[Original Lyrics] Valobese Keno Hridoy Vangili Lyrics | ভালোবেসে কেনো হৃদয় ভাঙিলি গানের লিরিক্স
Valobese Keno Hridoy Vangili (ভালোবেসে কেনো হৃদয় ভাঙিলি) Lyrics by Gogon Sakib | Bangla New Song 2022
Song’s Informations
Name of the Song – Valobese Keno Hridoy Vangili
Song’s Vocalist – Gogon Sakib
Song’s Composer – Yeasin Hossain Neru
Song’s Lyricist – Yeasin Hossain Neru
Song’s Release Date – 04 September 2022
Song’s Published on DP Music Station Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। “ভালোবেসে কেনো হৃদয় ভাঙিলি” গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। “ভালোবেসে কেনো হৃদয় ভাঙিলি” গানটি গেয়েছেন কন্ঠশিল্পী গগন সাকিব। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন ইয়াসিন হোসেন নেরু এবং গানটির কথা লিখেছেন ইয়াসিন হোসেন নেরু। গানটি ইউটিউব চ্যানেল DP Music Station -এ 04 September 2022 -তে প্রকাশিত হয়
ভালোবেসে কেনো হৃদয় ভাঙিলি” গানের সম্পূর্ণ লিরিক্স
সরল মনে দাগা দিয়া
হইবি যদি অন্যের প্রিয়া
সাদা মন রে
কেনো রঙের স্বপ্ন দেখাইলি।
ভালোবাসার আশা দিয়া খেলবি যদি পাশা প্রিয়া
মনে ভেতর কেনো প্রেমের বাসা বাঁধিলি
প্রিয়া রে প্রিয়া রে
ভালোবেসে কেন আমার হৃদয় ভাঙিলি।
বিশ্বাসী মন উজাড় করে বেসেছিলাভালো
বুঝি নাইতো করবি জীবন এমন অগোছালো
তোর হৃদয়ের রাজা ছিলাম
আজকে ভাবিস অঁচল আধুলি।
প্রিয়া রে প্রিয়া রে
ভালোবেসে কেন আমার হৃদয় ভাঙিলি
প্রিয়া রে প্রিয়া রে
ভালোবেসে কেন আমার হৃদয় ভাঙিলি।
তোর ছলনার আঘাতে আজ দু’টি চোখে জল
প্রেমের নামে এতো ব্যথা কেন দিলি বল
মন গীটারে কেন যে তুই
ভালোবাসার মন্ত্র সাধিলি।
প্রিয়া রে প্রিয়া রে
ভালোবেসে কেন আমার হৃদয় ভাঙিলি
প্রিয়া রে প্রিয়া রে
ভালোবেসে কেন আমার হৃদয় ভাঙিলি।