তুফান মুভি শাকিব খান ফুল মুভি।তুফান হচ্ছে ২০২৪ সালের একটি বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। বাংলাদেশের আলফা আই, চরকি ও ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল, রেদোয়ান রনি, শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সনি। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।
তবে আলফা আইয়ের কর্ণধার বাংলাদেশী ওটিটি প্লাটফর্ম চরকি ডিজিটাল পার্টনার ও এসভিএফ আন্তর্জাতিক পরিবেশক হিসেবে কাজ করবে বলে দাবি করেন।প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। ছবিটির গল্প নব্বই দশকের বাংলাদেশের একজন গ্যাংস্টারকে ঘিরে আবর্তিত হয়েছে
মুক্তির দিনই ‘তুফান’ দেখব বলে মনস্থির করেছিলাম। কিন্তু হঠাৎ একটি জরুরি কাজে আটকে যাওয়ায় সম্ভব হয়নি। পরদিন দেখব কিন্তু পান্থপথের স্টার সিনেপ্লেক্সে টিকিট পেলাম না। অগত্যা ‘কাল দেখব’ এই মিথ্যা সান্ত্বনা নিয়েই ফিরতে হলো। মিথ্যা সান্ত্বনা বলছি এ কারণে যে টিকিট যে কালকে পাব, সেই সম্ভাবনাও ক্ষীণ ছিল।
ফলে একপ্রকার খারাপ লাগা নিয়েই বাসা থেকে বের হই। মধুমিতা হলের সামনে পৌঁছাতেই রিকশা থামাতে বলি। ভিড়, টিকিটের জন্য লাইন দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। একটা টিকিটের ব্যবস্থা যদি হয়, এমন একটা আশা নিয়েই রিকশা থেকে নেমে হলের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ চোখে পড়ল এক পরিচিত ব্যক্তি শুকনা মুখে হলের পাশে এটিএম বুথের সামনে দাঁড়িয়ে আছেন। শো শুরু হতে তখনো ৩০-৩৫ মিনিট বাকি।
কিন্তু কেন জানি না কথাটা শুনে আনন্দ জেগে ওঠে মনে। ইতস্তত না করে লজ্জার মাথা খেয়ে কথাটা বলেই ফেলি, ‘যদি কিছু মনে না করেন, টিকিটটা দিলে আপনাকে সঙ্গ দিতে পারতাম। যে অবস্থা দেখছি, লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা নেই।’ মুখ খুলে হাসলেন তিনি। কাঁধে একটা চাপড় দিয়ে বললেন, ‘মশকরা করো, চলো দোতলায় যাই।’
তুফান মুভি শাকিব খান
তুফান মুভি শাকিব খান : ২০২৪ সালে ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় চলচিত্রের কিং শাকিব খান নতুন মুভি তৈরী করছে। যারা তুফান মুভি শাকিব খান দেখতে চান তারা এই ঈদে ছিনেমাটি দেখতে পারেন। এই ঈদে শাকিব খানের নতুন মুভি তুফান মুভি শাকিব খান দেখতে হলে দর্শকদের উপচে পড়া ভীড়। দর্শকরা এই মুভি দেখে বেশ উপভোগ করেছে। কারণ সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরী এই মুভি। এই মুভি মূলত অ্যাকশন মুভি। ইতিমধ্যে এই মুভির টিজার দেখে দর্শকরা অবাক। এই মুভি বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় নির্মিত নতুন অ্যাকশন চলচ্চিত্র।যেন ধেয়ে আসছে শাকিব খানের নতুন মুভি তুফান ১ মিনিট ২১ সেকেন্ডের টিজার ভিডিও দেখে বোঝা যাচ্ছে এবারের ঈদে শাকিব খানের নতুন মুভি পূর্বের সব রেকর্ড ভেঙে ফেলবে।
How to (Toofan) Download from filmywap mp4moviez filmyzilla
Download Now
First, go to Google and search for the mentioned name. Then, enter the site that appears in the first position. Next, use the search bar on the website to search for the movie “Tufan” (be sure to search in English) and then click on the specific movie to download it. Be aware that some pop-up ads may appear during the download process, so keep this in mind while downloading.
“The movie is not available anywhere yet, but we are hopeful that it will be available on the mentioned sites very soon.”