Nokia, Samsung, Jio, Itel দাম শুরু ৮৬৯ টাকা থেকে,এর সেরা ফিচার ফোনগুলি দেখে নিন

Nokia, Samsung, Jio, Itel দাম শুরু ৮৬৯ টাকা থেকে,এর সেরা ফিচার ফোনগুলি দেখে নিন

Nokia, Samsung, Jio, Itel দাম শুরু ৮৬৯ টাকা থেকে,এর সেরা ফিচার ফোনগুলি দেখে নিন

স্মার্টফোনের যুগে এখনো হারিয়ে যায়নি ফিচার ফোন। ভারতের একশ্রেণীর মানুষ আজও ফিচার ফোনের উপর নির্ভরশীল। যদিও এই ক্ষুদ্রাকৃতি ফোনের বিক্রির পরিমান এখন এক দশক আগের মতো নেই। তবুও ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে কিছু ব্র্যান্ড নতুন নতুন ফিচার ফোন লঞ্চ করে। সেক্ষেত্রে আপনারা যারা বাড়ির বয়স্ক কারো জন্য বা স্মার্টফোনের বিকল্প হিসাবে স্ট্যান্ডার্ড কী-প্যাডের একটি মোবাইল কিনতে চান, তাদের জন্যেই আজকের এই প্রতিবেদন। এখানে আমরা বাজারের সেরা কিছু ফিচার ফোন নিয়ে একটি তালিকা তৈরি করেছি। এই তালিকায় JioPhone, Itel Magic 2 4G, Nokia 11 4G, Nokia 110 4G, Micromax X512, Itel IT2163 এবং Samsung Guru 1200-এর মতো সেরা ফোনগুলি স্থান পেয়েছে। উল্লেখিত ৭টি ফোনের দাম যথেষ্ট কম এবং এগুলির ফিচার বেশ আকর্ষণীয়। ফোনগুলি Amazon বা Flipkart থেকে কিনে নেওয়া যাবে।

বাজারে উপলব্ধ সেরা ৭টি ফিচার ফোনের তালিকা

JioPhone: জিওফোনে, একটি ২.৪০ ইঞ্চির (২৪০x৩২০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। এটি স্প্রেডট্রাম এসসি৯৮২০এ প্রসেসর সহ এসেছে। আবার, অপারেটিং সিস্টেম হিসাবে এতে কাই ওএস পাওয়া যাবে। উক্ত ফোনে, ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ০.৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। এতে, ৫১২ এমবি র‌্যাম এবং ৪ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। আর, পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ২,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

দাম : ই-কমার্স সাইট Amazon থেকে JioPhone ১,৭৯৯ টাকায় কেনা যাবে।

Itel Magic 2 4G: আইটেল ম্যাজিক ২ ৪জি ফিচার ফোনে দেওয়া হয়েছে একটি ২.৪০ ইঞ্চির (২৪০x৩২০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল। এতে ইউজাররা ১.৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর পেয়ে যাবেন। স্টোরেজ হিসাবে থাকছে, ৬৪ এমবি র‌্যাম এবং ১২৮ এমবি রম। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১,৯০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম : Itel Magic 2 4G ফোনকে Flipkart থেকে ২,৩৯৯ টাকায় কেনা যাবে।

Nokia 110 4G: নোকিয়ার এই ৪জি কানেক্টিভিটির ফিচার ফোনে ১.৮০ ইঞ্চির (১২০x১৬০ পিক্সেল) ডিসপ্লে দেখা যাবে। পারফরম্যান্সের জন্য থাকছে ইউনিসক টি৭০০ প্রসেসর। এটি সিরিজ ৩০ প্লাস অপারেটিং সিস্টেম চালিত। ফোনে, ১২৮ এমবি র‌্যাম এবং ৪৮ এমবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এই হ্যান্ডসেটের ব্যাটারি ক্যাপাসিটি ১,০২০ এমএএইচ।

দাম : ই-কমার্স সাইট Flipkart -এর লিস্টিং অনুযায়ী, Nokia 110 4G ফোনের দাম ২,৭৯৯ টাকা।

Micromax X512: মাইক্রোম্যাক্স এক্স৫১২ ফোনে আছে একটি ১.৭৭ ইঞ্চির (২৪০x৩২০ পিক্সেল) ডিসপ্লে। এতে, ৫৬ এমবি র‌্যাম এবং ২৪ এমবি স্টোরেজ রয়েছে। আবার, ছবি তোলার জন্য থাকছে ০.৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে, ১,৭৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম : Micromax X512 ফোনের দাম ১,১৫৪ টাকা। এটি Flipkart -এ উপলব্ধ।

Itel IT2163: আইটেলের এই ফিচার ফোনে এসসি৬৫৩১ই প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এতে ১.৮ ইঞ্চির একটি ডিসপ্লে দেখা যাবে। এছাড়া, থাকছে ৪ এমবি র‌্যাম এবং ৪ এমবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটি যাতে দীর্ঘক্ষণ সক্রিয় থাকে, তার জন্য এতে ১,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

দাম : Itel IT2163 ফোনের বিক্রয় মূল্য ৮৬৯ টাকা। এটি ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যাবে।

Samsung Guru 1200: স্মার্টফোন হোক বা ফিচার ফোন, স্যামসাং সব জায়গায় বিরাজমান। সেক্ষেত্রে, গুরু ১২০০ হল সংস্থার সেরা ফিচার ফোনগুলির একটি। এতে, ১.৫২ ইঞ্চির (১২৮x১২৮ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। থাকছে ২০৮ মেগাহার্টজ রেটের ওয়ান কোর প্রসেসর। এতে ৪ এমবি র‌্যাম এবং ৮ এমবি স্টোরেজ পাওয়া যাবে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনে ৮০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে।

দাম : ই-কমার্স সাইট Amazon থেকে Samsung Guru 1200 মাত্র ১,২০০ টাকায় কেনা যাবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *