Jodi Abar Lyrics (যদি আবার) Angel Noor Bengali Emotional Song
জোডি আবর লিরিক্স বাংলা ইমোশনাল গান গেয়েছেন অ্যাঞ্জেল নূর। সংগীতায়োজন করেছেন আসিফ আহমেদ। মিক্সিং এবং মাস্টারিং সাহরিন শাহরিয়ার। জুড়ি আবর গানের কথা লিখেছেন অ্যাঞ্জেল নূর।
গানের নাম: জোড়ি আবর
গায়িকাঃ এঞ্জেল নূর
সঙ্গীত আয়োজনঃ আসিফ আহমেদ
গিটারিস্ট: আদিব হাসান ও সাদমান সাকিব অয়ন
মিক্স অ্যান্ড মাস্টার: সাহরিন শাহরিয়ার
কথা ও সুরঃ এঞ্জেল নূর
Jodi Abar Song Video :
Jodi Abar Song Lyrics In Bengali :
মেঘলা দিন,
তোমাকে ভেবে কেটে যায় রঙিন,
ফেলে আসা ভালোবাসা মলিন
তবুও মনে পড়ে যায় ..
চায়ের কাপ,
তোর আমার যতো স্মৃতির চাপ,
হিসেব মেলানো কঠিন ..
যদি আবার, দেখা হয় তোমার আমার
ভুলে যেও সব অভিমান,
ছিলো যতো ঋণ।
আছি আজো, আমি শুধুই তোমার
জানি তুমি অন্য কারো,
আমি দিশাহীন।।
আমার মন খারাপের সুর
মিশে গেছে যতদূর,
তুমি শুনতে কি পাও, এই গান।
যাক না দিন এমন
তোমাকে ভেবে ভেবে,
হয়ে যাক আজই প্রতিক্ষার অবসান।
লুকিয়ে থাক
শীতের কুয়াশায় ভেজা দুচোখ,
মুছে যাওয়া যতো গল্প আজ
প্রেম হয়ে ফিরে যায়।
আড়াল হোক,
জমিয়ে রাখা যতো কষ্ট সব,
শিশির হয়ে ঝরে যাক।
যদি আবার দেখা হয় তোমার আমার
মনে করো সেই মন ভাঙা গল্প-গান।
আছি আজো, আমি শুধুই তোমার
জানি তুমি অন্য কারো,
আমি দিশাহীন।।
যদি আবার লিরিক্স – এঞ্জেল নূর :
Meghla din
Tomake bhebe kete jaay rangeen
Fele asha bhalobasha molin
Tobuo mone pore jaay
Chaa er cup
Tor amar joto smritir chaap
Hiseb melano kothin
Jodi abar dekha hoy tor amar
Bhule jeo sob obhiman
Chilo joto reen
Achi aajo ami shudhui tomar
Jani tumi onno karo
Ami dishaheen
Amar mon kharaper sur
Mishe geche jotodur
Tumi shunte ki pao ei gaan
Jaak na din emon
Tomake bhebe bhebe
Hoye jaak aaji protikhar obosan
Lukiye thak
Sheet er kuashay bheja duchokh
Muche jaowa joto golpo aaj
Prem hoye phire jaay
Aaral hok jomiye rakha joto kosto sob
Shishir hoye jhore jaak
Jodi abar dekha hoy tomar amar
Mone koro sei mon vanga golpo gaan