টঙ্গী সরকারি কলেজে অনার্স ভর্তি 2022 টঙ্গী সরকারি কলেজ নোটিশ বোর্ড

টঙ্গী সরকারি কলেজে অনার্স ভর্তি 2022 টঙ্গী সরকারি কলেজ নোটিশ বোর্ড.টঙ্গী সরকারি কলেজ অনার্স ভর্তির বিজ্ঞপ্তি ২০২১-২০২২ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। টঙ্গী সরকারি কলেজ (Tongi Govt. College) যেভাবে ভর্তি করা হবে। টঙ্গী সরকারি কলেজে অনার্স ভর্তি হওয়ার নিয়ম। টঙ্গী সরকারি কলেজ ওয়েবসাইট CLICK NOW

২২ মে হতে ০৯ জুন ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স কোর্সে ‘বাংলা, ইংরেজি, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও উদ্ভিদবিদ্যা বিষয়সমূহে নির্ধারিত আসনে ভর্তির প্রাথমিক আবেদন চলছে।

ভর্তিচ্ছু যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের ২২ মে হতে ০৯ জুন ২০২২ তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট APPLY NOW হতে প্রাথমিক আবেদন ফরম সংগ্রহ করে নিজ হেফাজতে সংরক্ষণ করবেন।

টঙ্গী সরকারি কলেজ কোর্স সমূহ

বাংলা, ইংরেজি, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও উদ্ভিদবিদ্যা। টঙ্গী সরকারি কলেজে অনার্স ভর্তি হওয়ার নিয়ম

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা

জিপিএ বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা = ৩.৫০

জিপিএ বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা = ৩.৫০

ভর্তি ইচ্ছুক বিষয়ে (২০০ নম্বর) অথবা অনুমোদিত সমগোত্রীয় বিষয়ে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৩.০০ পয়েন্ট অথবা ‘বি’ গ্রেড পেতে হবে।

অনলাইনে ফি জমাদানের পদ্বতি

আবেদনকারীকে মোবাইল ব্যাংকিং ‘নগদ’ অথবা ‘বিকাশ’-এর নিম্নবর্ণিত একাউন্ট নম্বরে ফরম ফি বাবদ (২৫০.০০ + ৪.০০ (চার্জ)) ২৫৪.০০ টাকা পরিশোধ করতে হবে। Tongi Govt. college Admission Information

নগদ মার্চেন্ট একাউন্ট নম্বর: 01706415343

বিকাশ মার্চেন্ট একাউন্ট নম্বর: 01755214351

ফি পরিশোধের সময় শিক্ষার্থীকে অবশ্যই রেফারেন্স-এর ঘরে প্রাথমিক আবেদনের রোল নম্বর সঠিকভাবে লিখতে হবে। ফি’র পরিমাণ কম হলে কিংবা রেফান্সের-এর ঘরে প্রাথমিক আবেদনের রোল নম্বর (৭ ডিজিট) ছাড়া অন্য কোন সংখ্যা বসালে ভর্তি অনুমতি ‘নিশ্চয়ন’ করা যাবে না। এ সংক্রান্ত ত্রুটির জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নগদ Apps-এ পেমেন্ট পদ্ধতি

নগদ Apps-এ প্রবেশ করে পেমেন্ট অপশনে যেতে হবে এবং কলেজ প্রদত্ত Merchant Payment একাউন্ট নম্বর ০১৭০৬৪১৫৩৪৩ টাইপ করতে হবে। পরবর্তী ধাপে Payment বক্সে ২৫৪.০০ টাকা ফি লিখতে হবে। ফি-এর পরিমাণ কম হলে ভর্তি নিশ্চয়ন (Confirm) করা হবে না।

পরবর্তী ধাপের প্রথমে রেফারেন্স বক্সে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রদত্ত অনার্স কোর্সের ৭ ডিজিটের রোল ও শিক্ষার্থীর মোবাইল নম্বর সঠিকভাবে লিখতে হবে। পরবর্তী ধাপে নগদ ব্যবহারকারী পিন নম্বর লিখে Tape করে ধরে রাখতে হবে। Payment সম্পন্ন হলে ফিরতি মেসেজ আসবে। শিক্ষার্থীকে প্রমাণক হিসেবে মেসেজটি সংরক্ষণ করতে হবে।

বিকাশ Apps-এ পেমেন্ট পদ্ধতি

বিকাশ Apps-এ প্রবেশ করে পেমেন্ট অপশনে যেতে হবে এবং কলেজ প্রদত্ত Merchant Payment একাউন্ট নম্বর ০১৭৫৫২১৪৩৫১ টাইপ করতে হবে। পরবর্তী ধাপে Payment বক্সে ২৫৪.০০ টাকা ফি লিখতে হবে। ফি-এর পরিমাণ কম হলে ভর্তি নিশ্চয়ন (Confirm) করা হবে না।

পরবর্তী ধাপের প্রথমে রেফারেন্স বক্সে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রদত্ত অনার্স কোর্সের ৭ ডিজিটের রোল ও শিক্ষার্থীর মোবাইল নম্বর সঠিকভাবে লিখতে হবে। পরবর্তী ধাপে নগদ ব্যবহারকারী পিন নম্বর লিখে Tape করে ধরে রাখতে হবে। Payment সম্পন্ন হলে ফিরতি মেসেজ আসবে। শিক্ষার্থীকে প্রমাণক হিসেবে মেসেজটি সংরক্ষণ করতে হবে।

আবেদন ফরম পূরণের সময় নিম্নবর্ণিত শর্তসমূহ অবশ্যই পালন করতে হবে

(ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল, শিক্ষাবোর্ড, পাশের সন ও নিজস্ব মোবাইল নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।

বিষয় নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, প্রয়োজনে অভিভাবকের পরামর্শ নিতে হবে। পছন্দের বিষয়টি প্রথমে এবং তারপর পছন্দের ধারাবাহিকতায় বিষয়গুলো নির্বাচন করতে হবে।

(খ) আবেদন ফরমপূরণের সময় প্রার্থীর সম্প্রতি তোলা রঙ্গিন ছবি (120×150 Pixcls, JEPG, 50kb) আপলোড করতে হবে।

(গ) ফি প্রদানের ৭২ ঘন্টার মধ্যে কলেজ কর্তৃক নিশ্চয়নপূর্বক SMS-এর মাধ্যমে জানানো হবে। আবেদন নিশ্চয়ন না হলে অথবা SMS না পেলে অবশ্যই ৭২ ঘণ্টা পর অথবা ৯ই জুন, ২০২২ তারিখের মধ্যে ই-মেইলে (tgcadmission5511@gmail.com) নাম, আবেদন ফরমের রোল, ট্র্যানজেকশন আইডি, মোবাইল নম্বর ও শাখা উল্লেখ করে মেইল করতে হবে।

(ঘ) যোগাযোগের প্রয়োজনে ডাউনলোডকৃত আবেদনে শিক্ষার্থীকে নিজ মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

টঙ্গী সরকারি কলেজ এর বিস্তারিত তথ্য জানতে আমাদের Studybd সাইটটি ভিজিট করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

4 Comments

  1. বিঃদ্রঃ আমার আপন ছোট ভাই এর এডমিশন সংক্রান্ত ব্যাপার এ নিম্নলিখিত এক প্রশ্ন….
    সরাসরি কলেজ এ গিয়ে কি আবেদন এর সব নিয়ম কানুন, মানে আবেদন এর সকল ধাপ কম্পলিট করা কি সম্ভব?
    আর তা হলে কি অই উল্লেখিত নিয়ম ই কি অনুসরণ করতে হবে?

    1. আমার একটা প্রশ্ন ;আবেদন করার পর,,আবেদন কপি টা কি, আমার কাছে অনলাইন থেকে সংগ্রহ করে রাখব নাকি কলেজে দিব?????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *