্লে করতে পারেন এবং ডাউনলোড অপশন করেছে যেখানে ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মোবাইল অ্যাপ সম্পর্কে সর্বশেষ কথা?[b]গাঢ় লেখা

এতক্ষণে আমরা ফেসবুকের ভিডিও ডাউনলোড করার যে মোবাইল অ্যাপ গুলো সম্পর্কে জেনেছি। আপনারা চাইলেই প্রত্যেকটি অ্যাপ ব্যবহার করে ফেসবুকের সহজে কোন জায়গার ভিডিও সহজে ডাউনলোড করতে পারবেন।

প্রত্যেকটি মোবাইল আর ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য অবশ্যই ভিডিও আসল ইউ আর এল লিংক দরকার হবে। আপনারা লিংকটি যেকোনো মোবাইল অ্যাপে সার্চ দিয়ে ভিডিওটি প্লে অথবা সেখান থেকে ডাউনলোড অপশন এ ক্লিক করে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন

ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক ভিডিও ডাউনলোড করার নিয়ম

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে অনলাইনে রয়েছে বিভিন্ন ওয়েবসাইট। যেগুলোতে কাঙ্ক্ষিত ভিডিওর লিংক সাবমিট করলেই ডাউনলোড করা যায় সেই ভিডিও। এই পদ্ধতিতে কম্পিউটার এবং মোবাইলে সবচেয়ে সহজে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন। গুগলে Facebook Video Downloader লিখে সার্চ করলেই দেখা মিলবে অসংখ্য ভিডিও ডাউনলোডার ওয়েবসাইটের। সব ওয়েবসাইটেই মোটামুটি একই নিয়মে ডাউনলোড করতে হয় ভিডিও। ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার এমনই একটি জনপ্রিয় সাইট www.getfvid.com । আজ আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক ভিডিও ডাউনলোড করা শিখব।

১ম ধাপ: প্রথমেই আপনি যে ফেসবুক ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটির লিংক Copy করে নিন। পিসি থেকে লিংক কপি করতে ভিডিওটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Show Video URL অপশন ক্লিক করুন। এবার সেই ভিডিওটির URL দেখাবে। সেটি কপি করে নিন। আর মোবাইলে ফেসবুক অ্যাপ থেকে ভিডিও লিংক কপি করতে ভিডিওটির উপরে ডানদিকের আইকনে ক্লিক করে Copy Link অপশন পাবেন। সেটায় ক্লিক করলে লিংকটি কপি হয়ে যাবে। একটি ফেসবুক ভিডিওর লিংক দেখতে সাধারণত এরকম হবে: https://www.facebook.com/neverlosehopeofficial/videos/345443976150070/

২য় ধাপ: এরপর ভিজিট করুন www.getfvid.com ওয়েবসাইট।

৩য় ধাপ: ওয়েবসাইটটিতে Enter Facebook Video URL লেখা বক্সটিতে আপনার কাঙ্ক্ষিত ফেসবুক ভিডিওটির কপি করা লিংকটি Paste করে দিন।

getfvid step 1

৪র্থ ধাপ: এবার পাবেন ভিডিওটির ডাউনলোড লিংক। এইচডি কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে Download in HD Quality অথবা সাধারন রেজুলেশনের ভিডিও ডাউনলোড করতে Download in Normal Quality বাটন ক্লিক করুন। আর ভিডিওটিকে Mp3 ফরম্যাটে ডাউনলোড করতে Convert to Mp3 ক্লিক করতে হবে।

Getfvid Step 2

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *