[১০০% নির্ভুল সমাধান] ssc bangla 1st mcq question Solution 15 September 2022

SSC Bangla 1st Paper MCQ Question Solution 2022 [১০০% নির্ভুল সমাধান] ssc bangla 1st mcq question Solution 15 September 2022

আজ 15 সেপ্টেম্বর 2022 এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে শুরু হয় এসএসসি 2022 পরীক্ষা। এসএসসি বাংলা ১ম পত্রের প্রশ্ন সমাধান 2022 সম্পর্কিত তথ্য নিয়ে আমরা এই আলোচনার আয়োজন করেছি। আপনি যদি এসএসসি 2022 বাংলা প্রথম পরীক্ষায় অংশ নিয়ে থাকেন তবে এই নিবন্ধটি থেকে প্রশ্নের সমাধান সংগ্রহ করুন। এই আলোচনার মাধ্যমে আমরা এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২২ PDF ফাইল এবং চিত্র আকারে প্রকাশ করেছি।

SSC Bangla 1st Paper Question & Answer 2022

Today SSC Bangla 1st Paper Question Solution

According to the SSC exam routine, the board exam 2018 is going to start from tonight. About 25 lakh students from various institutions of the country are going to appear for the exam. Bangla 1st paper exam is scheduled as the first exam of SSC 2022. Duration is fixed for 2 hours for each exam. In this, candidates appearing for the exam have to complete the MCQ exam within 20 minutes. On the other hand, the time allotted for the written (theory) test is 1 hour 40 minutes. Because Ministry of Education Board allotted 20 minutes for multiple choice questions and 1 hour 40 minutes for creative questions.

SSC Question Solution 2022: Bangla 1st Paper

Bangla MCQ Answers of SSC Exam 2022 have confused many students. We will therefore assist them. Checking SSC Bangla MCQ Question Solution 2022 will let you know how many questions you answered correctly. 30 minutes before the commencement of the examination, candidates should reach the examination venue.

SSC Exam 2022 is organized by Directorate of Secondary and Higher Education. We try our best to give correct answers to every question in Bangla Prothom Paper. Not getting auto pass opportunity this year is a cause of sadness for SSC students. For more information visit official website of Bangladesh Education Board

SSC Bangla 1st Paper Question & Answer 2022

From this article collect SSC Bangla First Paper Question Solution 2022 solved under the supervision of experienced teachers for all students appearing for today’s SSC Bangla First Paper exam. It is very important for all the students appearing in SSC 2022 exam to know the answer of Asha 15 multiple choice questions in today’s exam. You will get correct answer with explanation for each question from this discussion. 15 multiple choice questions pdf file download link of each education board Bengali first paper subject mentioned board wise

১. ‘নিমগাছ’ গল্পে বিজ্ঞরা নিমগাছের কোনটির পক্ষে বলেন?

২। ‘বই পড়া’ প্রবন্ধ অনুসারে “সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপমুক্ত হব।”—বাক্যে ‘পাপমুক্ত’ বলতে কী বোঝানো হয়েছে? – সর্ববিষয়ে জ্ঞান অর্জন 

৩। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কাছে ‘ভ্রান্তির ছলনা কোনটি? – মায়া-মন্ত্রধ্বনি

৪। ‘মানুষ’ কবিতার কোন চরণটিতে ডুখারির ক্ষোভ প্রকাশ পেয়েছে? – ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!

৫। ‘বঙ্গবাণী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? – নূরনামা 

৬। ‘পল্লিজননী’ কবিতায় ছেলেটি তার মাকে যত্ন করে কোনটি রাখতে বলেছে? – লাটাই

৭। ‘প্রবাস বন্ধু’ গল্পের লেখক কোন খাবারটি ফিরিয়ে দিয়েছিলেন? 

৮। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় এতিম হলো—

i. সাকিনা বিবি

ii. হরিদাসী

iii. অবুঝ শিশু

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) iii

(গ) i ও ii

(ঘ) ii ও iii

গ/চিহ্ন দেয়া যাবে না।

৯। ‘ওই যে বাড়িগুলো পুড়িয়েছিস, এটাও যুদ্ধ।’  বুধাকে এ কথাটি কে বলেছেন?

১০। দুর্গা সুব নিচু করিয়া বলিল, ‘মা ঘাট থেকে আসেনি তো ? দুর্গার এ কথায় কী প্রকাশ পেয়েছে?

১১। “ব্যবসায়ী হামিদকে অপহরণ করে বুকে পিস্তল ঠেকিয়ে জাল দলিলে স্বাক্ষর নেয় এলাকার সন্ত্রাসী।” উদ্দীপকটি ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন ঘটনাকে ইঙ্গিত করে?

১২। ‘ছন্দোবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে, যা লিখিত হয় তাকে বলা হয়—

উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও : বেদখল হয়ে যাচ্ছে তাহের চৌধুরীর অনেক জমি। তিনি জমি রক্ষায় আদালতে যান। মামলা চালানোর জন্য তিনি দূর সম্পর্কের আত্মীয় কেরামত মিয়ার কাছ থেকে টাকা ধার চান। কিন্তু কেরামত মিয়া কঠিন শর্তে টাকা ধার দিতে রাজি হন।

১৩। উদ্দীপকের তাহের চৌধুরীর সাথে ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

১৪। কেরামত মিয়া যে বৈশিষ্ট্যের কারণে বহিপীরের প্রতিনিধিত্ব করছে

i. সুযোগ সন্ধানী মনোভাব

ii. অর্থের প্রতি লোভ

iii. স্বার্থপর মনোবৃত্তি

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) ii

(গ) i ও iii

(ঘ) ii ও iii

উদ্দীপকটি পড়ে ১৫ নং প্রশ্নের উত্তর দাও:

উদ্দিন অসুস্থ বা দেখে পারেন না। সুস্থ হয়ে ফিরে এসে দেখেন, কর্মচারী মোহন নিষ্ঠার সাথে ব্যবসা চালিয়ে প্রতিষ্ঠানে মুনাফা বৃদ্ধি করেছেন।

১৫। নিচের কোন চরণে উদ্দীপকের মোহনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? 

(ক) পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে ‘মেলে’

(খ) কাজ নিয়েছে সে নতুন খবর আনার

(গ) বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে

(ঘ) আরো জোরে, আরো জোরে, এ রানার দুর্বার দুর্জয়

১৬। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে হাসান ইমাম কোন নামে সংবাদ পাঠ করতেন?

১৭। ‘ধবজা’ অর্থ কী?

উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:

অংশ এক:

অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি।

অংশ দুই:

ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি,

মানুষেরে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী।

১৮। মহানবি (স.) এর কোন কথায় উদ্দীপকের অংশ এক-এর ভাবটি ফুটে উঠেছে? 

১৯। উদ্দীপকের অংশ দুই-এ মহানবি (স.) এর যে গুণটি ফুটে উঠেছে-

i. সাম্য

ii. মানবতা

iii. মহানুভবতা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও i

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

২০। “স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো” কবিতায় ‘লালসালু’ কীসের প্রতীক?

২১। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ অনুসারে শিক্ষার সুফল কখন ব্যক্তিগত হয়ে পড়বে?

২২। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কোনটি শিশিরের জলে ভিজে। রহস্যময় সৌন্দর্যে ফুটে উঠবে?

উদ্দীপকটি পড়ে ২৩ নং প্রশ্নের উত্তর দাও :

কোভিড-১৯ এ পরিবারের সকলকে হারিয়ে ফরিদ শোকে স্তব্ধ। তবুও সে মনোবল হারায় না, নতুন করে বাঁচার চেষ্টা করে।

২৩। উদ্দীপকের ফরিন ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিরূপ?

উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:

অংশ একঃ

পরের কারণে মরণের সুখ; ‘সুখ’ ‘সুখ’ করি কেঁদ না আর,

যতই কাঁদিবে, ততই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার।

অংশ দুইঃ

কার্যক্ষেত্র ঐ প্রশস্ত পড়িয়া সমর অজ্ঞান সংসার এই,

যাও বীরবেশে কর গিয়া রণ: যে জিনিবে সুখ লভিবে সে-ই।

২৪। উদ্দীপকের অংশ এক-এর ভাবটি নিচের কোন চরণে ফুঠে উঠেছে? 

(ক) কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়

(খ) করো না সুখের আশ, পরো না দুখের ফাঁস

(গ) মানব জনম সার, এমন পাবে না আর

(ঘ) সহায় সম্পদ বল, সকলি গুচায় কাল

২৫। উদ্দীপকের অংশ দুই এর বক্তব্যটি ‘জীবন-সঙ্গীত’ কবিতার যে ভাবটির সাথে সংগ্রামশীলতা সাদৃশ্যপূর্ণ-

i. সংগ্রামশীলতা

ii. জীবনের ক্ষণস্থায়িত্ব

iii. কর্মোদ্দীপনা

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) ii

(গ) i ও ii

(ঘ) i ও iii

২৬। ‘মমতাদি’ গল্পে ছেলেটির মুখে, ‘বামুনদি’ ডাকশুনে মমতাদি চমকে হাসি বন্ধ করল কেন?

২৭। ‘আমার পরিচয়’ কবিতায় কবি আমাদের লোক-সাহিত্যের ঐতিহ্য বোঝাতে উল্লেখ করেছেন—

i. কমলার দীঘি

ii. মহুয়ার পালা

iii. চর্যাপদ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) ii ও iii

(গ) i ও iii

(ঘ) i, ii ও iii

২৮। ‘সুভা’ গল্পে প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন? 

২৯। চিকিৎসার অজুহাতে কে শহরে গিয়েছিলেন?

৩০। রানির বুধাকে কাকতাড়ুয়া খেলা খেলতে নিষেধ করার কারণ কী?

Dhaka Board SSC Bangla First Question Solution 2022

Click Here

Rajshahi Board SSC Bangla First Question Solution 2022

Click Here

Comilla Board SSC Bangla First Question Solution 2022

Click Here

Chittagong Board SSC Bangla First Question Solution 2022

Click Here

Sylhet Board SSC Bangla First Question Solution 2022

Click Here

Dinajpur Board SSC Bangla First Question Solution 2022

Click Here

Jessore Board SSC Bangla First Question Solution 2022

Click Here

Mymensingh Board SSC Bangla First Question Solution 2022

Click Here

Barisal Board SSC Bangla First Question Solution 2022

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *