ইনিফিনিক্স-এর প্রথম ফাইভ-জি ফোনের ছবি ফাঁস হল, কী কী ফিচার থাকবে জানুন

Infinix Zero 5G:ইনিফিনিক্স-এর প্রথম ফাইভ-জি ফোনের ছবি ফাঁস হল, কী কী ফিচার থাকবে জানুন.Infinix Zero 5G Price in bangladesh

সস্তার মধ্যে ভাল ফিচারের স্মার্টফোন বাজারে আনার জন্য পরিচিত ইনফিনিক্স (Infinix)। সংস্থাটি ইতিমধ্যেই একটি নতুন স্মার্টফোনের উপরে কাজ শুরু করেছে, যা পঞ্চম প্রজন্মের মোবাইল যোগাযোগ ব্যবস্থা বা 5G সাপোর্ট করবে। বস্তুত সেটাই হবে সংস্থার প্রথম ফাইভ-জি হ্যান্ডসেট। আবার জল্পনা শোনা যাচ্ছে যে, এটি Infinix Zero সিরিজের অধীনে লঞ্চ হবে। নাম হবে Infinix Zero 5G।

এক্সডিএডেভেলপার্স-এর একটি রিপোর্ট থেকে এবার Infinix Zero 5G-এর ছবি ও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ফাঁস হওয়া লাইভ ছবি অনুযায়ী, এতে একটি পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। রিয়ার প্যানেলে গ্লোসি লুক ও ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।

পাবলিকেশনটির দাবি, Infinix-এর আপকামিং 5G ফোনে একটি এলসিডি ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লে ফ্ল্যাট হলেও এজেস কার্ভড হবে। Infinix Zero 5G-এ Dimensity 900 প্রসেসর ব্যবহার হতে পারে।

এছাড়া, ৩০x জুম-সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, এবং অ্যান্ড্রয়েড ১১-এর সঙ্গে আসতে পারে Infinix Zero 5G। ডিভাইসটি ভারত-সহ বিভিন্ন দেশে শীঘ্রই লঞ্চ হতে পারে।

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।
Posts created 2619

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top