happy friendship day 2022 wishes Facebook Bangla|শুভ বন্ধুত্ব দিবস 2022 শুভেচ্ছা পিকচার, স্ট্যাটাস

happy friendship day 2022 wishes Bangla|শুভ বন্ধুত্ব দিবস 2022 শুভেচ্ছা পিকচার, স্ট্যাটাস.Happy Friendship Day 2022: বন্ধুত্বের শুভ দিনে শুভেচ্ছা বার্তা ভাগ করে নিন বন্ধুদের মাঝে, ছবি শেয়ার করুন Twitter, Facebook, Instagram, Messenger -এ

বন্ধু মানে সুখ, দুঃখে পাশে থাকার সাথী। বন্ধুত্ব দিবসের ( Happy Friendship Day 2022) দিনটা খুব আনন্দে এবং মজা করে উপভোগ করে সকলেই। বন্ধুদের ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়িয়ে কিংবা তাঁদের সঙ্গে সময় কাটিয়ে সেলিব্রেট করা হয়। কিন্তু আমরা অনেকেই জানিনা। এই দিনটির ইতিহাস কি? কবে এবং কেন এই দিনটি উৎযাপন করা হয়

বহু বছর আগে ১৯৫৮ সালে প্যারাগুয়েতে প্রথম এই দিনটি সেলিব্রেট করা হয়। ডাক্তার রামন আর্টেমিও ব্রাকো ২০শে জুলাই তাঁর বন্ধু পুয়ার্ত পিনাস্ক এর সঙ্গে প্রথম ডিনার করে এই দিনটি পালন করেন। তারপর ডাক্তার রামন আর্টেমিও ব্রাকোই ১৯৫৮ সালে প্রথম ৩০শে জুলাই প্রস্তাব রাখেন ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেডে। সেদিন থেকেই ৩০শে জুলাইকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস (International Friendship Day)  হিসাবে পালন করা হয়। যদিও অনেক দেশে এই দিনটি বিভিন্ন তারিখে পালন করা হয়। ব্রাজিল, উরুগুয়েতে যেমন পালন করা হয় ২০ জুলাই, তেমনি  ভারতে এই দিনটি পালন করা হয় অগাস্ট মাসের প্রথম রবিবার অর্থাৎ আজ ৭ই অগাস্ট। সেই উপলক্ষ্যে লেটেস্টলি বাংলার (Latestly Bangla) তরফ থেকে রইল আপনার বন্ধুর জন্য শুভেচ্ছা বার্তা। এই বার্তা শেয়ার করুন বন্ধুদের মধ্যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে। ভাল কাটুক আপনার ফ্রেন্ডশিপ ডে।

Photo Credit_Latesty Media.com

Photo Credit_Latesty Media.com

Photo Credit_Latesty Media.com
Photo Credit_Latesty Media.com
Photo Credit_Latesty Media.com

ফ্রেন্ডশিপ ডে ২০২২-র শুভেচ্ছা বার্তা (Friendship Day 2022 Wishes)

* বন্ধুত্ব হোক ভেজালহীন। সকলকে শুভেচ্ছা এই বিশেষ দিনের! 

* বন্ধু সেই, যে তোমার জীবনের সবটুকু জেনেও তোমায় ভালোবাসে। 

* একে অপরের বিপদে পাশে দাঁড়াবো ঠিক এভাবেই। অটুট থাকুক আমাদের বন্ধুত্ব। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ২০২২!

যখন তুমি নিজের ওপর বিশ্বাস ফারিয়ে ফেল, তখন যে তোমার ওপর বিশ্বাস রাখে, সেই আসল বন্ধু। 

* বন্ধুত্ব হোক চিরকালীন, চিরসবুজ! হ্যাপি ফ্রেন্ডশিপ ডে! 

* বন্ধুত্ব এক মুল্যবান উপহার, যাকে কোনও দাম বা অর্থ দিয়ে বিচার করা যায় না! 

 বন্ধু হওয়া উচিত আয়না এবং ছাতার মতো। কারণ আয়না কখনও মিথ্যে বলে না এবং ছায়া কখনও সঙ্গ ছাড়ে না। 

* আমরা সময় কাটাটে বন্ধুদের সঙ্গে থাকি না, বরং বন্ধুদের সঙ্গে থাকার জন্য সময় খুঁজি। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে!
 
* বন্ধু সেই, যে তোমার হৃদয়ের ভাল লাগার সুর জানে। সেই সুর তুমি ভুলে গেলেও, সে তোমায় মনে করিয়ে দেয় বারবার। 

অনেকে মনে করেন শুধু একদিন কেন, রোজ হয়ে উঠুক ‘ফ্রেন্ডশিপ ডে’।  তবে বর্তমান সময় প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে অসম্ভব সেটা। তাই একটা দিন যদি বন্ধুরা একটু ‘স্পেশাল ফিল’ করেন, মনের আনন্দে কাটান তাহলে ক্ষতি কী? 

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *