Xiaomi Pad 5 বাংলাদেশে লঞ্চ হল, দাম কত দেখে নিন

Xiaomi Pad 5 বাংলাদেশে লঞ্চ হল, দাম কত দেখে নিন.বাংলাদেশে শাওমি প্যাড ৫ এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা

গ্লোবাল মার্কেটের পর এবার বাংলাদেশে লঞ্চ হল Xiaomi Pad 5, যার দাম শুরু হয়েছে ৩০,৯৯৯ টাকা থেকে (BDT)। Xiaomi-র প্রথম ট্যাবলেটটি শীঘ্রই ভারতেও পা রাখবে বলে অনুমান করা হচ্ছে। Xiaomi Pad 5 এর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ওয়াইড কোয়াড এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে, ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, শক্তিশালী ব্যাটারি ও কোয়াড স্পিকার সেটআপ। আসুন Xiaomi Pad 5 এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক

Xiaomi Pad 5 দাম ও লভ্যতা

বাংলাদেশে শাওমি প্যাড ৫ এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা। আবার এর ৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩৩,৯৯৯ টাকা। সংস্থার রিটেল স্টোর থেকে ট্যাবটি কেনা যাবে।

Xiaomi Pad 5 স্পেসিফিকেশন, ফিচার

শাওমি প্যাড ৫ ট্যাবলেটে পাওয়া যাবে ১১ ইঞ্চির WQHD+ (২৫৬০×১৬০০ পিক্সেল) ট্রু টোন ডিসপ্লে , যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক্সেল ডেন্সিটি ২৭৫পিপিআই, ব্রাইটনেস ৫০০ নিটস, কনট্রাস্ট রেশিও ১৫০০:১, এবং এসপেক্ট রেশিও ১৬:১০। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার শাওমি প্যাড ৫ অ্যান্ড্রয়েড ১১ ওএস ভিত্তিক MIUI 12.5 কাস্টম স্কিনে (ট্যাব) রান করবে। এই ট্যাব ফেস আনলক এবং মাল্টিটাস্কিংয়ের জন্য স্প্লিট স্ক্রিন সাপোর্ট সহ এসেছে।

ক্যামেরার কথা বললে, Xiaomi Pad 5 ট্যাবলেটে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৮,৭২০ এমএএইচ ব্যাটারি। শাওমির দাবি এই ব্যাটারি ফুল চার্জে ১০ ​​ঘন্টা পর্যন্ত গেমিং এবং ৫ দিনের মিউজিক প্লেব্যাক অফার করবে। Xiaomi Pad 5 ট্যাবলেটে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ চারটি স্পিকার রয়েছে।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *