কোন অ্যাপ ছাড়াই ব্লক করুন অ্যান্ড্রয়েড ফোনের সকল অ্যাডস

কোন অ্যাপ ছাড়াই ব্লক করুন অ্যান্ড্রয়েড ফোনের সকল অ্যাডস

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে। আজ আমি জানি জন্য নতুন একটি ট্রিক নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক।

আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যাবহার করি তারা সকলেই অ্যাডস এর সাথে পরিচিত। অনেক সময় আমাদের এমন সব ওয়েবসাইটে ভিজিট করতে হয় যেটা অ্যাডে পূর্ন। ঠিকমত ব্রাউজই করা যায়না। এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে নিয়ে যায়। যা খুবই বিরক্তিকর।

অনেকে এই অ্যাডের ঝামেলা থেকে বঁাচতে বিভিন্ন অ্যাড ব্লকার অ্যাপ যেমন Adguard, Brave Browser ইত্যাদি ব্যবহার করে থাকে। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি ট্রিক শেখাবো যেটা করে আপনি কোন অ্যাপ ছাড়াই অ্যাড ব্লক করতে পারবেন।
তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

১। ট্রিকটি প্রয়োগ করতে প্রথমে চলে যেতে হবে ফোনের সেটিংস অপশনে

২। এরপর সেটিংস এ সবার প্রথমে থাকা “Network & internet” অপশনটি ওপেন করতে হবে।
৩। Network & internet অপশনটির ভিতরে সবার নিচে দেখবেন পারবেন “Private DNS” নামে একটা অপশন রয়েছে। এটা ওপেন করুন।

৪। Private DNS অপশনের ভিতরে দেখতে পাবেন ৩ টি অপশন রয়েছে।

। প্রথম অবস্থায় এটি Off বা Automatic এ সিলেক্ট করা থাকে। কিন্তু এড ব্লক করার জন্য এখান থেকে আপনাকে Private DNS provider hostname অপশনটি চালু করতে হবে। এটাতে ক্লিক করে নিচের খালি বক্সে লিখুন dns.adguard.com এরপর Save করে দিন

ভিডিও দেখুন

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *