ফেসবুক গ্রুপে চালু করবেন নতুন কাস্টমস রিয়েক্ট । How to add custom reactions emojis to Facebook

ফেসবুক গ্রুপে চালু করবেন নতুন কাস্টমস রিয়েক্ট । How to add custom reactions emojis to Facebook

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আশাকরি সবাই ভালো আছেন আজকে দেখাবো কিভাবে ফেসবুক গ্রুপে কাস্টমস রিয়েক্ট এড করবেন। চলুন শুরু করা যাক➡️
প্রথমেই আপনার ফেইসবুক গ্রুপে চলে যান যেখানে আপনি এডমিন আছেন। তারপরে স্ক্রিনশট অনুযায়ী ফলো করুন।

গ্রুপে গিয়ে ডান সাইডে উপরের কোনার এডমিন পেনেলে যান পরে

এখানে এসে সেটিংস অপশনে ক্লিক করুন।

সেটিংস থেকে বিতরে গিয়ে একটু নিচে আসলেই Manage discussion এর নিচেই Reaction নামে অপশনে ক্লিক করুন।

রিয়াকশনে এসে আপনার ইচ্ছে মতো রিয়েক্ট এড করে নিতে পারেন আপনার ফেসবুক গ্রুপে

🥰

 যেটা এড করতে চান তার উপর ক্লিক করে Save বাটনে ক্লিক করুন। পরে উপরের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন। তারপর থেকে আপনার ফেসবুক গ্রুপে এড হয়ে যাবে আপনার পছন্দের রিয়েক্ট টি। আপনার গ্রুপের মেম্বাররা এই রিয়েক্ট করতে পারবেন। আমাদের গ্রুপে এড হতে পারেন ভালো লাগলে।

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।
Posts created 2619

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top