padma bridge toll rates 2022 || পদ্মা সেতুর টোল তালিকা ২০২২

padma bridge toll rates 2022 || পদ্মা সেতুর টোল তালিকা ২০২২ | পদ্মা সেতুর টোল তালিকা ২০২২। পদ্মা সেতুর টোল ভাড়া 2022|পদ্মা সেতুর টোল তালিকা ২০২২ প্রকাশ করা হয়েছে। পদ্মা সেতু দিয়ে বাংলাদেশের দক্ষিণে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের যাতায়াত আরও সহজ হয়ে উঠবে

padma bridge toll rates 2022 || পদ্মা সেতুর টোল তালিকা ২০২২

পদ্মা সেতুর টোল নির্ধারণ করা হয়েছে। ছোট থেকে বড় সকল যানবাহনের জন্য নির্দিষ্ট পরিমাণ টোল নির্ধারণ করে তা অনুমোদন করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে পদ্মা সেতুর সকল নির্মাণ কাজ শেষ করার কথা হয়েছে। এরমধ্যে সেতু চালু হবে ধরে নিয়ে টোল আদায় কারী ও সেতুর রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নির্ধারণ করেছে বাংলাদেশ সেতু বিভাগ। বাংলাদেশ সেতু বিভাগ কর্তৃপক্ষ কর্তৃক ২ টি কোম্পানি কোরিয়া এক্সপ্রেস কর্পোরেশন (কেইসি) এবং চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) কে সেতু রক্ষণাবেক্ষণ এবং টোল আদায়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

Padma Bridge Toll Rates 2022

যানবাহনের নামসেতুর টোল(টাকা)(Toll Rates)
১. মোটরসাইকেল১০০ টাকা।
২. কার, জীপ৭৫০ টাকা
৩. পিকআপ১২০০ টাকা।
৪. মাইক্রোবাস১৩০০ টাকা।
৫. ছোট বাস (৩১ আসন/১ রুম)১৪০০ টাকা
৬. মাঝারি বাস (৩২ আসন/বেশি) ২০০০ টাকা
৭. বড় বাস (৩ এক্সেল)২৪০০ টাকা
৮. ছোট ট্রাক (৫ টন)১৬০০ টাকা
৯. মাঝারি ট্রাক (৫-৮ টন) ২১০০ টাকা
১০. মাঝারি ট্রাক (৮-১১ টন) ২৮০০ টাকা
১১. ট্রাক (৩ এক্সেল পর্যন্ত)৫৫০০ টাকা
১২. ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত)৬০০০ টাকা
১৩. ট্রেইলার (৪ এক্সেলের অধিক)৬০০০+ প্রতি এক্সেল ১৫০০টাকা

পদ্মা সেতুতে যে নিয়মগুলো মানতে হবে

padma bridge toll rates 2022

পদ্মা সেতুতে মেনে চলতে হবে, এমন বেশ কিছু নিয়ম উল্লেখ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) এই বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে সেতু ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো-

০১. পদ্মা সেতুর উপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা।

০২. পদ্মা সেতুর ওপর যে কোনও ধরনের যানবাহন দাঁড়ানো এবং যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

০৩. তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়িযোগে সেতু পারাপার হওয়া যাবে না।

০৪. গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর উপর দিয়ে পারাপার করা যাবে না।

০৫. সেতুর উপর কোনও ধরনের ময়লা ফেলা যাবে না।

পদ্মা সেতু একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা বিধায় বিজ্ঞপ্তিতে সেতু পারাপারে সর্বসাধারণকে উপরোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ২৬ জুন থেকে সেতু দিয়ে দিনরাত ২৪ ঘণ্টাই যানবাহন চলাচল করবে।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *