প্রপোজ
বাংলা রোমান্টিক প্রপোজ, প্রথম প্রেমের, বেস্ট, ইমোশনাল, ফানি, স্ট্যাটাস

প্রপোজ ডে ২০২৪ স্ট্যাটাস, এস এম এস এবং পিকচার 7 ফেব্রুয়ারি কি ডে

প্রপোজ ডে ২০২৪ স্ট্যাটাস, এস এম এস এবং পিকচার 7 ফেব্রুয়ারি কি ডে

৮ই ফেব্রুয়ারি প্রপোজ ডে। ফেব্রুয়ারি মাস বাংলাদেশ আস্তে আস্তে খুব জনপ্রিয় হয়ে উঠছে।  ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশের মানুষ আনন্দে মেতে ওঠে।  এর প্রধান কারণ হলো ফেব্রুয়ারি মাসে কতগুলো দিবস রয়েছে যা মানুষের মনকে নাড়া দেয়। প্রপোজ ডে ফেব্রুয়ারি মাসে অন্যতম একটি দিবস।  এই দিনে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে প্রপোজ করে। ফেব্রুয়ারি মাসের সকল দিবস সাধারণত ভ্যালেন্টাইন ডে কে উপলক্ষ করে শুরু হয়।  ভ্যালেন্টাইন ডের সকল কার্যক্রম শুরু হয় প্রপোজ ডে থেকে।

ভালোবাসার বিশেষ সাত দিন

প্রপোজ ডে
নিজের অনুভূতি প্রকাশ করার দিন এটি। যাকে ভালবাসেন তাকে মনের কথা জানাবেন ৮ ফেব্রুয়ারি।

চকলেট ডে
ভালোবাসার প্রকাশ করবেন কিন্তু সাথে মিষ্টি কিছু থাকবে না তা কি হয়? আর এমন মানুষও খুঁজে পাওয়া দায় যার চকলেট পছন্দ না। ৯ ফেব্রুয়ারি এই চকলেট ডে।

টেডি ডে
মেয়েদের যেকোন পুতুল অনেক পছন্দ হয়ে থাকে। বিশেষ করে তুলতুলে টেডিবিয়ার। ১০ ফেব্রুয়ারি টেডি ডে।

প্রমিজ ডে
ভালোবাসায় সবচেয়ে গুরুতপূর্ণ বিষয় প্রতিশ্রুতি। একে অন্যকে ভালোবাসার প্রতিশ্রুতি কখনও ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি। ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে।

হাগ ডে
ভালোবাসায় অনুভূতি যেমন জরুরি তেমনই স্পর্শও জরুরি। ভালোবাসার মানুষকে আপনার উপস্থিতি বুঝাতে হলে স্পর্শ প্রয়োজন। অনেক বড় বড় বিবাদ, দ্বন্দ্ব মিটে যায় একে অন্যকে জড়িয়ে ধরলে। ১২ ফেব্রুয়ারি হাগ ডে।

কিস ডে
স্পর্শের আরও একটি দিক চুম যা একে অন্যকে কাছাকাছি নিয়ে আসে। তবে অবশ্যই এখানে দুজনের সম্মতি থাকতে হবে। ১৩ ফেব্রুয়ারি কিস ডে।

ভ্যালেন্টাইন ডে

বিশ্ব ভালোবাসা দিবস। এ দিনটিকে বিশ্ব ব্যাপী ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। প্রেমিক-প্রেমিকা, বন্ধ-বান্ধব, স্বামী-স্ত্রী, মা-সন্তান, ছাত্র-শিক্ষক সহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষেরা এই দিনে একে অন্যকে তাদের ভালোবাসা জানায়। বর্তমানে সমগ্র বিশ্বে এই দিনটিকে খুবই ঘটা করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়। এই দিনে পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো ভালোবাসার মানুষদের দ্বারা পরিপূর্ণ থাকে। ভালোবাসা দিবসের এই দিনে প্রিয়জনকে সবাই ফুল ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে। বিশ্ব ভালোবাসা দিবসে এখন থেকে কয়েক বছর আগ পর্যন্তও বিশ্ব ব্যাপী ঘটা করে পালন করা হতো না। এই দিবসটি যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে বর্তমানে এই দিবসটি বিশ্ব ব্যাপী দেশে দেশে আনন্দ উন্মাদনার সাথে পালন করা হয়।

প্রপোজ ডে ফেসবুক স্ট্যাটাস

যদি বৃষ্টি হোতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম ।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষেই ধুয়ে দিতাম ।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!

শীতের চাঁদর জড়িযে,
কুয়াশার মাঝে দাঁড়িয়ে,
হাত দুটো দাও বারিয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন”
বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন ।

মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে”
“ভাবি শুধু তোমাকে সব সময় অনুভবে”
“স্বপ্ন দেখি তোমাকে চোখের প্রতি পলকে”
“আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে ।

প্রেমের স্বার্থকতা মিলনে । বিরহ-বিচ্ছেদ হীনা মিলন, ততটা মধুময় নয় ।
বিরহ-বিচ্ছেদের পর মিলন, যতটা মধুময় হয় ।

চোখে আমার ঝর্ণা বহে, মনে দুঃখের গান ।
তোরে যদি না পাই আমি, দিব আমার প্রান ।
শুনতে চাই তোর কথা, ধরতে চাই হাত ।
কেমন করে তোরে ছাড়া, থাকি দিন রাত !

আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে ।
কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে ?
বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে,
বুঝবে সেদিন তুমি, ভালবাসতাম শুধু তোমাকে …… !

সুখে থাকো দুঃখে থাকো,
খবর তো আর রাখো না ।
এখন তো আমায় তুমি ভালো
আর বাসো না ।
যতো ভালোবাসা ছিলো দিয়ে
ছিলাম তোমাকে ।
তবু তুমি কিছুতেই,
বুঝলেনা আমাকে ।

প্রপোজ ডে উইশ এসএমএস

 অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয় ।
ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালবাসার সৃষ্টি হয় ।
মাঝে মাঝে ফোন করলে, সম্পর্কটা মিষ্টি হয় ।

” প্রেমিক বা প্রেমিকা কেমন হবে এমন কোন মডেল ধারনা নিয়ে প্রেম করতে যাওয়াটা ভুল । এই ধারনা নিয়ে প্রেম করতে গিয়েই বেশিরভাগ মানুষ ভুল সঙ্গী নির্বাচন করে । “

” নারি বা পুরুষ সম্পর্কে যার হীন মনোভাব তেমন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা মানে জীবনে অশান্তি ডেকে আনা । এমন পুরুষ এবং নারি কখনই আদর্শ সঙ্গী নয় । “

” স্নেহপ্রবন নয় এমন মানুষকে কখনই ভালোবাসা উচিৎ নয় । “

” অপরিনত মস্তিষ্ক কারো সঙ্গে কখনো প্রেম করা উচিৎ নয়, এরা সম্পর্কের মানে বুঝে না এবং অত্যন্ত স্বার্থপর হয় । “

আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে””আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়” “আমি তোমাকে চাই তোমার মত করে নয় আমার মত করে” “আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য”

কাজল কালো আখির মাঝে ভালবাসার স্বপ্ন সাজে দূর দেশের কাজল আখি ছুঁয়ে গেলে মন প্রজাপতি রংগিন প্রজাপতি আজ খুঁজে ফেরে সেই আখি যাহার মাঝে নিজেরে আজ হারায়েছি …..

দিব তোমায় লাল গোলাপ।। সপ্নে গিয়ে করবো আলাপ।। বলবো খুলে আমার কথা।। আছে যত মনের কথা।। বলবো তোমায় ভালোবাসি।। থাকবো দুজন পাশাপাশি।।

১৮ বছর কেটে গেলো, খবর নাইগো তাঁর….! কোন শহরে থাকে আমার, বাম পাঁজরের হাড়….?

হাসাতে সবাই পারে, তেমনি কাঁদাতেও পারে সবাই, কাঁদিয়ে যে মানাতে পারে, সেই হচ্ছে সত্যি কারের বন্ধু!! আর, কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে, সে হচ্ছে সত্যি কারের ভালোবাসা###

আমি তোকে এতটাই ভালবাসি যে— তোকে পাবার জন্য আমি আমার ভবিষ্যত ও নষ্ট করতে পারি…।।।

আমি জানি তুমি আসবে, পূর্ণিমার চাঁদ হয়ে আমায় ছুঁয়ে দিতে অথবা ভোরের কুয়াশা হয়ে আমায় সিক্ত করতে.. আমি জানি তুমি আসবে, বিকেলের রংধনু দিয়ে আমায় রঙিন সাজাতে অথবা শীতের চাঁদর হয়ে আমায় উষ্ণতা দিতে.. আমি জানি তুমি আসবে, শরতের কাশফুল হয়ে মনটা আমার দোলাতে অথবা বৃষ্টির টুপটাপ শব্দে আমায় উদাসী করতে

মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ,, ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত.. সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি,, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি..!!

ভালোবাসা হল প্রজাপতির মত। যদি শক্ত করে ধর মরে যাবে! যদি হালকা করে ধর উড়ে যাবে আর যদি যত্ন করে ধর কাছে রবে….

হাতে হাত ,কানের কাছে মুখটি এনে বলে , এসো না কাছে ,দুজন ভিজি আজ বৃষ্টির জলে

প্রপোজ ডে মেসেজ

চোখে আছে কাজল কানে আছে দুল,ঠোট যেন রক্তে রাঙা ফুল,চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।

ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।।

শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে, হাত দুটো দাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন” বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষন।

কটি প্রকৃত ভালবাসা হতে পারে দৈহিক অথবা ঐশ্বরিক| সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ন| ___জোনাক

হতে পার তুমি মন থেকে দুরে তথাপি, রয়েছো মোর নয়ন পুরে॥ হয়তো তুমি নেই এই হৃদয়ে, তবুও রয়েছো পরশের-ই ভিতরে। কারণ, ভালবাসি শুধুই তোমারে॥

তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পার, কিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয়॥ তুমি আমার নাগালের বাইরে যেতে পার, কিন্তূ আমার মন থেকে নয়॥ আমি তোমার কাছে কিছু না হতে পারি! But তুমি আমার জীবনের সবকিছু॥

যদি বৃষ্টি হতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!

আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া, আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !

আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি. কিনতু আমি চাচছি তুমি আমার জন্য একটু অপেখা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে কিনতু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজার করে ভালোবাসতে.

প্রপোজ ডে কবিতা

ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের কাছে পরাজিত,, বাস্তবতার কাছে অবহেলিত..!!

আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো . . . আমি সেই নৌকো হবো , যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো . . . হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো, হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো, হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ , তোমাকে আলো দেবে দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো , শুধু ভালোবেসো আমায় !!

ফেব্রুয়ারি মাসের সপ্তাহব্যাপী দিবস উদযাপনের উদ্দেশ্য: 

ফেব্রুয়ারি 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে সকল দিবস গুলি রয়েছে। ভ্যালেন্টাইনস উইক এর হিসাবে রোজ ডের পর ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে, ১৩ ফেব্রুয়ারি কিস ডে এবং ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। 

Happy Propose Day Wishes Propose Day SMS Propose Day Status Propose Day Pic

শেষ কথা

আমাদের সকলেরই হয়তো জানা রয়েছে যে ফেব্রুয়ারি 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত প্রতিটি দিনই একটি করে দিবস রয়েছে।  আর এই দিবসগুলি ভ্যালেন্টাইন ডে কে উপলক্ষ করেই তৈরি হয়েছে। সবশেষে বলা যায়,  পৃথিবীতে সকল মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ায় এই দিনগুলির মূল উদ্দেশ্য। মানুষের মানুষের হিংসা-বিদ্বেষ রাগ অভিমান ইত্যাদি নেগেটিভ মানসিকতা পরিহার করার  অন্য এই দিবসগুলি উদ্ভাবিত হয়েছে। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *