Uncategorized

4G নেটওয়ার্ক সাপোর্ট সহ লঞ্চ হল Nokia 225 4G Payment Edition, দাম জানুন

নোকিয়া ২২৫ ৪জি পেমেন্ট এডিশন এর দাম ৩৪৯ ইউয়ান, যা প্রায় ৪,১০০ টাকার সমান

গত বছর অক্টোবরে HMD Global ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে Nokia 225 4G ফিচার ফোন লঞ্চ করেছিল। তৎকালীন সময়ে ভারত ও চীনে ফোনটির দাম ছিল যথাক্রমে ৩,৪৯৯ টাকা ও ৩৪৯ ইউয়ান। প্রায় একবছর পর আজ সংস্থাটি এই ফোনের একটি স্পেশাল এডিশন চীনে নিয়ে এসেছে, যার নাম Nokia 225 4G Payment Edition। নাম দেখেই আশা করি বুঝতে পারছেন, এটি অনলাইন পেমেন্ট ফিচারের সাথে এসেছে। সেক্ষেত্রে এই ফিচার ফোনে থাকা ওয়ান-কী অ্যাকশন বাটনের মাধ্যমে অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম Alipay Wallet অ্যাক্সেস করা যাবে। এছাড়া এর অন্যান্য ফিচার স্ট্যান্ডার্ড মডেলের অনুরূপ। চলুন Nokia 225 4G Payment Edition এর দাম ও বিশেষত্ব জেনে নেওয়া যাক।

Nokia 225 4G Payment Edition দাম

নোকিয়া ২২৫ ৪জি পেমেন্ট এডিশন এর দাম ৩৪৯ ইউয়ান, যা প্রায় ৪,১০০ টাকার সমান। অর্থাৎ এই নতুন এডিশনের মূল্য স্ট্যান্ডার্ড মডেলের মতো রাখা হয়েছে। এটি ব্ল্যাক, ব্লু ও স্যান্ড গোল্ড কালারে পাওয়া যাবে।

Nokia 225 4G Payment Edition স্পেসিফিকেশন

আগেই বলেছি, নোকিয়া ২২৫ ৪জি পেমেন্ট এডিশন ও স্ট্যান্ডার্ড ভার্সনের মধ্যে প্রধান পার্থক্য হল, পেমেন্ট ফাঙ্কশন ফিচারের সাপোর্ট। হ্যান্ডসেটটির এই আপগ্রেডেড ভার্সনে, ওয়ান-কী অ্যাকশনের দ্বারা আলিপে ওয়ালেট (Alipay Wallet) নামক অনলাইন পেমেন্ট অ্যাপের মেনুতে থাকা পেমেন্ট অপশন ওপেন বা নেভিগেট করা যাবে। এই অপশন থেকে ‘পেমেন্ট কোড’ (Payment Code) বিকল্পে ক্লিক করে পেমেন্ট প্রক্রিয়া শুরু করা যাবে। ইউজাররা দৈনিক ব্যয়ের সীমা নির্ধারণ করার একটি বিকল্পও পেয়ে যাবেন এখানে।

এছাড়া Nokia 225 4G Payment Edition-এ একটি ২.৫ ইঞ্চির ডিসপ্লে আছে, যার চারপাশে মোটা বেজেল দেখা যাবে। এটি ১২৮ এমবি স্টোরেজ এবং ইউনিসক প্রসেসর সহ এসেছে। ফোনের ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ছবি তোলার জন্য এই ফিচার ফোনের রিয়ার প্যানেলে ফ্ল্যাশলাইট সমেত একটি ৩ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া, কুইক ডায়াল, ভয়েস রেকর্ডিং, এক্সটার্নাল এফএম রেডিও ইত্যাদি ফিচার উপলব্ধ থাকছে। স্ট্যান্ডার্ড মডেলের অনুরূপ এতেও T9 আইল্যান্ড স্টাইল নাম্বারিক কিপ্যাড দেওয়া হয়েছে। ডুয়েল সিমের এই ফোনটি 4G VoLTE কানেক্টিভিটি সাপোর্ট করে, যা এইচডি কল করতে সহায়তা করবে।

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।
Posts created 2619

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top