কীভাবে দেখবেন কাতার বনাম ইকুয়েডর ফুটবল ম্যাচ লাইভ.কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022)। দেশ-বিদেশের ফুটবল প্রেমীদের জন্য এ বারের বিশ্বকাপ আলাদা হতে চলেছে। করোনার পর এই প্রথম ফুটবল বিশ্বকাপ হচ্ছে। ধারা বদলে এ বার জুন-জুলাইয়ে নয়, বিশ্বকাপ হতে চলেছে শীতকালে। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর অবধি চলবে কাতারে ফুটবলের এই মেগা টুর্নামেন্ট। মোট ৩২ টি দল অংশ নিয়েছে এ বারের বিশ্বকাপে।
বাংলাদেশে যেভাবে দেখবেন কাতার বনাম ইকুয়েডর ফুটবল ম্যাচ লাইভ বিশ্বকাপের খেলা
গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াচ্ছে। চার বছর পর ফের ফুটবল উন্মাদনায় মেতেছে বিশ্ব। বাংলাদেশ ফুটবল দল কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন না করলেও ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ বাকিদের চেয়ে বেশিই। শহর থেকে গ্রাম সর্বত্রই টিভি কিংবা বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, অ্যাপেও দেখা যাবে বিশ্বকাপের খেলা।
বাংলাদেশ থেকেও টিভি পর্দায় সরাসরি উপভোগ করা যাবে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে সব ম্যাচই। দেশের তিনটি টিভি চ্যানেল দেখাবে বিশ্বকাপের ২২তম আসরের খেলাগুলো। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত চ্যানল বিটিভি ছাড়াও আছে ব্যক্তিমালিকানাধীন দুটি চ্যানেল।
বাংলাদেশ টেলিভিশনে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন সারা দেশের মানুষ। এছাড়া বেসরকারি স্যাটেলাইট চ্যানেল গাজী টিভিতে দেখা যাবে কাতার বিশ্বকাপের সব ম্যাচ। বেসরকারি মালিকানাধীন দেশের একমাত্র ক্রীড়াবিষয়ক চ্যানেল টি স্পোর্টসও সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপ। এছাড়াও ফুটবল বিশ্বকাপ নিয়ে নানারকমের আরও আয়োজন রয়েছে চ্যানেলগুলোতে। খেলার ফাঁকে রয়েছে বিশ্লেষণমূলক আলচনা অনুষ্ঠানও।
টিভি পর্দা ছাড়াও খেলা দেখা যাবে অ্যাপেও। টফি অ্যাপে সাবস্ক্রিপশন গ্রহণের মাধ্যমে উপভোগ করা যাবে কাতার বিশ্বকাপের খেলা।
Qatar vs Ecuador live stream match broadcast on which TV channel Bangladesh
কাতার বনাম ইকুয়েডর লাইভ টিভি চ্যানেল
কাতার বিশ্বকাপ ২০২২ এর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে কাতার বনাম ইকুয়েডর। কাতার বনাম ইকুয়েডর ম্যাচটি লাইভ দেখার জন্য সরা বিশ্বের ফুটবল ভক্তরা অনেক আগ্রহ নিয়ে বসে আছে। কাতার বনাম ইকুয়েডর লাইভ টিভি চ্যানেল সম্পর্কে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোন চ্যানেল সম্পর্কে জানা যায়নি। তবে কাতার বনাম ইকুয়েডর লাইভ টিভি চ্যানেল সম্পর্কে আন-অফিসিয়ালভাবে যে সকল চ্যানেলগুলোর কথা বলা হয়েছে সেগুলো হলো: Bein Sports এর সকল চ্যানেল, ESPN, Tyc Sports, Sony, Yalla Shoot TV। খেলাটি শুরু হওয়ার সময় এই চ্যানেলগুলোতে চোখ রাখলে খেলাটি উপভোগ করতে পারবেন।
ইকুয়েডর বনাম কাতার হেড টু হেড
ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে এই পর্যন্ত মোট ৩ বার মাঠে মুখোমুখি হয়েছে কাতার বনাম ইকুয়েডর। ৩ বাররের হেড টু হেড লড়াইয়ে কাতার এবং ইকুয়েডর ১টি করে ম্যাচে জয় পেয়েছে এবং বাকি ১টি ম্যাচ ড্র হয়। নিচে কাতার বনাম ইকুয়েডর হেড টু হেড রেজাল্ট দেওয়া হলো।
Date | Match | Win | Score | Competition |
18 Feb 1996 | Qatar VS Ecuador | Draw | 1-1 | International Friendly |
25 Feb 1996 | Qatar VS Ecuador | Ecuador | 1-2 | International Friendly |
12 Oct 2018 | Qatar VS Ecuador | Qatar | 4-3 | International Friendly |
কাতার বনাম ইকুয়েডর লাইভ ফুটবল ম্যাচ
সারা বিশ্বের ফুটবল ভক্তরা যেহ মুহুর্তের জন্য অধির আগ্রহ নিয়ে বসে আছে তা হলো কাতার বিশ্বকাপ ২০২২ এর উদ্বোধনি ম্যাচ। উদ্বোধনি ম্যাচে মাঠে নামবে স্বাগতিক দল কাতার বনাম ইকুয়েডর। উক্ত ম্যাচটি লাইভ দেখার জন্য সারা বিশ্বের ফুটবলপ্রেমী মানুষরা অনেক আগ্রহ নিয়ে বসে আছে। কাতার বনাম ইকুয়েডর লাইভ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর রবিবার রাত ১০ টায়। তবে অনেকেই জানেন না কাতার বনাম ইকুয়েডর লাইভ দেখবেন কীভাবে। তাই নিচে কাতার বনাম ইকুয়েডর লাইভ ফুটবল ম্যাচ দেখার সঠিক নিয়ম নিচে উল্লেখ করা হলো।
Qatar vs Ecuador live telecast Tv channel in Bangladesh
কীভাবে কাতার বনাম ইকুয়েডর খেলা লাইভ দেখবেন
কাতার বনাম ইকুয়েডর এর মধ্যকার ম্যাচটি আগামী ২০ নভেম্বর রাত ১০ টায় শুরু হতে যাচ্ছে। উক্ত খেলাটি আপনারা টিভিতে লাইভ দেখতে পারবেন। কারণ অনেক স্পোর্টস চ্যানেলে কাতার বনাম ইকুয়েডর খেলাটি লাইভ দেখানো হবে। উপরে উল্লিখিত চ্যানেলগুলোতে চোখ রাখলে যে কোন একটি চ্যানেলে আপনি খেলাটি লাইভ দেখতে পারবেন। তবে সব দেশে এসকল চ্যানেলগুলো পাওয়া যায় না।
এই কারণে যাদের টিভিতে উল্লিখিত টিভি চ্যানেলগুলো নেই তাদের অনলাইনে বিভিন্ন Apps এর মাধ্যমে কাতার বনাম ইকুয়েডর খেলাটি লাইভ দেখতে হবে। এছাড়াও অনেক ওয়েবসাইটে কাতার বনাম ইকুয়েডর এর মধ্যকার খেলাটি লাইভ দেখানো হবে। আপনারা যারা খেলাটি দেখতে ইচ্ছুক তারা অনলাইনে ওয়েবসাইট অথবা Apps এর মাধ্যমে দেখতে পারেন। কীভাবে কাতার বনাম ইকুয়েডর অনলাইনে লাইভ দেখবেন তা নিচে দেওয়া হলো।
কাতার বনাম ইকুয়েডর লাইভ স্ট্রিম
কাতার বিশ্বকাটের সকল খেলাগুলো দেখার জন্য যে সকল টিভি চ্যানেলগুলোর কথা অফিসিয়ালভাবে বলা হয়েছে তা সচরাচর বাংলাদেশে দেখা যায় না। এই কারণে আমাদের কাতার বনাম ইকুয়েডর খেলাটি অনলাইনে লাইভ স্ট্রিম দেখতে হয়। তবে অনেকেই জানেন না কীভাবে কাতার বনাম ইকুয়েডর এর মধ্যকার ম্যাচটি বিভিন্ন Apps বা ওয়েবসাইটের মাধ্যমে লাইভ স্ট্রিম করতে হবে। বিভিন্ন আনঅফিসিয়াল Apps যেমন, Yallah soot, Yacien TV, Toffe, Live net.TV Apps এর মাধ্যমে কাতার বনাম ইকুয়েডর এর মধ্যকার ম্যাচটি খুব সহজেই লাইভ স্ট্রিম করা যাবে।
এছাড়াও যারা Apps ছাড়া বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে খেলাটি লাইভ স্ট্রিম দেখতে চান তারা Beinmatch.ma অথাবা Yallahshoot.com এ গিয়ে ম্যাচটি লাইভ স্ট্রিম দেখতে পারেন। যদি কোন কিছু না পারেন তাহলে খেলাটি শুরুর সময়ে ফেসবুকে গিয়ে কাতার বনাম ইকুয়েডর লাইভ স্ট্রিম লিখে সার্চ করলে খেলাটি দেখতে পারবেন।
মোবাইল Apps & ওয়েবসাইট এর লিংক কাতার বনাম ইকুয়েডর লাইভ
অনেক আন-অফিসিয়াল Apps রয়েছে যেগুলো গুগল প্লে-স্টোর এ পাওয়া যায় না। এসকল Apps এর লিংক নিচে দেওয়া হলো-
- Toffee App
- Dora Tv
- Live NetTV APK
- Durbin Live TV
- HD Streamz
- Yacine TV
- ora live TV
- Stream India
- Oreo TV
- ThopTV Pro
- Ten Sports Live TV
- AOS TV
- BDIX Live TV
- beIN Sports
- RedBox TV
- Kingobd Sports
উপসংহার
কাতার বিশ্বকাপের গ্রুপ স্টেজের প্রথম ম্যাচ এবং উদ্বোধনি ম্যাচ খেলতে মাঠে নামবে কাতার বনাম ইকুয়েডর। উক্ত খেলাটি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর রবিবার রাত ১০ টায়। উক্ত খেলাটি দেখার জন্য সারা বিশ্বের ফুটবল ভক্তদের মধ্যে অনেক আগ্রহ রয়েছে। তবে অনেকেই জানেনা খেলাটি কীবাবে লাইভ দেখবে। তাই এই আর্টিকেলের মধ্যে কাতার বনাম ইকুয়েডর লাইভ স্ট্রিমিং এর সঠিক নিয়ম, ম্যাচ টাইমিং, লাইভ টিভি চ্যানেল সম্পর্কে আলোচনা করা হয়েছে।