এই ৮ জনপ্রিয় অ্যাপ কী আছে আপনার ফোনে? এক্ষুনি করুন ডিলিট, হতে পারে বড় বিপদ

আমরা প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি। দরকারে- অদরকারে অনেক অ্যাপ ইনস্টল করি।Android users warned to delete 8 dangerous apps from phones কিন্তু আপনি কি জানেন অনেকসময়েই প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপেই লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক ভাইরাস। বিশিষ্ট সাইবার নিরাপত্তা সংস্থা কুইক হিল সন্ধান দিয়েছে এমন কিছু ভয়ানক ভাইরাসের, যা সিস্টেমে ঢুকে নিমেষের মধ্যেই তথ্য চুরি করছে। অবাক ব্যাপার হল গুগল প্লে স্টোরে থাকা বেশ কয়েকটি অ্যাপে সন্ধান মিলেছে এই ধরণের ভাইরাসের। বিশেষজ্ঞরা এই ভাইরাসের নামকরণ করেছেন ‘জোকার’।

আসুন জেনে নেওয়া যাক সেই অ্যাপগুলি কী কী- 

  1. Travel Wallpapers
  2. Fast Magic SMS
  3. Free CamScanner
  4. Go Messages
  5. Super Message
  6. Element Scanner
  7. Super SMS 
  8. Auxiliary Message

এই সমস্ত অ্যাপে লুকিয়ে থাকা ম্যালওয়্যার নিমেষের মধ্যে চুরি করে নিতে পারে সমস্ত ডেটা কন্ট্যাক্টস ডিটেল, মেসেজ, নোটিফিকেশনের মাধ্যমে। চুরি করে নেওয়া সমস্ত ডেটা ব্যবহার হতে পারে টার্গেটেড অ্যাড তৈরিতে। আবার মোটা টাকার বিনিময়ে বিক্রি হতে পারে ডার্ক ওয়েবে।  তবে ব্যাঙ্ক ডিটেলস ব্যবহার করে পরিচয়পত্র চুরি, হ্যাকিংয়ের মতো ঘটনাও ঘটতে পারে। 

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *