Banglalink App Free mb।প্রতিদিন ফ্রি এমবি 2022

Banglalink App Free mb।প্রতিদিন ফ্রি এমবি 2022

Banglalink App Free mb।প্রতিদিন ফ্রি এমবি 2022।এখন মাই বাংলালিংক অ্যাপ অথবা ই-সেল্পকেয়ার- প্রতিদিন লগ-ইন করলেই পাচ্ছেন ২৫ এমবি ফ্রী ইন্টারনেট। বোনাস এর মেয়াদ ৪ দিন।

আপনারা সকলেই জানেন যে বর্তমানে বাংলালিংক অনেক বেশি জনপ্রিয়। বাংলালিংক অপারেটর বেশি জনপ্রিয় হওয়ার কারণ তাদের নিত্যদিনের অফার। বাংলালিংক তাদের গ্রাহকদের কথা ভেবে নিয়মিত নিত্য নতুন অফার নিয়ে আসে। বাংলালিংকের অফার গুলো মানুষের ভালো লাগে তাই বাংলালিংকের গ্রাহক অনেক বেশি।

বাংলালিংক গ্রাহকদের অনেক অফার দিয়ে থাকে। এর মধ্যে জনপ্রিয় একটি অফার হলো মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করা মাত্রই 1000 এমবি ফ্রি দিয়ে থাকে। আপনি এই 1000 এমবি ফ্রি পাবেন। অর্থাৎ এই 1000mb পাওয়ার জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবে না।

শুধুমাত্র মাই বাংলালিংক অ্যাপে প্রথমবার সাইন আপ করা মাত্রই পেয়ে যাবেন 1000 এমবি ফ্রি ইন্টারনেট। এই 1000 এমবি ফ্রি ইন্টারনেট নির্দিষ্ট কোন প্যাকেজ না। অর্থাৎ আপনি এই 1000 এমবি দিয়ে সবকিছু চালাতে পারবেন।

ফ্রি ইন্টারনেট এর মেয়াদ –


মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করা মাত্র যে ফ্রী 1000 এমবি দিয়ে থাকে তার মেয়াদ 4 দিন। অর্থাৎ আপনি এই 1000 চারদিন ব্যবহার করতে পারবেন।

ফ্রী 1000 এমবি কারা পাবে?

সবাই পাইবে।যার বাংলালিংক সিম আছে তার। আপনের BL app ডাউনলোড করতে হবে তার পরে

তার পর এই BoX এ 74B60DDC কোড টা বসিয়ে দিন।

আমার রেফারেন্স করতে হবে।আমার Code: 74B60DDC


তার পর ২ থেকে ৪ মিনিট এর মধ্যে 1GB ইন্টারনেট বোনাস পেয়ে যাবেন

মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রী 1000 এমবি নেওয়ার

আপনাকে লগইন অপশনে ক্লিক করতে হবে।

বাংলালিংক ফ্রি ইন্টারনেট

লগইন অপশনে ক্লিক করার পর নিচের স্ক্রীনশটের মত ইন্টারফেস দেখতে পারবেন। আপনি নাম্বার দেয়ার একটি বক্স দেখতে পারবেন। আপনার যে বাংলালিংক নাম্বার দিয়ে মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করতে চান সেই বাংলালিংক নাম্বার এই বক্সে দেবেন। তারপর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন।

মাই বাংলালিংক অ্যাপ এর অফার

গেট ওটিপি অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। অর্থাৎ আপনি যে নাম্বারটি দিয়ে সাইন আপ করবেন সেই নাম্বারে একটি কোড যাবে। সেই কোড টি আপনাকে এখানে বসাতে হবে। কোড বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে।

প্রতিদিন বাংলালিংকে ফ্রী 25mb নেওয়ার নিয়ম

ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনার কাজ শেষ। ফ্রি এমবি পাওয়ার জন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

বাংলালিনক ফ্রী 500 এমবি ইন্টারনেট 2021

দেখুন আমি 500 এমবি ফ্রি পেয়েছি। এস,এম,এসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে যে আমি 500 এমবি ফ্রি পেয়েছি। আপনি যদি সঠিকভাবে উপরের নিয়ম অনুযায়ী মাই বাংলালিংক অ্যাপ এ সাইন আপ করে থাকেন তাহলে  নিচের স্ক্রীনশটের মত একটি মেসেজ আসবে। এই এসএমএসে আপনাকে জানিয়ে দেয়া হবে যে আপনি ফ্রি 500mb পেয়েছেন সেটি চার দিনের জন্য।

বাংলালিংক ফ্রী নেট

এভাবেই আপনারা প্রথমবার মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রী 500 এমবি চার দিনের জন্য পাবেন। এই 500 এমবি দিয়ে আপনারা ইন্টারনেটের সকল কাজ করতে পারবেন। তবে এই 500mb শুধুমাত্র একবার দিবে। অর্থাৎ আপনি শুধু একবার একটি নাম্বার দিয়ে ফ্রী 500 এমবি নিতে পারবেন।

মাই বাংলালিংক অ্যাপে লগ ইন করে প্রতিদিন ফ্রী 25mb নেয়ার নিয়ম –

আপনার এতক্ষণ মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রী 500 এমবি নেওয়ার নিয়ম জানলেন। তবে এখানে আরেকটি অফার রয়েছে। আপনি যদি মাই বাংলালিংক অ্যাপে প্রতিদিন প্রবেশ করেন তাহলে প্রতিদিন ফ্রী 25mb পাবেন। 

অর্থাৎ মাই বাংলালিংক অ্যাপে প্রবেশ করলে প্রতিদিন 25 এমবি ফ্রি দেয়। তবে এই 25 এমবি আপনি প্রতিদিন একবার নিতে পারবেন। ফ্রী 25mb নেওয়ার জন্য আপনাকে মাই বাংলালিংক অ্যাপে একবার প্রবেশ করলেই হবে। 

তবে আপনি টানা একমাস প্রতিদিন মাই বাংলালিংক অ্যাপে লগ ইন করে প্রতিদিন ফ্রী 25mb নিতে পারবেন। একমাস পর লগইন করলে আর আপনাকে 25 এমবি দিবে না।

এই ছিল মাই বাংলালিংক অ্যাপ এর অফার। আশা করছি আপনারা আপনাদের নাম্বার দিয়ে মাই বাংলালিংক অ্যাপে সাইন আপ করে ফ্রী 500 এমবি নিতে পারবেন। কোথাও যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করুন, ইনশাআল্লাহ সমাধান দেয়ার চেষ্টা করব।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *