বিকাশ সেন্ড মানি করার নিয়ম ২০২২ (ফ্রি সেন্ড মানি টিপস!)

দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠাতে বিকাশ এর “সেন্ড মানি” ফিচার অত্যন্ত জনপ্রিয় একটি সেবা। বিকাশ সেন্ড মানি করে যেকোনো বিকাশ ব্যবহারকারীকে মুহুর্তের মধ্যে টাকা পাঠানো যায়। চলুন জেনে নেওয়া যাক বিকাশ সেন্ড মানি কিভাবে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত।

বিকাশ সেন্ড মানি খরচ

কোনো বিকাশ নাম্বারে নির্দিষ্ট পরিমাণের বেশি সেন্ড মানি করার ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে। ১০০টাকা পর্যন্ত সেন্ড মানি করলে কোনো ধরনের সেন্ড মানি ফি প্রযোজ্য হবে না। ১০০.০১টাকা থেকে শুরু করে ২৫,০০০টাকা পর্যন্ত বিকাশ সেন্ড মানি করতে ৫টাকা সেন্ড মানি ফি প্রযোজ্য হবে।

উল্লিখিত লিমিট অতিক্রম করলে পরবর্তী যেকোনো পরিমাণ অর্থ সেন্ড মানি করতে ১০টাকা সেন্ড মানি ফি খরচ হবে। অন্যদিকে বিকাশ প্রিয় নাম্বারে ২৫হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। প্রতি মাসে সব মিলিয়ে সর্বোচ্চ ২৫হাজার টাকা প্রিয় নাম্বারে সেন্ড মানি করা যাবে কোনো খরচ ছাড়া।

বিকাশ সেন্ড মানি করার নিয়ম

বিকাশ সেন্ড মানি করা যাবে বিকাশ ইউএসএসডি মেন্যু ও বিকাশ অ্যাপ ব্যবহার করে। চলুন জেনে নেওয়া যাক বিকাশ সেন্ড মানি করার নিয়ম।

[★★]  মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় জানতে এখানে ক্লিক করুন 

*২৪৭# ব্যবহার করে সেন্ড মানি করার নিয়ম

বিকাশ ইউএসএসডি মেন্যু ব্যবহার করে খুব সহজে সেন্ড মানি করা যাবে। বিকাশ ইউএসএসডি কোড, *২৪৭# ডায়াল করে বিকাশ সেন্ড মানি করতেঃ

  • *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে প্রবেশ করুন
  • “Send Money” করতে 1 লিখে রিপ্লাই করুন
  • যে বিকাশ নাম্বারে টাকা পাঠাতে চান, সে বিকাশ নাম্বারটি প্রদান করুন
  • কত টাকা সেন্ড মানি করতে চান তার পরিমাণ অংকে লিখুন
  • এরপর রেফারেন্স হিসেবে যেকোনো একটি বার্তা প্রদান করুন (ঐচ্ছিক)
  • আপনার বিকাশ পিন প্রদান করে সেন্ড মানি’র প্রক্রিয়া সম্পন্ন করুন

সঠিকভাবে বিকাশ সেন্ড মানি করা হলে সেন্ডার (যিনি পাঠিয়েছেন) ও রিসিভার (যিনি পাবেন), উভয়েই সেন্ড মানি সম্পর্কে কনফার্মেশন এসএমএস (অথবা অ্যাপে নোটিফিকেশন) পাবেন। 👉 বিকাশ ক্যাশ আউট ও সেন্ড মানি খরচ কত? (২০২২ আপডেট)

বিকাশ অ্যাপ ব্যবহার করে সেন্ড মানি করার নিয়ম

বিকাশ অ্যাপ ব্যবহার করে অধিক সহজ পদ্ধতিতে সেন্ড মানি করা যাবে। বিকাশ অ্যাপ ব্যবহার করে সেন্ড মানি করতেঃ

  • বিকাশ অ্যাপে বিকাশ পিন প্রদান করে প্রবেশ করুন
  • “Send Money / সেন্ড মানি” অপশনে ট্যাপ করুন
  • যে নাম্বারে সেন্ড মানি করবেন, সে নাম্বারটি সিলেক্ট বা টাইপ করুন
  • এরপর কত টাকা সেন্ড মানি করতে চান তার পরিমাণ লিখুন
  • এরপর Reference অপশনের নিচে কোনো নোট লিখতে চাইলে তা লিখুন
  • বিকাশ পিন নাম্বার প্রদান করে এগিয়ে যান
  • এরপর ট্যাপ করে রেখে সেন্ড মানি কনফার্ম করুন

নন-বিকাশ ইউজারকে সেন্ড মানি করার নিয়ম

বিকাশ ব্যবহার করে না, এমন ব্যাক্তিকেও বিকাশে সেন্ড মানি করা যাবে। নন-বিকাশ ইউজারকে সেন্ড মানি করতেঃ

  • বিকাশ অ্যাপে প্রবেশ করে Send Money সিলেক্ট করুন
  • যাকে টাকা পাঠাতে চান তার নাম্বার লিখুন বা সিলেক্ট করুন
  • কত টাকা পাঠাতে চান তার এমাউন্ট লিখুন
  • পিন প্রদান করে বিকাশ সেন্ড মানি নিশ্চিত করুন

এরপর উক্ত নন-বিকাশ ইউজার বিকাশ অ্যাপ ডাউনলোড লিংকসহ একটি এসএমএস পাবেন। এসএমএস এ থাকা লিংক ব্যবহার করে উক্ত ব্যক্তি বিকাশ একাউন্ট খুললে সেন্ড মানি করা টাকা ঐ ব্যক্তির বিকাশ ব্যালেন্সে জমা হয়ে যাবে।

👉 বিকাশ একাউন্ট খোলার নিয়ম (বোনাস সহ!)

এছাড়াও উক্ত ব্যক্তি বিকাশ একাউন্ট খোলার আগে সেন্ড মানি রিকুয়েস্ট কেন্সেল করার ও অপশন রয়েছে। বিকাশ সেন্ড মানি করার পর কেন্সেল করে দিলে সেন্ড মানি করা ব্যালেন্স আবার আপনার বিকাশ একাউন্টে জমা হয়ে যাবে।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *