বাংলাদেশে ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল 2022

বাংলাদেশে ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল 2022,

  • Motorola, Realme ব্র্যান্ড যদি এত কম দামে দুর্দান্ত কোয়ালিটির স্মার্টফোন অফার করে
  • 10,000 টাকা দামের মধ্যে বেশ কয়েকটি ব্র্যান্ডেড স্মার্টফোনের লিস্ট দেবো
  • ফোনের মধ্যে অনেক মডেলেই রয়েছে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, 48MP ক্যামেরা এবং 6,000 mAh ব্যাটারি

বাংলাদেশে বাজারে 10,000 টাকা বাজেটের মধ্যে যে সমস্ত স্মার্টফোনগুলি রয়েছে , সেগুলির জনপ্রিয়তা এখন একদম তুঙ্গে। কেননা বেশিরভাগ মানুষই কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশনের মোবাইলের সন্ধানে থাকেন। Motorola, Realme ব্র্যান্ড যদি এত কম দামে দুর্দান্ত কোয়ালিটির স্মার্টফোন অফার করে তাহলে তো কোনো কথা নেই। আজ আমরা আপনাদের সামনে 10,000 টাকা দামের মধ্যে বেশ কয়েকটি ব্র্যান্ডেড স্মার্টফোনের লিস্ট তুলে ধরছি। এই ফোনগুলির মধ্যে অনেক মডেলেই রয়েছে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, 48MP ক্যামেরা এবং 6,000 mAh ব্যাটারি। আসুন দেখে নেওয়া যাক নভেম্বরে 10,000 টাকার মধ্যে কি কি মোবাইল পাওয়া যাচ্ছে-

10 হাজার টাকারও কম দামে Best Smartphone কোনটি? দেখে নিন লিস্ট
10 হাজার টাকারও কম দামে Best Smartphone কোনটি? দেখে নিন লিস্ট

MICROMAX IN 2B

Micromax ব্র্যান্ডের IN 2b স্মার্টফোন হল একটি এন্ট্রি লেভেল হ্যান্ডসেট। এই মোবাইল আসছে বেশ কয়েকটি বেসিক ফিচারের সাথে। 10,000 টাকা বাজেটের মধ্যে এই ডিভাইস হতে পারে একটি বেটার ভ্যালু – ফর- মানি অপশন

স্পেসিফিকেশন-

  • Micromax IN 2b মডেল আসছে 6.52 ইঞ্চির হাই ডেফিনেশন প্লাস রেজোলিউশনের ডিসপ্লের সাথে।
  • এই ফোন কাজ করবে Unisoc T610 চিপসেটে।এই হ্যান্ডসেটে স্টোরেজ হিসেবে রয়েছে 6GB RAM।
  • এই ডিভাইস আসছে 13MP ডুয়াল ক্যামেরা স্পেসিফিকেশনের সাথে। 

REALME NARZO 30A

Realme Narzo 30A স্মার্টফোন কেনা যাবে 8,999 টাকা বাজেটে। তাই এককথায় বলা যেতে পারে যে এত কম দামের মধ্যে এই Realme হ্যান্ডসেট হতে পারে বেশ ভালো চয়েস।

স্পেসিফিকেশন-

  • Narzo 30A স্মার্টফোন আসছে 6.5 ইঞ্চির 720p এলসিডি স্ক্রিনের সাথে। এই মোবাইলের রিফ্রেশ রেট 60Hz । স্ক্রিন রেজোলিউশন রয়েছে 269 PPI । এই ফোন আসছে থিক বেজেলস ডিজাইনের সাথে।
  • Realme Narzo 30A কাজ করবে মিডিয়াটেক Helio G85 চিপসেটে। এই ফোনে স্টোরেজ হিসেবে থাকছে 3GB RAM। এই ডিভাইস কাজ করবে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে।
  • এই ফোন আসছে ডুয়াল ব্যাক ক্যামেরা সেটআপের সাথে। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 13MP সেন্সর। এছাড়া আসছে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সরের সাথে। এই মোবাইলের সেকেন্ডারি ক্যামেরা ইমেজে ফিল্টার অ্যাড এবং শার্পনেস তৈরিতে সাহায্য করে।
  • Realme Narzo 30A মডেল আসছে 6,000mAh ব্যাটারি স্পেসিফিকেশনের সাথে। সিঙ্গেল চার্জে যা দেবে টানা দুই দিনের ব্যাটারি লাইফ। এছাড়া কানেক্টিভিটির জন্য রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাক। 

MOTO E7 PLUS

মোটোরোলা ব্র্যান্ডের এই লেটেস্ট Moto E7 Plus স্মার্টফোন কেনা যাবে 9,499 টাকায়। বাজেট ফ্রেন্ডলি মোবাইলগুলির মধ্যে এই হ্যান্ডসেট একটি অন্যতম সেরা অপশন হতে পারে। এত কম দামের মধ্যে Moto E7 Plus মোবাইল হল এমন একটি ডিভাইস যা অফার করছে 48MP ক্যামেরা ফিচার।

স্পেসিফিকেশন-

  • এই মোবাইল আসছে 6.5 ইঞ্চি স্ক্রিন সাইজের ডিসপ্লের সাথে।
  •  এই Moto E7 Plus ডিভাইস কাজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 চিপসেটে। স্টোরেজ স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 4GB RAM।
  • মোটোরোলা ব্র্যান্ডের এই হ্যান্ডসেট আসছে স্কোয়ার শেপের রিয়ার ক্যামেরা আইল্যান্ডের সাথে। এই ফোনে রয়েছে দুটি ব্যাক ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 48MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আসছে 2MP ডেপথ সেন্সর। এই ফোনের পিছনের অংশে রয়েছে একটি LED লাইট সেন্সর।

REALME C25

Realme C25 হ্যান্ডসেট কেনা যাবে 9,999 টাকায়। এই এন্ট্রি- লেভেল ফোন পাওয়া আসছে দুর্দান্ত ব্যাটারি স্পেসিফিকেশনের সাথে। এছাড়া এতে রয়েছে বেশ উন্নত মানের ক্যামেরা পারফরমেন্স এবং আসছে বেশ বড়ো মাপের ডিসপ্লের সাথে।

স্পেসিফিকেশন-

  • Realme C25 মোবাইল আসছে 6.5 ইঞ্চির হাই- ডেফিনেশন প্লাস স্ক্রিনের সাথে।
  • এই ফোন কাজ করবে মিডিয়াটেক হেলিও G70 প্রসেসরে এবং স্টোরেজ হিসেবে রয়েছে 4GB RAM।
  • Realme C25 মডেল আসছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে। যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 13MP ক্যামেরা।
  • এই ফোনে ব্যাটারি স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 6,000 mAh ব্যাটারি। আসছে 18W ফাস্ট চার্জের সাপোর্টের সঙ্গে।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *