চুরি হওয়া মোবাইল নিজেই জানাবে চোরের মোবাইল নাম্বার ও অবস্থান।

Find A Lost Phone Which Is Switched Off: স্মার্টফোন হারিয়ে ফেললেন নাকি চুরি হয়ে গেল? চিন্তার কোনও কারণ নেই!

তার পরে সেই ফোন যদি আবার সুইচড অফ থাকে, তাহলে তো আরওই চিন্তা করবেন না। কী ভাবে খুঁজবেন সেই ফোন, জেনে নিন।

স্মার্টফোন হারিয়ে গিয়েছে? নাকি চোরে নিয়ে পালাল? অযথা আতঙ্কিত হতে যাবেন না। খুব সহজেই তা খুঁজে পাওয়া সম্ভব। Android ও iPhone হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও, তা খুঁজে পাওয়ার একাধিক উপায় রয়েছে। যদিও, তার জন্য আপনার হারিয়ে যাওয়া ফোন অন থাকতে হবে।

তবে, হারিয়ে যাওয়া ফোন বন্ধ অর্থাৎ সুইচড অফ থাকলেও তা খুঁজে পাওয়া সম্ভব। যদিও সেই ফোন খোঁজার প্রক্রিয়া জটিল। কিন্তু, আপনি চাইলেই তা করতে পারেন। স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হওয়ার পরও যদি সুইচড অফ থাকে, তাহলে তা খুঁজে পাওয়ার পদ্ধতি জেনে নিন।

হারিয়ে যাওয়া iPhone খুঁজে পাবেন কী ভাবে?

হারিয়ে যাওয়া iPhone খুঁজে পাওয়ার জন্য সেরা টুল Find My iPhone। iCloud.com ওয়েবসাইট থেকে Find My iPhone টুল ব্যবহার করা যাবে। সেখানে নিজের Apple অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করে All Devices অপশনটি সিলেক্ট করুন। এবার নিজের হারিয়ে যাওয়া ফোন সিলেক্ট করুন। তার পরে একটি ম্যাপের উপরে আপনার হারিয়ে যাওয়া ফোন কোথায় রয়েছে, তা দেখিয়ে দেবে এই টুল। এইভাবে খুব সহজেই হারিয়ে যাওয়া iPhone খুঁজে পাওয়া যাবে।

হারিয়ে যাওয়া Android ফোন খুঁজে পাবেন কী ভাবে?

Android Device Manager ব্যবহার করে হারিয়ে যাওয়া Android ডিভাইস খুঁজে পাওয়া সম্ভব। যে কোনও স্মার্টফোন অথবা কম্পিউটারে ব্রাউজার ওপেন করে Find My Device ওয়েবসাইট খুলুন। তার পরে নিজের Google অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন। আপনার কাছে একাধিক Android ডিভাইস থাকলে, যে ডিভাইসটি হারিয়ে গিয়েছে, কেবল মাত্র সেটিই সিলেক্ট করুন। এবার একটি ম্যাপের উপরে নিজের ফোনের লোকেশন দেখতে পাবেন।

আপনার আশপাশে ফোনের লোকেশন দেখালেই, Play Sound অপশনটি সিলেক্ট করুন। এই অপশন সিলেক্ট করলে একটানা 5 মিনিট আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোন রিং হতে থাকবে। এমনকি, ফোন সিলেক্ট অথবা ডু নট ডিসটার্ব মোডে থাকলেও, এই অপশনে ফোন বাজতে থাকবে।

হারিয়ে যাওয়া iPhone লক করবেন কীভাবে?

* Find My iPhone ওয়েবসাইট ওপেন করুন।
* নিজের Apple অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন।
* এবার স্ক্রিনের উপরে ডিভাইস মেনুতে ক্লিক করুন।
* তার পরে হারিয়ে যাওয়া iPhone সিলেক্ট করুন।
* এবার Lost Mode সিলেক্ট করুন।
* এরপরে একটি কন্ট্যাক্ট নম্বর বেছে নিন।
* এবার Next অপশনে ক্লিক করুন।
* তার পরে কোনও মেসেজ পাঠাতে চাইলে, তা টাইপ করে সেন্ড করে দিন।
* সব শেষে Done অপশনে ক্লিক করুন।

এছাড়াও, Find My Device টুল ব্যবহার করে হারিয়ে যাওয়া Android ফোন লক করা সম্ভব। পাসওয়ার্ড অথবা পিনের মাধ্যমে হারিয়ে যাওয়া ফোনকে সুরক্ষিত রাখা যাবে। কী ভাবে, সেই উপায়ও জেনে নিন।

* Find My Device ওয়েবসাইট ওপেন করুন।

এবার হারিয়ে যাওয়া ফোনে যে Google অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করা সেই অ্যাকাউন্টে লগ ইন করুন।
* উপরে মেনু থেকে নিজের হারিয়ে যাওয়া ফোন সিলেক্ট করুন।
* এবার Secure Device অপশনে ক্লিক করুন।
* তার পরে ফোনে কোনও মেসেজ পাঠাতে চাইলে তা টাইপ করুন।
* সব শেষে Secure Device সিলেক্ট করুন।

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।
Posts created 2639

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top