স্মার্টফোনে এডাল্ট কনটেন্ট পর্নো সাইট কীভাবে বন্ধ করবো?

আজকে আপনাদেরকে দেখাবো এডাল্ট কনটেন্ট কিভাবে আপনার মোবাইল থেকে বন্ধ করবেন তা এডাল্ট কনটেন্ট আমরা অনেকেই ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে আপনাদের সামনে চলে আসে যা আমরা অনেকেই ইচ্ছাকৃত ভাবে দেখতে চায় না তারপরও চলে আসে এটা কিভাবে বন্ধ করবেন অনেক সময় বন্ধু-বান্ধবদের সঙ্গে মোবাইল করলেন হঠাৎ করে কোন কিছু গেলেন ঠাস করে আপনাকে টেনে নিয়ে গেল এডাল্ট কনটেন্ট এটাও কিভাবে বন্ধ করবেন সেটাও দেখা আবার সবচেয়ে বড় বিষয় হলো নিজের ইচ্ছা থাকলে সব কিছু বন্ধ করে যেত আমি আজকে আপনাদেরকে একটি সেটিং দেখাবো সেটিং এর মধ্যে আপনি এডাল্ট কনটেন্ট কিভাবে বন্ধ করবেন সব দেওয়া আছে আপনি ভাল করে দেখে বুঝতে পারবেন।

তো প্রথমেই চলে যান আপনার ফোন এর Connections & Sharing এ…

তারপর সেখান থেকে যেতে হবে private DNS option এপর্ণসাইট বন্ধ করার জন্য এই অপশনটি খুঁজে পাওয়া জরুরি তাই এটি আপনার ফোন e খুঁজে বের করুন।

এরপর, Private DNS অপশনটিতে ক্লিক করার পর তিনটি অপশন পাবেন। এর মধ্যে এটি অপশনে ক্লিক করলে এডিট করা যায়। যেটিতে এডিট করা যায়, সেটিতে adult-filter-dns.cleanbrowsing.org লিখে সেভ করে দিন।

ব্যস আপনার কাজ শেষ এখন বাকি কাজ private DNS option টি করে দিবে।এখন আর হাজার চেষ্টা করলেও কেউ অ্যাডাল্ট সাইট গুলোতে দুক্তে পারবে না।এরপর যদি আপনাদের বুঝতে কুনো সমস্যা হয় তাহলে নিচে দেয়া ভিডিও ফলো করুন

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *