ছোট্ট একটি এপ্লিকেশনে করুন ২৩টিরও বেশি কাজ!

ছোট্ট একটি এপ্লিকেশনে করুন ২৩টিরও বেশি কাজ!

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
এই আর্টিকেলটিতে আমি কথা বলবো এমন একটি এপ্লিকেশনের কথা যার মাধ্যমে আপনারা একসাথে অনেক কাজ করতে পারবেন একটি 1 Mb এর এপ্লিকেশনের মাধ্যমে। বাড়তি কথা বলবো না। মূল টপিকে চলে যাই।
তার আগে নাম ও লিংক দিয়ে দিচ্ছি।

App Name : Android Assistant Pro

App Link : https://rexdl.com/android/assistant-pro-for-android-apk.html/

এবার আসি মূল টপিকে। আমি এই এপ্লিকেশন যেদিন থেকে এন্ড্রয়েড চালানো শুরু করেছি এবং যেদিন থেকে এ এপ্লিকেশনের কথা জেনেছি সেদিন থেকেই ব্যবহার করে আসছি। যেকোনো মোবাইল ফোনে প্রথম সেটআপ দিতে গেলে এই এপ্লিকেশনটি আমি ইন্সটল করে দিই। কারন এর ফিচার আর কার্যকারিতা দুটিই অসাধারন। এতে আছে ২৩টি Tools যা আপনার প্রতিদিনের কোনো না কোনো কাজে লাগবেই।

Tools গুলোর নাম ও কাজের একটি লিস্ট দিচ্ছি। দেখে নিন।

1) Bluetooth

এর মাধ্যমে আপনারা Bluetooth On/Off করতে পারবেন।

2) Wifi

এর মাধ্যমে আপনারা Wifi On/Off করতে পারবেন।

3) Mobile Networks

এর মাধ্যমে আপনারা Mobile Data On/Off করতে পারবেন।

4) Auto-sync

এর মাধ্যমে আপনারা Automatic synchronize করতে পারবেন।

5) GPS

এ নিয়ে বিস্তারিত বলা লাগবে না আশা করি।

6) Auto Rotate Screen

মোবাইলের স্ক্রিনের Auto Rotation on/off করতে পারবেন।

7) Vibration On Touch

এক ক্লিকে Vibration on/off করতে পারবেন।

8) Airplane Mode

এক ক্লিকে Airplane Mode on/off করতে পারবেন।

9) Brightness

Brightness বাড়াতে কমাতে পারবেন।

10) Sleep

আপনার স্ক্রিন কতক্ষন সময় পর অটোমেটক লক হয়ে যাবে সেটার কাজ এটি। তবে এর বিশেষত্ব হচ্ছে আপনার মোবাইলের Default Settings এ যদি এই Option খুব কম দেওয়া থাকে যেমন ১০ মিনিটের বেশি দেওয়া না থাকে তবে আপনি এই এপ্লিকেশনটির মাধ্যমে তা আধা ঘন্টা পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তার সাথে আপনি যদি Never Timeout করে দেন (যা অনেক মোবাইলে দেওয়া থাকে না Default ভাবে) তবে মোবাইল আপনি নিজে লক না করা পর্যন্ত অটোমেটিক লক হবে না। অনেকের পাওয়ার বাটন কাজ করে না। সে ক্ষেত্রে মোবাইল যখন অটোমেটিক লক হয়ে যায় তখন পাওয়ার বাটন চাপ দিয়ে অন করতে কষ্ট হয়। এই ছোট্ট এপটি রেখে দিতে পারেন। কোনো একদিন কাজে আসতে পারে।

11) Volume Settings

এখানে একসাথে Ringer Volume/Notification Volume/Media volume/Alarm Volume/Voice call volume/system volume সব পাল্টাতে পারবেন।

12) Phone Ringtone

মোবাইল সাইলেন্ট নাকি ভাইব্রেশন কোন মোডে রাখবেন সেটা সেট করতে পারবেন।

এতক্ষন যা বললাম সব Basics Feature যা এই এপ্লিকেশন দিয়ে কেউই ব্যবহার করবে না আমি জানি।
এখন যে ফিচারগুলোর কথা বলবো সেগুলোর জন্য আপনাকে কষ্ট করে আলাদা আলাদা এপ্লিকেশন ইন্সটল করতে হবে না। সব এই একটা দিয়েই করতে পারবেন।

13) Batch Install

আপনার Internal Storage বা Memory Card এ যতগুলো Application Save করা আছে সবগুলো একসাথে বা বেছে বেছে অনেকগুলো একসাথে ইন্সটল করতে পারবেন।

14) Batch Uninstall

আপনার ডিভাইসে থাকা যেসব এপ্লিকেশন আপনি একসাথে Uninstall করতে চান তা করতে পারবেন এই Tool এর মাধ্যমে।

15) Backup & Restore

এটা হচ্ছে অনেক কাজের একটি ফিচার। এর জন্যে অনেকে আলাদা এপ্লিকেশন ব্যবহার করে। কিন্তু এই কাজটি আপনি এই ১ এম্বির এপ্লিকেশন দিয়েই করতে পারবেন। যারা জানেন না তাদের বলছি আপনার মোবাইলে ইন্সটল করা এপ্লিকেশন গুলো একসাথে মেমোরি কার্ডে বেকাপ করে রেখে দিতে পারবেন।

16) App To SD

অনেক মোবাইলে সেটিংসে এই অপশনটা পাওয়া যায় না। এই এপ্লিকেশনটিতে আপনি এ কাজটি সহজেই কাজটি করতে পারবেন। আবারো যারা জানেন না তাদের জন্য বলছি এই অপশনের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের Internal Storage কে বাচাতে পারবেন। কিভাবে? এপ্লিকেশনগুলোকে মেমোরি কার্ডের মাধ্যমে ব্যবহার করে।

17) Startup Manager

এই অপশনটির কাজ হচ্ছে আপনি মোবাইল On করার সাথে সাথে বিভিন্ন Apps Background এ চলা শুরু করে দেয়। এই অপশনটির মাধ্যমে আপনারা সেই Background process যেন Startup করার সাথে সাথে না হয় মানে সে এপসগুলো যাতে সব একসাথে চলতে না পারে তাদের Kill করার জন্যে এই অপশনটি।

18) Battery Usage

কোন কোন এপ্লিকেশন কতটুকু ব্যাটারি ব্যবহার করছে সেটা দেখতে পারবেন। সাথে System এ থাকা যে এপগুলো Default Settings এ দেখায় না সেগুলোও দেখতে পারবেন।

19) File Manager

আলাদা File manager এর প্রয়োজন নেই। এই 1 Mb এর এপ্লিকেশন আপনার এ কাজটিও ভালোভাবে করে দিবে।

20) Cache Clear

মোবাইলে জমে থাকা Cache গুলো একসাথে সব Clear করে দিতে পারবেন।

21) System Clear

আপনার System এ থাকা সব Unused জায়গা খেয়ে রাখা উলটা পালটা ফাইলগুলো আলাদা আলাদা করে ক্যাটাগরি করে দেওয়া আছে। এগুলো সব একসাথে clear করতে পারবেন। চিন্তা করবেন না অটোমেটিক ক্লিয়ার হবে হবে না। আপনার পারমিশন ছাড়া এপ নিজে থেকে কিছুই করবে না।

22) System Info

অনেকে এই কাজের জন্যেও আলাদা এপ্লিকেশন ব্যবহার করে। এই কাজটিও আপনি মাত্র ১ এম্বির এই এপ্লিকেশনটির মাধ্যমে করতে পারবেন।

23) Permissions

আপনার মোবাইলে কোন কোন এপ্লিকেশন কি কি পারমিশন ব্যবহার করছে তা দেখতে পারবেন।

বুঝতেই পারছেন ছোট্ট একটি এপ্লিকেশনে অনেক কাজই আপনি একই সাথে করতে পারছেন। এটা নিয়ে Already পোস্ট করা থাকতে পারে। কারন অনেক দিন আগে এটা নিয়ে পোস্ট দেখেছিলাম। তবুও যারা জানে না তাদের জন্যে পোস্টটি লিখা।
আপনার যদি ভালো না লাগে তবে ইগনোর করবেন। বাকীটা আপনারা নিজেরাই ব্যবহার করে দেখেনিন কেমন।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *