cyclone asani andaman 2022 | ঘূর্ণিঝড় আন্দামান কবে আঘাত হানে

Cyclone Asani: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসানি’, দেখুন আন্দামানে কীভাবে সাধারণ মানুষকে সতর্ক করছে প্রশাসন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসানি’। সোমবার সন্ধ্যায় আন্দামান উপকুলে আছড়ে পড়তে চলেছে আসানি। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসানি’ (Cyclone Asani)। সোমবার সন্ধ্যায় আন্দামান উপকুলে আছড়ে পড়তে চলেছে আসানি। তার আগে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। মতসজীবীদের গভীর জলে না যাওয়ার কথা বলা হচ্ছে। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। সোমবার সকালের মধ্যে তা ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে আছড়ে পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।

এরপর উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে হয়ে মঙ্গলবারের মধ্যে তা উত্তর মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছবে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসন।

দেখুন কীভাবে সতর্ক করার কাজ চলছে

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *