1MB কম সাইজে প্রয়োজনীয় দুইটি Android App. যা আপনার কাজে লাগবে Free app download

1m কম সাইজে প্রয়োজনীয় দুইটি Android App. যা আপনার কাজে লাগবে| Free app download

এই পোস্টে আমি আপনাদের এমন দুইটি অ্যাপের কথা বলবো যেগুলো Useful , প্রয়োজনীয় কিন্তু এই অ্যাপগুলোর সাইজ ১ এমবির‌ও কম।

App – 1এটা মূলত একটা ব্রাউজার, যেটাতে Incognito মোড রয়েছে, সাথে আরো কিছু ফিচার।

যারা এখনো Incognito মোড সম্পর্কে জানেন না তারা আসলেই নরমাল ইউজার।

যদি আপনার Chrome, Firefox, Opera এসব ব্রাউজার খুব একটা পছন্দ না। আপনি খুব‌ই লাইট ওয়েট ব্রাউজার পছন্দ করেন, আর সাথে আপনি ব্রাউজারে যা কিছু Search করেন, যা কিছু দ্যাখেন, ঐসব History যেন ব্রাউজার Save না করে। তাহলে এরজন্য রয়েছে,

Dolphin Zero Incognito Browser

মাত্র ৫০০ কেবি। এটা খুব‌ই লাইট ওয়েট অ্যাপ যেটা বেসিক্যালি অটোমেটিক ডিলিট করে আপনার Browsing History, Phone Data, Password, Web Cookies, Cach & Data

আর একটার গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্রাউজার Duck Duck Go সার্চ ইঞ্জিন ব্যাবহার করে। এটা এমন একটা সার্চ ইঞ্জিন যেটা আপনার History, আপনি কি সার্চ করেন, ইন্টারনেটে কি দ্যাখেন, এসব Track করে না। যার ফলে মানে এই ব্রাউজার খুব Useful এবং Safe একটি ব্রাউজার

1MB কম সাইজে প্রয়োজনীয় দুইটি Android App. যা আপনার কাজে লাগবে

App – 2

বর্তমানে সবচেয়ে বড় Social Media App হলো Facebook ।ফেসবুক অফিশিয়াল যে অ্যাপ রয়েছে সেটা অনেক বড় সাইজের, ইন্সটল করার পর অ্যাপের সাইজ আরো বেড়ে যায়, অনেক বেশি মোবাইল ডেটাও ব্যবহার করে।

যদি আপনার ফোনে স্টোরেজ কম থাকে, এমবি বেশি খরচ হয়, তাহলে এই অ্যাপ আপনার জন্য‌। যার নাম হলো

এই অ্যাপ আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর এই অ্যাপের যে সাইজ তা মাত্র ৪০০ কেবি। এত কম সাইজে এই অ্যাপ আপনাকে ফেসবুক অফিশিয়াল যে অ্যাপ রয়েছে তা পুরো সেম অভিজ্ঞতা পাবেন।

মানে যে অভিজ্ঞতা ফেসবুক অফিশিয়াল অ্যাপ আপনাকে দেয় সেম সেই এক‌ই অভিজ্ঞতা এই অ্যাপ আপনাকে দেবে, এবং এটা ফাস্ট কাজ করে, 2G নেটওয়ার্কেও ব্যবহার করতে পারবেন।

ফোনে জায়গা কম থাকলে এটা ব্যবহারযোগ্য, ফোনের এমবি খরচ কম হবে।

এছাড়াও আপনি আপনি এতে কাস্টমাইজ করার সুবিধা পাবেন। যা খুবই হেল্পফুল হবে আপনার জন্য। এতে এমন কিছু ফিচার পাবেন যা ফেসবুক অফিশিয়াল অ্যাপেও নেই

Dolphin Zero Incognito Browser

Slim Social

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *