Facebook News: মেসেঞ্জার অ্যাপ না খুলেও দেয়া যাবে কল

Facebook News: মেসেঞ্জার অ্যাপ না খুলেও দেয়া যাবে কল

নতুন ফিচার নিয়ে প্রতিনিয়তই পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এবার মেসেঞ্জার না খুলেই ভয়েস ও ভিডিও কলের সুবিধা নিয়ে আসছে ফেসবুক। এটি এখন ট্রায়াল পর্যায়ে আছে। এ সুবিধা সবার জন্য কার্যকর করা হলে ফেসবুকের মূল অ্যাপ থেকেই কল করা যাবে। আলাদা করে মেসেঞ্জার খোলার প্রয়োজন হবে না। বহু আগেই ফেসবুকের মূল অ্যাপ থেকে মেসেঞ্জারকে আলাদা করে ফেলে ফেসবুক। এর ফলে ফেসবুক ব্যবহারকারীদের মেসেজ ও ভিডিও কল দেওয়ার জন্য আলাদা অ্যাপ ডাউনলোড করতে হতো।

ফেসবুক গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের সুবিধাগুলোর মধ্যে সমন্বয় করে। এতে গ্রাহকরা দুই অ্যাপ ডাউনলোড না করলেও মেসেজ, ভিডিও কল করার সুবিধা পান। ফেসবুকের এক মুখপাত্র সোমবার জানিয়েছেন, মূল অ্যাপে কলের সুবিধা নিয়ে আসলেও মেসেজিং, অডিও ও ভিডিও কলের সব সুবিধা পেতে মেসেঞ্জারেও থাকতে হবে ব্যবহারকারীদের।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *