ঢাকার গেন্ডারিয়ার মাসুদ মৃধা ২০১২ সাল থেকে সিঙ্গাপুরে থাকেন। পরিবারের কাছে নিয়মিত টাকা পাঠান তিনি। আগে কারও মাধ্যমে বা ব্যাংকে টাকা পাঠাতেন। দেড় বছর ধরে বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন। এতে তাঁর পরিবারের টাকা পাওয়া সহজ হয়েছে।
মাসুদ মৃধা আগে টাকা পাঠালে বাড়িতে ফোন করতেন। এরপর পরিবারের সদস্যরা নিশ্চিত হয়ে ব্যাংকে যেতেন। অনেক সময় অন্য কারও মাধ্যমে টাকা পাঠাতেন, তখন টাকা আনতে তাঁর কাছে যেতে হতো। এতে সময় অনেক বেশি লেগে যেত, হয়রানিও কম হতো না। এখন তিনি বিকাশে টাকা পাঠান, আর তা হিসাবে চলে আসে।
মাসুদ মৃধার মতো প্রবাসী বাংলাদেশিরা এখন সহজেই দেশে টাকা পাঠাচ্ছেন। এক্সচেঞ্জ হাউস বা ব্যাংকের পাশাপাশি অনেক ক্ষেত্রে মোবাইল অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে টাকা পাঠাচ্ছেন তাঁরা। আর স্বজনেরা সহজেই টাকা পেয়ে যাচ্ছেন মোবাইল আর্থিক সেবা (এমএফএস) বিকাশের হিসাবে। ফলে জরুরি প্রয়োজনে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের আর অপেক্ষা করতে হচ্ছে না। মুহূর্তেই টাকা পেয়ে যাচ্ছেন দেশে থাকা স্বজনেরাও।