দাম ১০ হাজার টাকার কম 2022, Redmi, Realme, Tecno-র সেরা ফোনগুলি দেখে নিন

দাম ১০ হাজার টাকার কম 2022, Redmi, Realme, Tecno-র সেরা ফোনগুলি দেখে নিন

দাম ১০ হাজার টাকার কম 2022, Redmi, Realme, Tecno-র সেরা ফোনগুলি দেখে নিন.Best smartphone under rs 10000।১০,০০০ টাকার নিচে উপলব্ধ স্মার্টফোনগুলি নিয়ে আমরা এখানে কথা বলেছি, যেখানে HD বা FHD+ ডিসপ্লে প্যানেল, উন্নত প্রসেসর, ফাস্ট চার্জিং টেকনোলজি এবং শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে

বাংলাদেশে বাজারকে বাজেট-রেঞ্জ স্মার্টফোনের আধার বললে কিছু ভুল হবে না। কেননা, বিশ্বের অন্যান্য প্রান্তের তুলনায়, বিপুল জনসংখ্যার এই দেশে বাজেট হ্যান্ডসেটের চাহিদা সর্বাধিক। সেকারণে Infinix, Realme, Tecno এবং Redmi এর মতো ব্র্যান্ডগুলি ধারাবাহিক ভাবে সাশ্রয়ী দামের স্মার্টফোন এদেশে আনছে। যেগুলির দাম থাকছে ১০,০০০ টাকার নিচে। তবে জানিয়ে রাখি, দাম কম হলেও ফোনগুলি কিন্তু ফিচারে ঠাসা। অর্থাৎ, বাজেট রেঞ্জের এই ফোনগুলিতে HD বা FHD+ ডিসপ্লে প্যানেল, উন্নত প্রসেসর, ফাস্ট চার্জিং টেকনোলজি এবং শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে। আসুন ১০,০০০ টাকার রেঞ্জের সেরা কয়েকটি ফোন সম্পর্কে জেনে নিই।

১০,০০০ টাকার নিচে উপলব্ধ স্মার্টফোনের তালিকা (List of smartphones available below Rs 10,000)

Infinix Hot 10s : ৯,৯৯৯ টা

ইনফিনিক্স হট ১০এস ফোনে ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস (১,৬৪০x৭২০ পিক্সেল) IPS ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। এটি ১২ এনএম বা ন্যানোমিটার প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর সহ এসেছে। ফোনে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড আছে, যার মাধ্যমে ফোনের স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এক্সওএস ৭.৬ ওএস চালিত। ফটোগ্রাফির জন্য হট ১০এস সিরিজের এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হলো, ৪৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং একটি এআই সেন্সর। আবার, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে এফ/২.০ অ্যাপারচার যুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Realme C11 (2021) : ৯,৩৯০ টাকা

অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিন চালিত রিয়েলমি সি১১ (২০২১) ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। উন্নত পারফরম্যান্সের জন্য এটি ১.৬ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা কোর ইউনিসক এসসি৯৮৬৩ প্রসেসরে কাজ করবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ফোনে ৮ মেগাপিক্সেলের একক রিয়ার ক্যামেরা বর্তমান। এই রিয়ার সেন্সর – অটোফোকাস, পোট্রেট মোড, বিউটি মোড, ফেস রিকগনিশন, ফিল্টার, ৪x ডিজিটাল জুম, ৩০এফপিএসে ভিডিও শ্যুটিং সহ নানাবিধ ফিচার সাপোর্ট করে। আবার ডিসপ্লেতে থাকা টিয়ারড্রপ নচের মধ্যে দেখা যাবে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। Realme C11 ফোনে, ১০ ওয়াট চার্জিং টেকনোলজির সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Tecno Spark 8T : ৮,৯৯৯ টাকা

ডুয়েল সিমের টেকনো স্পার্ক ৮টি ফোনে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ডট নচ ডিসপ্লে। এই ডিসপ্লের ব্রাইটনেস ৫০০ নিট পিক এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৯১.৩%। উন্নত পারফরম্যান্স অফার করার জন্য এতে ব্যবহার করা হয়েছে ২.৩ ক্লক রেটের অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ গেমিং প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক হাইওএস ৭.৬ কাস্টম স্কিনে রান করবে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে কোয়াড এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি এআই লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ডুয়েল ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 8T ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪০ ঘন্টা টকটাইম দেবে। ফোনটি আল্ট্রা ব্যাটারি সেভিং মোড সহ এসেছে, যা লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ অফার করবে বলে কোম্পানির দাবি। এর ওজন ১৯২ গ্রাম।

Realme C11 (2021) : ৯,৩৯০ টাকা

অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিন চালিত রিয়েলমি সি১১ (২০২১) ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। উন্নত পারফরম্যান্সের জন্য এটি ১.৬ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা কোর ইউনিসক এসসি৯৮৬৩ প্রসেসরে কাজ করবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ফোনে ৮ মেগাপিক্সেলের একক রিয়ার ক্যামেরা বর্তমান। এই রিয়ার সেন্সর – অটোফোকাস, পোট্রেট মোড, বিউটি মোড, ফেস রিকগনিশন, ফিল্টার, ৪x ডিজিটাল জুম, ৩০এফপিএসে ভিডিও শ্যুটিং সহ নানাবিধ ফিচার সাপোর্ট করে। আবার ডিসপ্লেতে থাকা টিয়ারড্রপ নচের মধ্যে দেখা যাবে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। Realme C11 ফোনে, ১০ ওয়াট চার্জিং টেকনোলজির সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Tecno Spark 8T : ৮,৯৯৯ টাকা

ডুয়েল সিমের টেকনো স্পার্ক ৮টি ফোনে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ডট নচ ডিসপ্লে। এই ডিসপ্লের ব্রাইটনেস ৫০০ নিট পিক এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৯১.৩%। উন্নত পারফরম্যান্স অফার করার জন্য এতে ব্যবহার করা হয়েছে ২.৩ ক্লক রেটের অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ গেমিং প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক হাইওএস ৭.৬ কাস্টম স্কিনে রান করবে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে কোয়াড এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি এআই লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ডুয়েল ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 8T ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪০ ঘন্টা টকটাইম দেবে। ফোনটি আল্ট্রা ব্যাটারি সেভিং মোড সহ এসেছে, যা লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ অফার করবে বলে কোম্পানির দাবি। এর ওজন ১৯২ গ্রাম।

Redmi 9 : ৯,৪৯৯ টাকা

অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম ওএস চালিত রেডমি ৯ ফোনে রয়েছে একটি ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) IPS ডট ভিউ ডিসপ্লে। এটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর সহ এসেছে। এই ফোন, হাইপারইঞ্জিন গেম টেকনোলজি সমর্থন করে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, উক্ত হ্যান্ডসেটে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেলের। অপরপক্ষে, ডিসপ্লের উপরিভাগে থাকছে ৫ মেগাপিক্সেলের এআই (AI) ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ডুয়েল সিমের Redmi 9 ফোনে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Realme Narzo 30A : ৮,৯৯৯ টাকা

রিয়েলমির এই স্মার্টফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) মিনি ড্রপ নচ ডিসপ্লে, যা ৮৮.৭% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক রিয়েলমি ইউআই (realmeUI) কাস্টম ওএস চালিত। ফটোগ্রাফির জন্য উক্ত ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম পোর্ট্রেট সেন্সর। আবার, সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের এইচডি এআই ফ্রন্ট ক্যামেরা। Realme Narzo 30A ফোনে ৬,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে, যার সাথে ১৮ কুইক চার্জ সাপোর্ট করবে। অর্থাৎ এত কম দামের ফোনে ফাস্ট চার্জিং টেকনোলজি পাওয়া সত্যি অভাবনীয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *