Xiaomi Pad 5 বাংলাদেশে লঞ্চ হল, দাম কত দেখে নিন

Xiaomi Pad 5 বাংলাদেশে লঞ্চ হল, দাম কত দেখে নিন

Xiaomi Pad 5 বাংলাদেশে লঞ্চ হল, দাম কত দেখে নিন.বাংলাদেশে শাওমি প্যাড ৫ এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা

গ্লোবাল মার্কেটের পর এবার বাংলাদেশে লঞ্চ হল Xiaomi Pad 5, যার দাম শুরু হয়েছে ৩০,৯৯৯ টাকা থেকে (BDT)। Xiaomi-র প্রথম ট্যাবলেটটি শীঘ্রই ভারতেও পা রাখবে বলে অনুমান করা হচ্ছে। Xiaomi Pad 5 এর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ওয়াইড কোয়াড এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে, ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, শক্তিশালী ব্যাটারি ও কোয়াড স্পিকার সেটআপ। আসুন Xiaomi Pad 5 এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক

Xiaomi Pad 5 দাম ও লভ্যতা

বাংলাদেশে শাওমি প্যাড ৫ এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা। আবার এর ৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩৩,৯৯৯ টাকা। সংস্থার রিটেল স্টোর থেকে ট্যাবটি কেনা যাবে।

Xiaomi Pad 5 স্পেসিফিকেশন, ফিচার

শাওমি প্যাড ৫ ট্যাবলেটে পাওয়া যাবে ১১ ইঞ্চির WQHD+ (২৫৬০×১৬০০ পিক্সেল) ট্রু টোন ডিসপ্লে , যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক্সেল ডেন্সিটি ২৭৫পিপিআই, ব্রাইটনেস ৫০০ নিটস, কনট্রাস্ট রেশিও ১৫০০:১, এবং এসপেক্ট রেশিও ১৬:১০। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার শাওমি প্যাড ৫ অ্যান্ড্রয়েড ১১ ওএস ভিত্তিক MIUI 12.5 কাস্টম স্কিনে (ট্যাব) রান করবে। এই ট্যাব ফেস আনলক এবং মাল্টিটাস্কিংয়ের জন্য স্প্লিট স্ক্রিন সাপোর্ট সহ এসেছে।

ক্যামেরার কথা বললে, Xiaomi Pad 5 ট্যাবলেটে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৮,৭২০ এমএএইচ ব্যাটারি। শাওমির দাবি এই ব্যাটারি ফুল চার্জে ১০ ​​ঘন্টা পর্যন্ত গেমিং এবং ৫ দিনের মিউজিক প্লেব্যাক অফার করবে। Xiaomi Pad 5 ট্যাবলেটে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ চারটি স্পিকার রয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *