টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-TMSS Job Circular
TMSS Job Circular

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-TMSS Job Circular

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-TMSS Job Circular 2021: প্রকাশ করেছে । টিএমএসএস চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী উক্ত পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। আবেদন করা যাবে ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল।

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠানের নাম টিএমএসএস
চাকরির ধরন বেসরকারি চাকরি
পদ সংখ্যা৫৭ জন
কর্ম জেলাসমূহ সমগ্র বাংলাদেশ 
শিক্ষাগত যোগ্যতাপদ ভেদে ভিন্ন ভিন্ন 
ওয়েবসাইটtmss-bd.org
আবেদনের মাধ্যমডাকযোগে/কুরিয়ার/সরাসরি
আবেদনের শেষ তারিখ২৩ ফেব্রুয়ারি, ২০২২

টিএমএসএস জব সার্কুলার 2022

টিএমএসএস জব সার্কুলার 2022

পদের নাম : শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর (মাইক্রোফাইন্যান্স)
পদ সংখ্যা: ২০০ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে স্নাতক তবে বিবিএ (ফিন্যান্স/এ্যাকাউন্টিং) সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ৪০ এবং বাংলায় ৩০ স্পিড থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন স্কেল: শিক্ষাণবিশকালে ২১০০০ এবং সর্বসাকুল্যে: ২৬১০০/-

পদের নাম : ফিল্ড সুপারভাইজার (মাইক্রোফাইন্যান্স)
পদ সংখ্যা: ৪০০ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক /স্নাতকোত্তর/সমমান।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন স্কেল: শিক্ষাণবিশকালে ১৮৬৩০ এবং সর্বসাকুল্যে: ২৩৯৭৬https://www.youtube.com/embed/XAMp_y5yTHg

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য
পদ সংখ্যা: ৩২ টিশিক্ষাগত যোগ্যতা: পদ ভেদে আলাদা আলাদা (নিচে দেখুন)। কর্মস্থল: সার্কুলারে উল্লেখ রয়েছে। চাকরির ধরন: প্রকল্প মেয়াদ (০৩ বছর)বেতন: ১২,০০০/৩০,০০০ টাকা।আবেদনের শেষ তারিখ:  ২৩ ও ২৬ আগস্ট ২০২১।আবেদন ফি: ৫০০/১০০ টাকা। আবেদনের ঠিকানা: টিএমএসএস সিকিউরিটি এজন্সী লি:, ঠেঙ্গামারা, রংপুর রোড বগুড়া-৫৮০০ অথবা রুপনগর আবাসিক এলাকা, রোড নম্বর-১১, বাড়ী নম্বর-১৫ মিরপুর, ঢাকা-১২১৬ অথবা টিএমএসএস এর যে কোন শাখা অফিসে জমা দিতে হবে। 

টিএমএসএস পূর্বের নিয়োগ গুলো নিচে থেকে দেখে নিন 

সোর্সঃ দৈনিক প্রথম আলো, ২৮ জুন ২০২১ 

আবেদনের শেষ তারিখ : ২১ এপ্রিল ২০২১ 

টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পদের নাম পদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতা
অফপারেশন মনিটরিং টীম কর্মকর্তা১২টিস্নাতকোত্তর ডিগ্রী/সমমান পাশ।
সহকারী পরিচালক (হিসাব)-SR০৮টিহিসাববিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর অথবা এমবিএ পাশ।
হিসাব কর্মকর্তা-SR২০টিহিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর/এমবিএ পাশ।
খামার ব্যবস্থাপক০৪টিবিএসসি/বিএ/সমমান পাশ।
ফিল্ড সুপারভাইজার১৫৫০টিস্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ।
বিনিয়োগ কর্মী২০০টিস্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ।
প্রশাসনিক কর্মকর্তা০২টিস্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ।

পরীক্ষার ফি: ০১ ও ০২ নং পদের জন্য ৩০০/- টাকা এবং ০৩, ০৪, ০৫, ০৬ ও ০৭ নং পদের জন্য ২০০/- টাকার মানি রশিদ (১০/- টাকা সার্ভিস চার্জসহ) সংস্থার যেকোন শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অীফস, ফাউন্ডেশন অফিস বা প্রধান কার‌্যালয় হতে সংগ্রহ করে

আবেদন নিয়ম:  ০১ ও ০২নং পদের জন্য TMSS এর ওয়েব সাইট tmss-bd.org -এর Career অপশন থেকে “Job Application Form” ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে আবেদন করতে হবে। এছাড়াও ০৩, ০৪, ০৫, ০৬ ও ০৭নং পদের জন্য সদ্য তোলা ০৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, মোবাইল নম্বর ও ই-মেইল এ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবরে করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২১ তারিখে।

TMSS Job Circular 2021

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন:

পদের নাম: সহকারি প্রকল্প সমন্বয়কারী।
পদ সংখ্যা: ০৪টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর/সমমান ডিগ্রিধারী।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: সুনামগঞ্জ ও কুড়িগ্রাম জেলা।
বেতন ভাতা: ২০০০০/- যাতায়াত মোবাইল বিল বাবদ ৩০০০/- এবং বছরে ২টি উৎসব ভাতা প্রদান করা হবে।

পদের নাম: ইউনিট ব্যবস্থাপক।
পদ সংখ্যা: ১৪টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর/সমমান ডিগ্রিধারী।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: সুনামগঞ্জ ও কুড়িগ্রাম জেলা।
বেতন ভাতা: ২২০০০/- ও বছরে ২টি উৎসব ভাতা প্রদান করা হবে।

টিএমএসএস জব সার্কুলার 2021

পদের নাম: হিসাবরক্ষক।
পদ সংখ্যা: ১৬টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: সুনামগঞ্জ ও কুড়িগ্রাম জেলা।
বেতন ভাতা: ১৮০০০/- ও বছরে ২টি উৎসব ভাতা প্রদান করা হবে।

TMSS NGO Job 2021

পদের নাম: মাঠ কর্মকর্তা।
পদ সংখ্যা: ১০৬টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: সুনামগঞ্জ ও কুড়িগ্রাম জেলা।
বেতন ভাতা: ১৭০০০/- ও বছরে ২টি উৎসব ভাতা প্রদান করা হবে।

TMSS Job 2021

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন:

আবেদনের শেষ তারিখ: ০৮ মার্চ ২০২১

টিএমএসএ নিয়োগ বিজ্ঞপ্তি এর সকল  আপডেট তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *