Barrister Sumon Today Election Result 2024

ব্যারিস্টার সুমনের আজকের নির্বাচনের ফলাফল ২০২৪। Barrister Sumon Today Election Result

ব্যারিস্টার সুমনের আজকের নির্বাচনের ফলাফল ২০২৪। Barrister Sumon Today Election Result

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২০২৪ তারিখে সাতই জানুয়ারি নির্বাচনে বাধা দিতে হবে জাতীয় সংসদ নির্বাচন।

গণতান্ত্রিক নির্বাচনের ১ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত গণ নির্বাচন হয়েছে, তার ফলাফল সম্পর্কে মতামত রয়েছে অনেকের মনে।

বিসিবি বাংলার এই পাতায় আপনি নিতে পারেন ১৯৯১ থেকে ২০১৮ পর্যন্ত সংসদ নির্বাচনের ফলাফল।

কে এই ব্যারিস্টার সুমন?

আমি এতোটাই অসহায় ছিলাম যে আমার বাবার জানাজায় আসার জন্য আমার টিকিটের টাকাটা পর্যন্ত ছিলো না। সেই সময় মোবাইল ফোনে আমি ফোন দিয়ে বলি আপনি ফোনটা ধরে রাখেন আর আমাকে বলুন আমার বাবার লাশটা এখন কোথায় আছে? প্রত্ত্যুতরে তিনি বলে, ’এখন কবরের পাশে আছে, নিচে নামাচ্ছি মাটি দিচ্ছি’। এ ভাবেই আমি আমার বাবার দাফনে অংশ নেই। এই ব্যাপারটা আমাকে অনেক নাড়া দিয়েছে।

তখন থেকেই আমি সংকল্প করেছি যে টাকার পিছনে ছুটবো না। সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো।

সম্প্রতি নুসরাত হত্যা মামলা নিয়ে হাই কোর্টে শুনানী চলাকালীন হাকোর্টের বিচারক বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। ব্যারিস্টার সুমনও সমাজের দর্পণ।

এর পরের হিসেবে আরো বেড়েছে।

ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি শিশুদেরকে ১ হাজার খেলার সামগ্রী বিতরণ, ৫টি খেলার মাঠ মেরামত ও বঙ্গবন্ধুর নামে  ৫টি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন আর্থিক সহযোগিতা ও শীতবস্ত্র বিতরণ করেন সুমন। তিনি গ্রাম পুলিশদের বেতন-ভাতা ডিজিটালাইজেশনের স্বার্থে একশটি মোবাইল ফোন প্রদান করেন।

ব্যারিস্টার সাইদুল হক সুমন জানান, ১৮ বছর ধরে আমি এলাকার উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।

মানুষের কল্যাণে কাজ করাকে আমি ইবাদত মনে করি। নিজের পেশা থেকে অর্জিত অর্থের সিংহভাগই আমি ব্যয় করি সাধারণ মানুষের কল্যাণে। আমার গন্তব্য নিজের সফলতা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জন্মভূমি ও এর বাইরের উন্নয়নে সর্বসাধ্য দিয়ে চেষ্টা করা। যেন একজন ‘ওয়ান ম্যান আর্মি’ সুমন।

হবিগঞ্জের চুনারুঘাটের ছেলে সায়েদুল হক। নিজের উপজেলায়, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের বাইরে পড়াশোনা শেষ করে বর্তমানে আইনজীবী পেশায় আছেন। উপজেলার নিজের স্কুলে গিয়েও একটি লাইভ করেন। এই স্কুলের যে শিক্ষার্থী ব্যারিস্টার হবেন, তাকে একটি গাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন লাইভে। পরবর্তী ব্যারিস্টার পেতে কমপক্ষে ১০ বছর অপেক্ষা করতে হবে। সায়েদুল হক এই ফেসবুক লাইভ, মানুষের জন্য কাজে সময় বেশি দেন বলে স্ত্রী ও ছেলেমেয়ে মাঝেমধ্যে বিরক্ত হন। তবে মেনেও নিয়েছে পরিবারের সদস্যরা। 

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা সদরের পাশে পীরবাজার নামক গ্রামে আমার জন্ম। আমার বাবা সাধারণ একজন ব্যবসায়ী ছিলেন। মা গৃহিনী। আমাদের ধান ভাঙানোর মিল ছিল, তারপর ট্রাক্টর ছিল। সাধারণ একজন ব্যবসায়ীর সন্তান আমি বলতে পারেন। বাবা-মায়ের ৬ সন্তানের মধ্যে সবার ছোট আমি। ছোট বেলা কেটেছে চুনারুঘাটেই। স্থানীয় কেজি স্কুলে আমার শিক্ষার হাতে খড়ি। তারপর ডিসিপি হাইস্কুলে ভর্তি। এখান থেকেই এসএসসি পাশ করি। তারপর ঢাকা কলেজে ভর্তি হই। এইচএসসি পাস করি ঢাকা কলেজ থেকে। এরপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিং এ ভর্তি হই। বিবিএ, এমবিএ পাশ করি।

সুমন বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর কোনো চাকরিতে ঢুকে যেতে পারতাম। কিন্তু ছোটবেলা থেকে আমি স্বাধীনচেতা। বিবিএ, এমবিএ পড়ার পরও আমার মনে হয়েছে দেশের জন্য কাজ করতে গেলে স্বাধীন একটা পেশা প্রয়োজন। আইন পড়ার মধ্যে আমি সেই স্বাধীনতা খুঁজে পাই। এছাড়া চিন্তা করে দেখলাম ব্যারিস্টার হলে বাংলাদেশে এর গ্রহণযোগ্যতা একটু বেশি। এদেশে ব্যারিস্টারদেরকে এখনও পজিটিভলি নেওয়া হয়। এজন্য মনে মনে ভাবলাম, চেষ্টা করে দেখি ব্যারিস্টার হতে পারি কি না। আল্লাহর রহমতে আমি শেষ পর্যন্ত ব্যারিস্টার হয়ে গেলাম।

তিনি বলেন, ‘ইংল্যান্ডের লাইফটা ছিল আমার কঠিনতম। ইংল্যান্ডে আমার যে আত্মীয় স্বজন, আমি সেখানে যাওয়ার কিছুদিন পর তারা কেউ আমার পাশে ছিল না। সিলেটি হিসেবে আত্মীয় স্বজনদের কাছ থেকে যে সহযোগিতা পাওয়ার কথা ছিল তা পাইনি। যার কারণে বাস্তবতার মুখোমুখি হই। আমি একজন ট্রলিম্যান হিসেবে কাজ শুরু করি। আমাদের দেশে যাদেরকে আমরা কুলি বলি। সেই কুলির কাজও করেছি। বিমানবন্দরে যখন ভিআইপিরা ট্রলি ফেলে রেখে যেতেন, ট্রলিগুলো নিয়ে এসে এক জায়গায় রাখতাম। আমি কুলির কাজ করেছি- এটা সবসময় স্বীকার করি।

আমার কাছে মনে হয়, আমি যদি চুরি না করি, কারো হক নষ্ট না করি তাহলে কোন কাজই ছোট না। আবার ড্রাইভারি করতাম। এসব কাজ করে কিছু টাকা জমাই। ২০০৮ সালে বার অ্যাট ল করতে শুরু করি।’ 

লন্ডনে বার অ্যাট ল’ সম্পন্ন করার পর অনেকেই সুমনকে সেখানেই থেকে যেতে বলেন। কিন্তু দেশের জন্য এক অভাবনীয় অনুভূতির টানে তিনি ফিরে আসেন। তার মনে হচ্ছিল, বাংলাদেশের সঙ্গে তার যে প্রেম হয়েছিল, সেটি কেন যেন হচ্ছে না ব্রিটেনের সঙ্গে। হয়তো এমন আরও অনেকেরই হয় না। সুমনের মনে হতো, লন্ডনে অনেক ব্যারিস্টার আছেন সেখানে কাজ করার জন্য। কিন্তু তার মাতৃভূমিতে যদি আরেকজন ব্যারিস্টার ফিরে ন্যূনতম হলেও কিছু করতে পারেন, তাতে দেশ উপকৃত হবে। সুমন মনে করেন, বার অ্যাট ল’ করা পর্যন্ত তিনি দেশ-জাতি-সমাজ থেকে নিয়েছেন। এরপর বিশেষ করে ৪০ বছরের পর দেশ-জাতিকে তার দেওয়ার পালা। সেই দৃষ্টিভঙ্গিই তিনি ছড়িয়ে দিতে চান।

