যদি বারে বারে একটি সুরে মন তোমায় কাদায় Lyrical mp3 song.Jodi Bare Bare Eki Sure Prem Tomay Kadai Lyrics | যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় লিরিক্স | Hasan Joy
যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় লিরিক্স | Jodi Bare Bare Eki Sure Prem Tomay Kadai | Hasan Joy Lyrical Song
Song: Jodi Bare Bare
Singer: Hasan Joy
Lyrics: Hasan Joy
Tune: Hasan Joy
Production: Zhir Zhir
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালা
যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়
তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়
তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?
যদি মিথ্যে মনে হয়
সব পুরানো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা
তবে, বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালা
যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়
যদি সত্যিগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়
যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়
যদি সত্যিগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়
তবে শুনে দেখ প্রেমিকের গানও অসহায়
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালা
যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার
তবে অভিনয় হয় সবগুলো অভিসার
যদি ঝিলমিল নীল আলোতে ঢেকে দেয় আঁধার
তবে কি থাকে তোমার? বলো কি থাকে আমার?
যদি ভালবাসা সরে গেলে মরে যেতে হয়
কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়
যদি ভালবাসা সরে গেলে মরে যেতে হয়
কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়
শেষে কবিতারা দায়সারা গান হয়ে যায়!
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালা
যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়
তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়
তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?
যদি মিথ্যে মনে হয়
সব পুরানো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা
তবে, বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালা