Infinix Hot 11 2022 মাত্র ৯ হাজার টাকায় কবে থেকে কিনতে পারবেন জেনে নিন

Infinix Hot 11 2022 মাত্র ৯ হাজার টাকায় কবে থেকে কিনতে পারবেন জেনে নিন

Infinix hot 11 2022 প্রত্যাশামতো আজ বাংলাদেশে লঞ্চ হল। এদেশে ফোনটির দাম রাখা হয়েছে ১০,০০০ টাকার কম। নব এ ফোনে পাওয়া যাবে ৪ জিবি র‌্যাম ও unisoc t610 প্রসেসর। আবার infinix hot 11 2022 আগত ৬.৭ ইঞ্চি ডিসপ্লে ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া এ ফোনে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আসুন infinix hot 11 2022 এর দর ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ইনফিনিক্স হট ১১ ২০২২ দাম ও সেলের তারিখ (Infinix Hot 11 2022 Price in bangladesh, Sale Date)

ভারতে ইনফিনিক্স হট ১১ ২০২২ ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। তবে এটি অফার প্রাইস, অর্থাৎ পরে ফোনটির দাম বাড়তে পারে। ফোনটি আগামী ২১ এপ্রিল অরোরা গ্রীন ও পোলার ব্ল্যাক কালারে Flipkart থেকে কেনা যাবে।

ইনফিনিক্স হট ১১ ২০২২ স্পেসিফিকেশন, ফিচার (Infinix Hot 11 2022 Specifications, Features)

ইনফিনিক্স হট ১১ ২০২২ ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) ডিসপ্লে, যা ২০:৫ অ্যাসপেক্ট রেশিও, ৫৫০ নিটস ব্রাইটনেস, ৮৯.৫ ইঞ্চি স্ক্রিন টু বডি রেশিও অফার করবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আবার ইনফিনিক্স হট ১১ ২০২২ ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/২.০ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর।

পারফরম্যান্সের জন্য Infinix Hot 11 2022 ফোনে ব্যবহার করা হয়েছে Unisoc T700 প্রসেসর। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ডুয়েল সিমের এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এক্সওএস ৭.৬ কাস্টম স্কিনে রান করবে। পাওয়ার ব্যাকআপের Infinix Hot 11 2022 ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

সিকিউরিটির জন্য এই ফোনে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটির ওজন ১৯৯.৬ গ্রাম।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *