[qqqBan Vs AFG Live online] বাংলাদেশ বনাম আফগানিস্তান লইভে খেলা স্কোর দেখুন|বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর|Asia Cup 2022:, BAN vs AFG Live Streaming: এশিয়া কাপে আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ, সরাসরি দেখবেন যেভাবে
[Ban Vs AFG Live online Streaming]
শারজা, ৩০ অগাস্ট: এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আজ, মঙ্গলবার শারজায় মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। গ্রুপ বি-র দ্বিতীয় এই ম্যাচের মূল আকর্ষণ টি-২০-তে দুনিয়ার দুই সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বনাম রশিদ খানের দ্বৈরথ। গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে আট উইকেট উড়িয়ে অভিযান শুরু করে বাংলাদেশের বিরুদ্ধে মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে থেকে নামছেন আফগান-রা। ব্যাট-বল ফিল্ডিং সবদিক থেকেই তুঙ্গে দেখাচ্ছে কাবলিওয়ালার দেশের ক্রিকেটারদের। জিম্বাবোয়ের কাছে সীমিত ওভারের সিরিজে হারের পর বাংলাদেশের কাছে এবারের এশিয়া কাপ ঘুরে দাঁড়ানবোর লড়াই।
সাকিব আল হাসান-কে নেতৃত্বভার দিয়ে বাংলাদেশ এবার বড় কিছু করতে চাইছে। তবে গতবারের রানার্সদের এবার মূল চ্যালেঞ্জ সুপার ফোরে ওঠা। শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে হারিয়ে সেই কাজটা কঠিন করে দিয়েছে আফগান-রা। আজ জিতলেই চলতি এশিয়া কাপের প্রথম দল হিসেবে সুপার ফোরে উঠবে আফগান-রা।
এশিয়া কাপ ২০২২-এর তৃতীয় খেলা বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ কবে, কখন আয়োজিত হবে
বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ মঙ্গলবার আজ, ৩০ অগাস্ট শারজা-য় হবে।
কখন থেকে শুরু হবে ম্যাচ
কাল, মঙ্গলবার সময় সন্ধ্যা ৮টা, ও বাংলাদেশের সময় রাত আটটা থেকে শুরু হবে ম্যাচ।
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ইংরেজি, হিন্দি সহ নানা ভাষার কমেন্ট্রিতে এশিয়া কাপের সব খেলা সরাসরি সম্প্রচার করা হবে। আজ, বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ স্টার স্পোর্টস ১ এসডি ও এইচডি, স্টার স্পোর্টস ৩ এসডি ও এইচডি, স্টার সিলেক্ট এইচডি-র মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা। ভারতীয় সময় সরাসরি খেলা দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। টস হবে সন্ধ্যা সাতটা থেকে। ডিডি স্পোর্টসেও সরাসরি দেখা যাবে খেলা।
অনলাইনে খেলা কীভাবে দেখা যাবে?

ডিজনি প্লাস হটস্টার-ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা দেখা যাবে খেলা।
কারা এগিয়ে
আফগানিস্তানকে খাতায় কলমে এগিয়ে রাখতে হচ্ছে। আফগান দলে ম্যাচ উইনার অনেক। তবে বাংলাদেশ পিছিয়ে নেই। ম্যাচ আফগান-দের পক্ষে ৫৫:৪৫।
বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ রেকর্ড
দুই দল টি টোয়েন্টিতে মোট আটবার মুখোমুখি হয়েছে। তার মধ্যে আফগানরা জিতেছেন পাঁচবার, আর বাংলাদেশ জিতেছে তিনবার
দু দলের প্রথম একাদশ কেমন হতে পারে
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-মহম্মদ নঈম, আনামুল হক (উইকেটকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহমদুল্লা, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহদি হাসান, মহম্মদ সঈফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ- হজরাতুল্লা ঝাঝাই, রহমন্নুলহ গুরবাজ (উইকেটকিপার), নাজিবুল্লহা জার্দান, করিম জানাত, মহম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমাতুল্লা ওমারঝাই, নবিন-উল-হক, মুজিব উর রহমান, ফাজালহক ফারুকি।