পহেলা বৈশাখ এসএমএস বাংলা ২০২৩ – Bengali New Year SMS

Written by Nazmul Hossain

পহেলা বৈশাখ এসএমএস বাংলা ২০২৩ – Bengali New Year sms 2023. পহেলা বৈশাখের নতুন নতুন এসএমএস কিভাবে আপনি দেখবেন এবং আপনার প্রিয়জনকে পাঠাবেন তা আজকে আমার এ পোস্ট থেকেই জানতে পারবেন খুব সুন্দর সুন্দর পহেলা বৈশাখের নতুন এসএমএস নিয়ে আজকে হাজির হলাম.

পহেলা বৈশাখের নতুন এসএমএস

1.আজকে এই শুভ দিনে
কত খুশি কত সাজ।
আজকে এই শুভ দিনে
ভুলে যাও সব কাজ।
🎉শুভ নববর্ষ🎉
2.তোমার সব দুশ্চিন্তা
দূর করে মনে আনো হর্ষ..
নতুন আলোয়, নতুন আশায়
তোমাকে জানাই
🎉শুভ নববর্ষ🎉
3.পানতা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রাণ…
নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান..
এসো হে বৈশাখ এসো এসো
— শুভ নববর্ষ —
4.পুরনো যত হতাশা, দুঃখ,অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।
=+++শুভ পহেলা বৈশাখ+++
5.ঝরে গেলো আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা ।
বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ”

বার মাসে তের পার্বণ এবার এলো বলে,
বাঙ্গালির একটি বছর বয়ে গেলো চলে!!!
নতুন বছরে আসুক শুধু আনন্দের স্পর্শ,,
আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই ****শুভ নববর্ষ****
6.মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত………….
আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত !!!!!
************শুভ নববর্ষ**************
7.আবার আসলো বৈশাখ মাস , চৈত্রের অবসানে !
নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিল প্রানে ।
মনের যত গ্লানি ভুলে, জীবন গড়ো নতুন ভাবে ।
নতুন নতুন স্বপ্ন দেখো, নববর্ষের টানে ।



মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা নিল খামে
পাঠালাম সুদিনের সুবাতাস তোমায় দিলাম ।
***** শুভ নববর্ষ *****
8.উদীত রবির প্রথম আলো, দূর করবে সকল কালো।
মাতবে মন আনন্দ ধারায়, সবাই হবে বাধন হারা।
দিনটি হোক তোমার তরে, মন ভরে উঠুক খুশির জরে ।
@@@ শুভ নববর্ষ @@@
9.আমি তোমার বাড়িতে আসছি
তোমায় সবরকম খুশী দিতে,
আমায় স্বাগত জানিও…
আমি তোমাদের সবার প্রিয় ১৪৩০
10.পানতা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রাণ…
নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান..
এসো হে বৈশাখ এসো এসো
— শুভ নববর্ষ —

মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা নিল খামে

পাঠালাম সুদিনের সুবাতাস তোমায় দিলাম ।

***** শুভ নববর্ষ *****


উদীত রবির প্রথম আলো, দূর করবে সকল কালো।

মাতবে মন আনন্দ ধারায়, সবাই হবে বাধন হারা।

দিনটি হোক তোমার তরে, মন ভরে উঠুক খুশির জরে ।

@@@ শুভ নববর্ষ @@@

You May Also Like…

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *