অন্যের ফোন কল নিয়ে আসুন নিজের ফোনে কোন কোড ছাড়াই | Call Divert or Call Forward Settings

অন্যের ফোন কল নিয়ে আসুন নিজের ফোনে কোন কোড ছাড়াই | Call Divert or Call Forward Settings

অন্যের ফোন কল নিয়ে আসুন নিজের ফোনে কোন কোড ছাড়াই | Call Divert or Call Forward Settings

অন্যের ফোন কল নিজের ফোনে আনতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য। কারন এই পোস্টে আমি আলোচনা করেছি কিভাবে আপনি অন্যের মোবাইলের কল বা এসএমএস নিজের মোবাইলে নিয়ে আসবেন খুব সহজেই। কোন কোড ছাড়াই। 

আমরা প্রতিনিয়ত মোবাইল ব্যবহার করে থাকি বিশেষ করে কল করা অর্থাৎ কথা বলার জন্য। বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন কাজে অন্য একটি সিমের কল আরেক সিমে নিয়ে আসতে চাই। কিন্তু অনেকেই তা করতে পারর না। আপনি হয়তো কল ডাইভার্ট বা ফরওয়ার্ড (to divert calls) সম্পর্কে জানেন। তবুও বলছি এটা এমন একটি সেটিংস যার মাধ্যমে আপনি চাইলে খু্ব সহজেই কাজটি করতে পারবেন।


আপনি যদি মনে করেন আপনার পরিচিত কারো সিমের কল বা মোবাইলের এসএমএস আপনি নিজের ফোনে আনতে পারবেন। তা সহজেই করতে পারবেন। এই উপায়ে আপনি আরেকটি কাজ করতে পারবেন। তা হলো- ধরুন আপনার একটা সিম আছে যেটি আপনার খুব দরকার এবং বর্তমানে এটি বন্ধ আছে। আবার এটা ফোনে লাগানো সম্ভব না। কারন আপনার ফোনে যে সিমগুলো লাগানো আছে ওইগুলোও দরকারি। এখন আপনি চাইলে উক্ত কল সেটিংসটি (call settings bangla) অনুসরণ করে ওই বন্ধ সিমের কলগুলো আপনার সচল থাকা অর্থাৎ চালু থাকা সিমে নিয়ে আসতে পারবেন। কেউ যদি আপনাকে ওই সিমে কল করে আপনার সেই ইনকামিং কল আপনার চালু থাকা সিমে আসবে যদিও আপনার সিমটি বন্ধ থাকবে

আপনি এটি করতে পারবেন শুধুমাত্র কল ডাইভার্ট বা কল ফরওয়ার্ডিং (to forwarding calls settings) এর মাধ্যমে। এন্ড্রয়েড এবং বাটন মোবাইলে আপনি অন্যের ফোন কল নিজের মোবাইলে নিয়ে আসতে পারবেন। চলুন তাহলে জেনে নিই কিভাবে কি করতে হবে। প্রথমে আপনার ফোন থেকে কল সেটিংস অপশনটি বের করে নিন। আপনি যদি এন্ড্রয়েড ব্যবহারকারি হয়ে থাকেন তাহলে আপনার ডায়াল প্যাডটি ওপেন করে সেখানে নিচের তিনটি বিন্দুতে ক্লিক করে কল সেটিংস পেয়ে যাবেন। আবার যদি বাটন ফোন হয়ে থাকে তাহলে আপনি সেটিংস অপশনে গেলে কল সেটিংস পেয়ে যাবেন। একটা কথা বলে রাখি বিভিন্ন ফোন অনুযায়ী এই সেটিংসগুলো ভিন্ন হতে পারে।
কল সেটিংস(call settings) খুঁজে নেয়ার পর আপনি কোন সিমে অন্যের কল নিজের ফোনে আনতে চান ওই সিমটির সেটিংসে ঢুকুন। এখানে অনেক সেটিংস  পাবেন। এখান থেকে আপনি “কল ফরওয়ার্ডিং” বা “কল ডাইভার্ট” অপশনে যান। এবার এখানে আরো কিছু সেটিংস পাবেন। সেটিংস গুলে নিচে দেয়া হলো

Always Forward

এই অপশনটির মানে হলো আপনার ওই বন্ধ থাকা বা প্রিয় মানুষের সিমে যত কল আসবে সব আপনার সিমে অর্থাৎ আপনার মোবাইলে চলে আসবে। বন্ধ সিমে কোন কল আসবে না।

When Busy

এই অপশনটি চালু করলে ওই সিমটিতে ইনকামিং কল আসলে এবং কলটি কেটে দিলে তখন ওই কলটি আপনার মোবাইলে চলে আসবে।

When Unanswered

এই সেটিংসটির অর্থ হলো ওই সিমটিতে কল আসলে এবং যদি কলটি কেউ রিসিভ না করে তাহলে তা আপনার নাম্বারে চলে আসবে।

When Unreachable

এই সেটিংসটির কাজ হলো ওই সিমটিতে যদি কোন কারনে কল না আসে (যেমন- নেটওয়ার্ক সমস্যার কারনেও অনেক সময় মোবাইলে কল আসেনা) তখন কলটি আপনার মোবাইলে চলে আসবে।
এবার আপনি আপনার ইচ্ছানুযায়ী একটি কল সেটিংস (call settings) চালু করে নিন আর অন্যের কল নিজের মোবাইলে নিয়ে আসুন। আপনি যদি টিপসটি ভিডিওতে দেখতে চান তাহলে নিচের ভিডিওটি দেখে নিন। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনি অন্যের কল নিজের ফোনে আনবেন।
এই কল ডাইভার্ট (call divert) বা কল ফরওয়ার্ডিং (call forwarding) এর মাধ্যমে পারবেন আপনার প্রিয়জনের কল বা বন্ধ সিমের কল নিজের ফোনে নিয়ে আসতে। এই টিপসটি আপনার ভালো লাগলে এবং উপকারি বলে মনে হলে সবার সাথে শেয়ার করুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *