ফুটবল লাইভ আজকের খেলা।বিশ্বকাপ ফুটবল খেলা কোন চ্যানেলে দেখা যাবে
আসসালামু আলাইকুম, সবাইকে।
পোস্টটি যখন পাবলিশ হবে তখন হয়তো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অথবা আর মাত্র কয়েক মুহূর্ত বাকি থাকবে। আমি ভেবেছিলাম এটি নিয়ে আগে থেকেই পোস্ট করা আছে তাই আমি পোস্ট করার কথা চিন্তা করিনি। কিন্তু আজ দেখলাম মাত্র একজন পোস্ট করেছেন তাও শুধু একটি পদ্ধতি নিয়ে এছাড়া অন্যকেউ করেনি। তাই আমি ভাবলাম সকল পদ্ধতি নিয়ে বিস্তারিত পোস্ট করা দরকার। তাই পোস্ট লিখতে বসলাম। যারা আমার ইন্টারেক্টিভ পোস্ট দেখতে অভ্যস্ত তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটিতে কোনো স্ক্রিনশট বা ছবি যুক্ত করা হবে না।
(বিদ্রঃ আপনার কাছে যদি কোনো লিংক থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন। তাতে সবার হেল্প হবে। আর এখানে প্রতিটি লিংক বুলেট পয়েন্টে দেওয়া আছে।)
বিশ্বকাপ ফুটবল খেলা কোন চ্যানেলে দেখা যাবে
- BTV
- GTV
- Tsports
যারা টিভিতে দেখবেন তাদের হয়ত বলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরেও যদি জেনে না থাকেন তাহলে বলে দিচ্ছি।
এবারের ফুটবল বিশ্বকাপ দেখতে পারবেন আমাদের দেশি চ্যানেল BTV, GTV & Tsports এ। অন্যান্যবারের মতো Sony Sports এ দেখতে পারবেন না। কারণ তারা ব্রডকাস্টিং রাইটস কিনেনি।
তবে ভারতীয়রা দেখতে পারবেন Sports18 চ্যানেলে। যদি আপনি ভারতীয় আইপিটিভি ব্যবহার করেন তবে Sports18 এ দেখতে পারবেন।
Mobile APPs
আপনি এই পোস্টটি দেখছেন তার মানে আমি ৯০% শিওর আপনি মোবাইলে বা পিসিতেই খেলা দেখবেন। আর যদি বন্ধুদের সাথে বড় পর্দায় দেখেন তাহলে সেটা ভিন্ন ব্যাপার।
অনেক ধরণের মোবাইল অ্যাপস পেয়ে যাবেন খেলা দেখার জন্য তবে বাংলাদেশে সব থেকে জনপ্রিয় TOFFEE APP এ দেখতে পারবেন। তবে অন্যতম জনপ্রিয় অ্যাপ Rabbitholebd তে দেখাবে না।
এর পাশাপাশি আপনারা যেকোনো দেশ থেকে Yaccine TV তে দেখতে পারবেন। তবে এটিতে দেখার জন্য ভিপিএন লাগতে পারে। যেকোনো ফ্রি ভিপিএন দিয়েই কাজ চলে যাবে।
ভারতীয় হলে JioTV অথবা Jio Cinema তে দেখতে পারবেন। এছাড়াও আরো অনেক থার্ড পার্টি লাইভ টিভি অ্যাপ আছে যেগুলা আপনারা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ গুলাতে পেয়ে যাবেন।
IPTV
এটি সব থেকে জনপ্রিয় একটি মাধ্যম। আইপিটিভি দেখার জন্য দুইটি উপায় আছে।
- আইএসপি থেকে নেওয়া।
- টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ থেকে ফ্রি/পেইড ভাবে নেওয়া।
আইএসপি থেকে নিলে সব থেকে ভালো হয়। কারণ সেখানে অনেক স্মুথলি দেখতে পারবেন। আপনার আইএসপির কাছে জিজ্ঞাসা করলেই তারা লিংক দিয়ে দিবে। যদি তাদের ইন্টারনেটে কোনো আইপিটিভি সার্ভিস থাকে। আর যদি না থাকে তাহলে থার্ড পার্টি থেকে নিতে হবে। তারপরেও কিছু লিংক দিচ্ছি আপনার সাপোর্ট করে কি না দেখতে পারেন।
টেলিগ্রামে যেগুলা ফ্রিতে পাওয়া যায় সেগুলাতে অনেক লোডের কারণে আপনার ইন্টারনেট যদি আমার মতো স্লো হয় তাহলে বাফার করতে পারে। তবে আপনার ইন্টারনেট ফাস্ট থাকলে কোনো সমস্যা হবে না। আমি কিছু টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা আইপিটিভি লিংক নিতে পারবেন ফ্রিতে। কোনো ঝামেলা ছাড়াই।
- https://t.me/PremiumNetworkTv
- https://t.me/AllLiveSportsLinksPro
- https://t.me/FIFABD22 (এটাতে শর্ট লিংক ব্যবহার করে এডমিন।)
PC Users
পিসি ইউজাররা চাইলে এমুলেটর ব্যবহার করে মোবাইলে অ্যাপগুলা ব্যবহার করতে পারেন। অথবা VLC player অথবা Pot Player ব্যবহার করে আইপিটিভি দেখতে পারেন।
এছাড়াও কিছু ওয়েবসাইট রয়েছে যেখান থেকে ফ্রিতে দেখতে পারবেন। তবে আমি সাজেস্ট করবো ভালোমানের এডব্লকার যেমনঃ Adguard ক্রোম এক্সটেনশন অথবা Brave Browser অবশ্যই ব্যবহার করবেন তা না হলে অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে দেখতে পারবেন না। নিচে কিছু ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি যেগুলা আমি ব্যবহার করি। আপনারা খুঁজে আরো অনেক সাইট পাবেন।
আজ এখানেই শেষ করছি। একদিন দুইটি পোস্ট করা হয়ে গেলো। তাই আর বেশি বড় করছি না। আপনি কোথায় খেলা দেখবেন সেটি নিচে কমেন্ট করে জানাতে পারবেন। এবং এই বিশ্বকাপে কোন দল কাপ নিবে তার প্রিডিকশন জানাতে পারেন। আপনার প্রিয় দল সম্পর্কে জানাতে ভুলবেন না কিন্তু!