আজকের নির্বাচনের ফলাফল ২০২৪

বাল্লা ঈগল ৯৮২
নৌকা ১৭৭
কালিকা পুর ঈগল ৯৪৩
নৌকা ৪৭৩
চুনারুঘাট সদর ঈগল ৭০০
নৌকা ১২০
চন্ডি সরকারি স্কুল ঈগল ১২৮০
নৌকা ৭৪০
ছিচির কুট
ঈগল ৮৫৫
নৌকা ৯৯
সতং ঈগল ১১১৫
নৌকা ১১৫
গোগাউড়া ঈগল ১৮০০
নৌকা ২০০
গাজীপুর হাই স্কুল ঈগল ১৪৭২
নৌকা ৩৪০.
বহরা ঈগল ১০৫০
নৌকা২৫৩
মনতলা বিজিবি ঈগল ১৩৫০
নৌকা ১৫০.
রুপোসপুর ঈগল ১৪০০
নৌকা ২৭২
মিরাশি ঈগল ২১০৮
নৌকা ১৯৭
লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৭৩৬
নৌকা ১০৮
ভোলারজুম সঃ ঈগল ১৬৬৫
নৌকা ৮৩
মিঠাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ঈগল ৭৫০
নৌকা ২৪৫
ইটাখোলা ফাজিল মাদ্রাসা ঈগল ১০৬৬
নৌকা ৪১২
মাওলানা আসাদ আলী ডিগ্রী কলেজ ঈগল ৪৯৯
নৌকা ২৪৪
কালিকাপুর সরকারি দক্ষিণ বাগগাছড়া ইউনিয়
ঈগল ৯৪৩
নৌকা ৪৭৩
গড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈগল ১১১২
নৌকা ১১৮

হবিগঞ্জ -৪ মাধবপুরের বিভিন্ন সেন্টারের পাওয়া খবর

আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
নৌকা ৪২৯
ঈগল ৭৩৫
মাধবপুর গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
ঈগল ৪১৫
নৌকা ৪০৮
মনতলা বিজিবি ক্যাম্প
ঈগল ১৩৫০
নৌকা ১৫০
কাজিরচক কেন্দ্র ঈগল ৮২৮
নৌকা ১২৯
দক্ষিণ বেজুরা
ঈগল ১২৪১
নৌকা ৯৮০
আসাদ আলী ডিগ্রী কলেজ
মাধবপুর
ঈগল ৪৯৯
নৌক ২৪৪
বাঘাসুরা সাতপাড়িয়া ঈগল ৭০০ নৌকা ২০০
রতনপুর ঈগল ১৭৩৩ নৌকা ১২২
বড়ধলিয়া জগদীশপুর প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল।
ঈগল ১০৭০
নৌকা ২০৫
বহরা সরকারী প্রাথমিক বিদ্যালয় -ঈগল ১০৫০
নৌকা ২৩৩

ভোট ঘননার নির্বাচনী আপডেট
১।৪নং ইউনিয়ন -সতং
ঈগল -১০১৫
নৌকা -১৫৫
২।বহরা সরকারি বিদ্যালয়
ঈগল-১০৫০
নৌকা-২৩৩
৩। উসমান পুর
ঈগল -৮৭২
নৌকা -৮৩
৪। গাজীপুর হাইস্কুল
ঈগল -১৪৭২
নৌকা -৩৪০
৫। বাল্লা সেন্টার
ঈগল -৯৮২
নৌকা -১৭৭
৬। চুনারুঘাট সদর
ঈগল -৭০০
নৌকা-১২০
৭। শানখলা সরকারি স্কুল
ঈগল -১২০৬
নৌকা-১৫৫
৮। ইচাকোটা সরকারি বিদ্যালয়
ঈগল -৮৫৫
নৌকা-৯৩
৯। বাগাসুরা
ঈগল-৯৪৩
নৌকা-৪৭৩
১০। বরদলিয়া জগদশপুর-
ঈগল-১০৭০
নৌকা-২১০
১১। মিরাশি সেন্টার
ঈগল -২১০৮
নৌকা -১৯৭
১২। শ্রীবাউর সেন্টার
ঈগল -৭৪৩
নৌকা-১৩৪
১৩। জারুলিয়া সেন্টার
ঈগল -৯৩৪
নৌকা-১০৭
১৪। রানীগাও দাখিল মাদ্রাসা
ঈগল -১০২৭
নৌকা-১২৪
১৫। খালিনগর-৫নং শানখলা
ঈগল-১১৩২
নৌকা-৩৬৭
১৬। শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়
ঈগল -১১১৪
নৌকা- ১৮৬

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *