পদ্মা সেতু উদ্বোধন লাইভ ভিডিও Padma setu live Bridge Video.উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এ উপলক্ষ্যে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরো পদ্মা সেতু এলাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।
পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু
পদ্মা বহুমুখী সেতু | |
স্থানাঙ্ক | ২৩.৪৪৪৩° উত্তর ৯০.২৬১০° পূর্ব |
---|---|
বহন করে | যানবাহন, ট্রেন |
অতিক্রম করে | পদ্মা নদী |
স্থান | মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর |
রক্ষণাবেক্ষক | বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ |
ওয়েবসাইট | www.padmabridge.gov.bd |
বৈশিষ্ট্য | |
নকশা | এইসিওএম |
উপাদান | কংক্রিট, স্টিল |
মোট দৈর্ঘ্য | ৬.১৫ কিলোমিটার (২০,২০০ ফুট) |
প্রস্থ | ১৮.১০ মিটার (৫৯.৪ ফুট) |
ইতিহাস | |
নকশাকার | এইসিওএম |
নির্মাণকারী | চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ |
নির্মাণ শুরু | নভেম্বর ২০১৪ |
নির্মাণ ব্যয় | ৳৩০,১৯৩ কোটি[১] |
চালু | ২৫ জুন ২০২২ |
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যেতে মানতে হবে যেসব নির্দেশনা
পদ্মা সেতুর উদ্বোধনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে যেতে অতিথিদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপটিন পুলিশ (ডিএমপি) এ নির্দেশনা জারি করেছে। এছাড়া অনুষ্ঠানে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানোর জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে ঢাকা মহানগরী থেকে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
আমন্ত্রণপত্রে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই সবাইকে অনুষ্ঠানস্থলে আসার জন্য বলা হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে ৪৮ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ পরীক্ষা করে রিপোর্ট সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে। চাবি, চাবির রিং, কলম, মোবাইল, ছাতা, হাতব্যাগ, ক্যামেরা ও ইলেক্ট্রনিক বস্তু না নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। অনুষ্ঠানস্থলে মাস্ক পরাসহ কোভিড-১৯ সংশ্লিষ্ট সব প্রটোকল অনুসরণ করতে বলা হয়েছে। আমন্ত্রণপত্রের সঙ্গে দেওয়া স্টিকারটি গাড়ির সামনের কাচের বাঁ পাশে দৃশ্যমান স্থানে লাগানোর জন্য বলা হয়েছে।
এছাড়া শনিবার সকাল ৯টায় অতিথিদের অনুষ্ঠানস্থলে আসন গ্রহণ করার কথা বলা হয়েছে। এরপর সকাল ১০টায় মাওয়া প্রান্তে অনুষ্ঠানস্থলে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর এক মিনিট পরই প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র। এরপর সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকাল ১০টা ৫ মিনিটে সভাপতির বক্তব্য দেবন।
পদ্মা সেতু উদ্বোধন লাইভি ভিডিও
পদ্মা সেতু উদ্বোধন লাইভ ভিডিও Padma setu live Bridge Video
কাজের মান শতভাগ নিশ্চিত হয়েছে
- তাত্ত্বিকভাবে সেতুর মেয়াদ ৬০-৭০ বছর হয়। তবে পদ্মা সেতু এক শ বছরও পার হয়ে যেতে পারে।
- প্রতি পিলারের নিচে পাইল ছয়টি থেকে বাড়িয়ে সাতটি করা হয়েছে। স্কিন গ্রাউটও করা হয়েছে।
- পাইলের আড়াই ইঞ্চি পুরু লোহার ওয়েল্ডিং কাজের টেকনিশিয়ানদের ৬০ শতাংশই ছিল বাংলাদেশি।
- করোনা না এলে আরও কম সময় লাগত। ২০১৪ থেকে ২০২০-এর মধ্যে হলে ভেরি গুড হতো।
পদ্মা সেতু উদ্বোধন বাজেট কত
৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প থেকে এসব জেলার ডিসিকে অর্থছাড় দিতে প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার মাদারীপুরের শিবচরে জনসভায় বক্তব্য দিবেন এ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে
গত ১৫ জুন সেতু বিভাগ থেকে চার জেলার ডিসিদের নামে বরাদ্দ দেয়া হয়েছে। সেতু বিভাগের উপনচিব মো. আবুল হাসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, পদ্মা সেতু’র উদ্ধোধনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষ্যে ৩ থেকে ৭ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক, মাদারীপুর জেলা প্রশাসক এবং শরীয়তপুর জেলা প্রশাসকের নিকট থেকে চাহিদা পত্র পাওয়া গেছে। উক্ত চাহিদা পত্রের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের ব্যাপ্তি বিবেচনায় বর্ণিত চার জেলায় বরাদ্দ প্রদান করা হলো। বরাদ্দকৃত জেলা গুলো হচ্ছে, ঢাকা জেলার জন্য ১ কোটি ৫০ লাখ টাকা, মুন্সিগঞ্জ জেলার জন্য ১ কোটি ৩৯ লাখ টাকা, মাদারীপুর জেলার জন্য ১ কোটি ৩৯ লাখ টাকা এবং শরীয়তপুর জেলার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ৬০ জেলায় উদযাপন ব্যয় কত বরাদ্দ দেওয়া হয়েছে। সেতু বিভাগ থেকে সেটি বলা হচ্ছে না।