হ্যাপি প্রপোজ ডে ২০২৪ এসএমএস, পিকচার, স্ট্যাটাস, কবিতা ও মেসেজ
মনের মানুষটিকে এই প্রপোজ ডে (Propose Day ২০২৪) তে প্রপোজ করতে চান, কিন্তু কিভাবে প্রপোজ করবেন তা বুঝতে পারছেন না? তাহলে আমি আপনাকে জানিয়েদি যে আপনি একদম সঠিক পোস্টটি খুলেছেন। কারণ আজকের এই পোস্টে আমরা ২০২৪ এর প্রপোজ ডের উপলক্ষে সেরা কিছু প্রপোজ ডে এসএমএস ও প্রপোজ ডে কবিতা ২০২৪ নিয়ে এসেছি। আপনি এই মেসেজ গুলোকে আপনার ক্রাশকে পাঠিয়ে আপনার মনের কথা গুলোকে তার কাছে খুব সহজেই প্রকাশ করতে পারবেন।
ভালোবাসার মানুষটিকে প্রেমের প্রস্তাব তো আপনি যেকোনো দিনিই দিতে পারেন, তবে প্রেমের প্রস্তাব দেওয়ার সবথেকে পারফেক্ট ও সঠিক দিন হলো প্রপোজ ডে। Valentine’s Week এর এই দ্বিতীয় দিনটি প্রতি বছরই ফেব্রুয়ারী মাসের ৮ তারিখে সারা বিশ্ব জুড়ে পালন করা হয়। প্রপোজ ডের দিনে সারা বিশ্বের প্রেমীরা তাদের ভালোবাসার মানুষটিকে মনের কথা জানিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে থাকে। তাই আপনিও আর বেশি দেরি না করে এই প্রপোজ ডে আপনার ভালোবাসার মানুষটিকে নিচে দেওয়া প্রপোজ ডের কবিতা গুলি থেকে একটি কবিতা বেছে নিয়ে আপনার মনের কথা জানিয়ে দিন।
২০২৪এর সেরা প্রপোজ ডে এসএমএস
🌷💘হ্যাপি প্রপােজ ডে💘🌷
আমি আমার জীবনের
থেকেও তােমাকে বেশি
ভালােবাসতে চাই,
তুমি কি সেই অধিকার
আমাকে দিবে?
তুমি আমার শুরু
তুমি আমার শেষ
তুমি আমার ভালোবাসার
সুখের যত রেশ।
🌷💘হ্যাপি প্রপােজ ডে💘🌷
হ্যাপি প্রপােজ ডে সােনা।
আমি তােমাকে খুব ভালােবাসি।
🌷💘হ্যাপি প্রপােজ ডে💘🌷
জানিনা কেমন আছাে?
জানিনা তােমার মন কি বলছে?
আমিতাে সিদ্ধান্ত নিয়েছি
আজ আমি তােমাকে
বলবােই আমি তােমাকে
💗ভালােবাসি💗
I Love You Sona
আমি তোমার সাথে
এইভাবে সারা জীবন
থাকতে চাই সােন
আমি খুব ভালোবাসি তোমাকে।
🌷💘হ্যাপি প্রপােজ ডে💘🌷
হ্যাপি প্রপোজ ডে ছবি ও পিকচার
🌷💘হ্যাপি প্রপােজ ডে💘🌷
নতুন কিছু চাইনা তোর কাছে,
শুধু চাই তােকে সারাজীবন
পাশে রাখতে।
প্রপােজ ডে হলাে আরাে
একটি অজুহাত
তােমাকে প্রপােজ করার জন্য।
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব।
🌷💘হ্যাপি প্রপােজ ডে💘🌷
🌷💘হ্যাপি প্রপােজ ডে💘🌷
তোমার সাথে কাটানাে
প্রতিটি মুহূর্ত
আমাকে আরো তোমার
কাছে নিয়ে যায়।
🌷💘হ্যাপি প্রপােজ ডে💘🌷
তুমি কি আমার হবে?
প্রপোজ ডে ২০২৪ কবিতা ও ছন্দ
🌷💘হ্যাপি প্রপােজ ডে💘🌷
আজকেই সুযোগ
যার যাকে পছন্দ
তাকে প্রপােস করে দাও
কিছু বললে বলবে
আজ প্রপােজ ডে
🌷💘হ্যাপি প্রপােজ ডে💘🌷
আমি হয়তাে তােমার
প্ৰথম প্রেম, প্রথম চুমু বা
প্রথম আলিঙ্গন নয়।
কিন্তু আমি তােমার শেষ
ভালোবাসা হতে চাই।
আজ প্রপােজ ডে,
আজ আর নতুন করে
তােমায় প্রপােজ করবাে না।
শুধু বলবাে জীবনের প্রত্যেকটি
প্রপােজ ডে তে আমি
শুধু তােমাকেই পাশে চাই।
🌷💘হ্যাপি প্রপােজ ডে💘🌷
আজকের প্রথম I Love You
তাকেই বলো
যে তােমাকে জন্মদিয়েছে।
🌷💘হ্যাপি প্রপােজ ডে💘🌷
🌷💘হ্যাপি প্রপােজ ডে💘🌷
ভালােবাসি তােমায়,
আমি বুঝবাে কি করে।
শুধু জানি তােমায় ছাড়া
যাবাে আমি মরে,
গাছের পরান মাটি,
আর তামার পরান তুমি,
তােমার জন্য পৃথিবীতে
জন্ম নিলাম আমি।
তুমি আমার কাছে ওষুধের মতাে,
যখন আমি তােমাকে হাসতে দেখি,
তখন আমার ব্যাথারা আরাম পায়…
যখন তুমি আমার সাথে থাকো,
সব কিছু সুন্দর দেখায়
এবং আমি আনন্দে থাকি
তুমি কি সারাজীবনের
জন্য আমার হবে?
🌷💘হ্যাপি প্রপােজ ডে💘🌷
আমি আমার জীবনকে ভালবাসি
কারণ এটি তোমাকে দিয়েছি !!
আমি তোমাকে ভালোবাসি
কারণ তুমিই আমার জীবন !!!
তোমাকে দেখার পরে যে ভালোবাসা শুরু হয়েছে,
মনের ভিতর তার শেষ বলে কিছু নেই।
তুমি জানতে চাও আমার ভালোবাসার মানুষটি কে?
তাহলে প্রথম শব্দটি আবার পড়ো।
তোমার ওই মায়াবী
মুখের হাসি আর,
ওই কাজল দেওয়া দুটি
চোখের দিকে তাকালে।
আমি নিজেকে হারিয়ে
ফেলি নিজের অজান্তে।
জানিনা তোমাকে কতটুকু ভালোবাসি,
তবে তোমাকে ভুলতে পারবো না এইটা
আমি ভালো করেই জানি প্রিয়।
চলো, আমরা জীবনের পথটা একসাথে হেঁটে পার করি।
চলার পথে যা যা বাধা আসবে তা আমরা ভাগাভাগি করে নেব।
সারা শহর খুঁজে বেড়াই,
তোমার যদি দেখা পাই,
চোখ বুজলেই তোমায় দেখি,
খুললে দেখি তুমি নাই।
শত জন চাই না,
তুমি শুধু আমার হও,
দেখিয়ে দেবো, শতরকম ভাবে
একজন কে ভালোবাসা যায়।
ফুলের প্রয়োজন সূর্যের আলো, ভোরের প্রয়োজন শিশির, আর আমার প্রয়োজন তুমি, আমি তোমাকে ভালবাসি।