১৫,০০০ টাকার কমে Realme, Redmi Note, Samsung Galaxy সেরা ফোনগুলি দেখে নিন
১৫,০০০ টাকার কমে Realme 9i, Redmi Note 10T, Samsung Galaxy M32 সেরা ফোনগুলি দেখে নিন
১৫,০০০ টাকার কমে আপনি Realme, Redmi, Poco এবং Samsung-এর বেশ কয়েকটি ফোন বিকল্প হিসেবে পাবেন
বর্তমান সময়ে বহু স্মার্টফোন ব্যবহারকারী তাদের হ্যান্ডসেটকে এক-দু’বছর অন্তর অন্তর আপগ্রেড করার প্রবণতা রাখে। আপনিও যদি সেই দলে থাকেন এবং বাজেট হয় ১৫,০০০ টাকার কম, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। কারণ আজ আমরা এখানে এমন কয়েকটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের হদিশ দেব, যেগুলিতে উন্নত ডিসপ্লে প্যানেল, ট্রিপল বা কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে। এই তালিকায় সামিল থাকছে Realme, Redmi, Poco এবং Samsung এর মতো নামিদামি ব্র্যান্ডের স্মার্টফোন। আসুন তাহলে উল্লেখিত ব্র্যান্ডগুলির বাজেট স্মার্টফোনের দাম ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নিই।
১৫,০০০ টাকার নিচে উপলব্ধ স্মার্টফোনের তালিকা
Realme 9i : অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিনে চালিত রিয়েলমি ৯আই ফোনে ড্রাগন ট্রেইল প্রো গ্লাস সহ একটি ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১০৮০ x ২৪১২ পিক্সেল) LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২০.১:৯ এসপেক্ট রেশিও এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফাস্ট-পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য Realme 9i ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৫০ মেগাপিক্সেল স্যামসাং প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর। আবার, সেলফি ও ডিভিও কলিংয়ের জন্য ফোনে ১৬ মেগাপিক্সেল SONY IMX471 ফ্রন্ট সেন্সর দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
দাম : Realme 9i ফোনের প্রারম্ভিক মূল্য ১৩,৯৯৯ টাকা। এই দাম ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনের। আর, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১৫,৯৯৯ টাকা।
Poco M3 Pro : পোকো এম৩ প্রো ৫জি ফোনের সামনে পাওয়া যাবে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, ৯১% স্ক্রিন-টু-বডি রেশিও ও ৫০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। উন্নত পারফরম্যান্সের সরবরাহের জন্য এতে মালি জি৫৭ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম ওএস দ্বারা চলবে। ক্যামেরার কথা বললে, ডিভাইসে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
দাম : Poco M3 Pro ফোনের স্মার্টফোনকে দুটি স্টোরেজ অপশনের সাথে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১৩,৯৯৯ টাকা। আর, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজকে ১৫,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে।
Realme Nazro 30 : রিয়েলমির নারজো ৩০ সিরিজের বেস মডেলে একটি ৬.৫ ইঞ্চির (১,০৮০x২,৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে আছে। এই ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৫৮০ নিট পিক ব্রাইটনেস, ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৮৩.৪% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করবে। এটি মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ও মালি জি৭৬ এমসি৪ জিপিইউ সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিন পাওয়া যাবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এছাড়া, ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও থাকছে। রিয়েলমি নারজো ৩০ স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
দাম : ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের সাথে আসা Realme Nazro 30 ফোনের দাম ১৩,৪৯৯ টাকা। আর, ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের বিক্রয় মূল্য যথাক্রমে ১৪,৪৯৯ টাকা এবং ১৫,৪৯৯ টাকা রাখা হয়েছে।
Redmi Note 10T : রেডমি নোট ১০টি ৫জি ফোনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নি গরিলা গ্লাস প্রোটেকশন সহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) LCD ডিসপ্লে। যার পাঞ্চ হোল কাট আউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আবার পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। পারফরম্যান্সের ক্ষেত্রে এই ৫জি কানেক্টিভিটির ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম ওএস দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জি সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য কথিত ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
দাম : Redmi Note 10T ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম ১৪,৯৯৯ টাকা রাখা হয়েছে।
Samsung Galaxy M32 : অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম স্কিন চালিত স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২০০৯ পিক্সেল) AMOLED Infinity-U ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন দেওয়া হয়েছে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মালি জি৫২ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। ফটোগ্রাফির জন্য ডিভাইসের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল ISOCELL GW3 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy M32 ফোনের সামনে রয়েছে ২০ মেগাপিক্সেল সেন্সর। ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
দাম : Samsung Galaxy M32 ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম ১২,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে