Daraz affiliate marketing bd দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করবো

Daraz affiliate marketing bd দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করবো

অ্যাফিলিয়েট মার্কেটিং কি ?

সহজ কথায় বলতে গেলে, অ্যাফিলিয়েট মার্কেটিং (affiliate marketing) হল আপনার স্বয়ং ওয়েবসাইট, ফেবু পেজ, ফেবু প্রোফাইল, ইউটিউব চ্যানেল ইত্যাদির দ্বারা অন্য সংস্থার পণ্য মার্কেটিং করা এবং আপনার ওয়েবসাইটের দিয়ে বিক্রিত পণ্যটির কমিশন অর্জন। আপনি যদি দারাজের সহযোগী অংশীদার হন আপনার স্বীয় সাইটের মাধ্যমে যতগুলো পণ্য বিক্রি হবে তার একটি নির্দিষ্ট সংখ্যা ডিস্কাউন্ট পাবেন।

দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং কী?

দারাজ বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস। যেখানে বর্তমানে এক লাখ ৫০ হাজারেরও বেশি পণ্য রয়েছে। আপনি যদি আপনার বা আপনার ওয়েবসাইটের রেফারেন্স সহ দারাজের পণ্যগুলি বিক্রি করেন তবে আপনি কিছু কমিশন পাবেন। এটি দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং।

আপনি কতপরিমাণ ডিস্কাউন্ট পেতে পারেন?

সাধারণত দারাজ বাংলাদেশ আপনাকে পণ্যের বিভাগের ভিত্তিতে ১টি কমিশন দেবে, আপনি কোনও ফ্যাশন পণ্যের জন্য মেক্সিমাম ১০% ছাড় পেতে পারেন। আপনি যদি নিজের ওয়েবসাইটের মাধ্যমে দশ হাজার টাকার ফ্যাশন পণ্য বিক্রি করেন তবে আপনার কমিশনটি ১০০০০x৮% = ৮০০ টাকা হবে। ১৫ এর অনেক পণ্য বিক্রি করলে আরও ১% করে অতিমাত্রা কমিশন পাবেন। ফলে আপনার টোটাল কমিশন হবে ১০০০ টাকা ।

কীভাবে দারাজ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবেন?

১ম ধাপঃ প্রথমেই আপনাকে চলে যেতে হবে দারাজ বাংলাদেশ এর সাইট এ, ওই স্থান থেকে একদম তলে নেমে make money with us > become an affiliate partner এ ক্লিক করে “sign up for free now“ এ বাটন এ ক্লিক করতে হবে।

২য় ধাপঃ ফর্মটি স্নেহ সহকারে ফিল করুন, ফিরতি মেইল এর মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করুন।

৩য় তৃতীয় ধাপঃ আপনি কেমনে পেমেন্ট গ্রহন করবেন, তার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন যেমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার (iban), ব্যাংক এর bic* নাম্বার, ট্যাক্সের ইনফরমেশন ফিল করুন।

৪র্থ ধাপঃ লগইন করে, দারাজ ad media তে ক্লিক করে > ad media kit হতে আপনার লাইকের অফারের ব্যানার এবং লিঙ্ক আপনার সাইটে কানেক্ট করে মাসের শেষে সেলস এর উপর ইনকাম করুন কমিশন।

৫ম ধাপঃ আপনার ইমেইল পক্ষান্তরে ইনবক্সে আমাদের বিচিত্র সময়ের ক্যাম্পেইন ও প্রোডাক্টের অফারগুলো সম্পর্কে মেইল যাবে, সেখান থেকে ব্যানার এবং লিঙ্ক নির্ধারণ করে আপনার ওয়েবসাইট থেকে মার্কেটিং করা এবং কমিশন আয় করা।

আপনার কি থাকতে হবে?

১) আপনার ব্যক্তিগত ওয়েবসাইট / ফেবু পেজ / ইউটিউব চ্যানেল
২) ব্যাংক অ্যাকাউন্ট
৩) অ্যাফিলিয়েট বিকাশ সম্পর্কে কিছু সাধারণ ধারণা

দারাজ থেকে এফিলিয়েট প্রচার করে উপার্জন করার রাস্তা

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।
Posts created 2408

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top
(Official) Jhumka Jhule Kane Haay Song Lyrics ঝুমকা ঝুলে কানে হায় লিরিক্স shab e barat 2023 namaj koto rakat Xiaomi Bangladesh realme narzo 50i prime,Review,Processor,Picture,black,gsmarena,wallpaper,price in bangladesh World Refugee Day 2022: When did it begin? What is the theme of the year?