মোবাইল app দিয়ে Tiktok বা ভিডিও কিভাবে Slow Motion ভিডিও তৈরি করবেন
সিনেমা বা খেলায় আমরা প্রায় ই দেখে থাকি স্লো-মোশন সিস্টেম। যা দেখতে অনেক সুন্দর আর Video গুলো দেখতে অনেক মজা আর উপভোগ করার মতো হয়। কিন্তু আমরা আমাদের মোবাইলে ক্যামেরা বা Video option এ স্লো-মোশন ক্যাপচার অপশন নাই।
আজকে আমি আপনাদের সাথে মজার একটি apps শেয়ার করবো যা দ্বারা আপনারা যে কোন গান, Video কে স্লো -মোশন করতে পারবেন আর উপভোগ করতে পারবেন বন্ধুদের সাথে। Apps টির নাম হলো Slow Motion Pro Play store থেকে আপনারা apps টি ফ্রি নামাতে পারবেন না।
কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে নামানোর ব্যবস্থা করে দেব শুধু মাত্র আমাদের সম্মানিত সদস্যদের জন্য। চলুন দেখে নেই কি কি ফিচার আছে এই apps এ
১. যে কোন নাচের মুদ্রা বা ষ্টেপ স্লো করে দেখার সুবিধা।
২. যে কোন খেলার VIDEO ফুটেজ analyzing ৩. মনে করুন কেউ তার বন্ধুকে দুষ্টুমি করে চড় মারলো, এটাও স্লো-মোশন করে দেখার মজা নিতে পারেন।
৪. প্রাকৃতিক যে কোন দৃশ্য স্লো করে দেখতে পারবেন।
৫. পানির ঢেউ। এ ছারাও আরো অনেক কিছু করতে পারবেন এই প্রো ভার্সন এর মাধ্যমে। আজকে আমি আমার রুমের ফ্যান স্লো করে দেখেছি। অসাধারণ লেগেছ। Screen দিলাম নিচে: ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করুন। আমাদের সাথেই থাকুন। আমরা প্রতি নিয়ত আপনাদের এন্ড্রয়েড সেবায় নিয়োজিত আছি।