Jomunar kule Kule lyrics (নির্জন যমুনার কূলে)

Jomunar kule Kule lyrics (নির্জন যমুনার কূলে).

Nirjono Jamunar Kule Song Is Sung by Sampa Biswas. Mixing and Mastering by Soumendu das. Same Song Is Sung by Dilruba Khan, Arpita Dey, Salma, Sumi Mirza And Many Various Artists In Their Own Way. Nirjono Jamunar Kule Lyrics In Bengali Written by Durbin Shah.

Nirjono Jamunar Kule” is a popular Bengali song that has been sung by several artists. The lyrics of the song were written by Rabindranath Tagore, a celebrated poet, and composer in Bengali literature. The song is often referred to as “Bhenge Mor Ghorer Chabi” or “The broken image of my home”. Here are the lyrics of the song in Bengali and their

Song Name : Nirjono Jamunar Kule

Lyric And Tune : Durbin Shah

Singer : Sampa Biswas

Track produced by : Sainik Dey And Amit Sur

Mix and Master : Soumendu das

Label : SVF Devotional

Nirjono Jamunar Kule Song Video :

 Jomunar kule Kule lyrics (নির্জন যমুনার কূলে) :

নির্জন যমুনার কূলে

বসিয়া কদম্ব তলে,

বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই

হায়.. বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই। 

বাঁশীতে কি মধু ভরা 

আমারে করিল সারা,

আমি নারী ঘরে থাকা দায়। 

কালার বাঁশী হলো বাম 

বলে শুধু রাধা নাম,

কালার বাঁশী হলো বাম 

বলে শুধু রাধা নাম,

কুলবধুর কুলমান মজায়। 

বাঁশীর সুরে অঙ্গ জ্বলে 

ঘরের জল বাহিরে ফেলে,

পুনঃ রাধা যায় রে যমুনায়,

হায়.. বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই।  

নির্জন যমুনার কূলে

বসিয়া কদম্ব তলে,

বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই

হায়.. বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই। 

শোন গো ললিতে সখী 

বন্ধু ছাড়া কেমনে থাকি,

প্রাণপাখী উড়ে যেতে চায়।

আমি নারী কুলবালা 

কালার বাঁশী দিল জ্বালা,

আমি নারী কুলবালা 

কালার বাঁশী দিল জ্বালা,

অঙ্গ কালা বন্ধুর চিন্তায়। 

যদি আমার কেউ থাকো 

বন্ধু এনে প্রাণটি রাখো,

নইলে প্রাণ সঁপিব তার পায়ে,

হায়.. বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই। 

নির্জন যমুনার কূলে

বসিয়া কদম্ব তলে,

বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই

হায়.. বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই। 

ভুবনমোহন সুরে 

ভাইটাল নদী উজান ধরে

জ্বলে আগুন আমার অন্তরায়। 

মনের লয় সন্ন্যাসী হইয়া 

দেখবো তারে তল্লাশিয়া,

মনের লয় সন্ন্যাসী হইয়া 

দেখবো তারে তল্লাশিয়া,

কোন বনে সে বাঁশরী বাজায়। 

নইলে কলসী বেন্ধে গলে 

ঝাঁপ দেবো যমুনায় জলে,

প্রাণ ত্যাজিব বলে দূরবীন শায়,

হায়.. বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই। 

নির্জন যমুনার কূলে

বসিয়া কদম্ব তলে,

বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই

হায়.. বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই

বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই,

হায়.. বাজায় বাঁশী বন্ধু শ্যাম রাই। 

নির্জন যমুনার কূলে লিরিক্স :

Nirjono jomunar kule

Bosiya kodombo tole

bajay banshi bondhu shyam rai

Banshite ki modhu bhora

Amare korilo sara

Ami nari ghore thaka daay

Kalar banshi holo baam

Bole shudhu radha naam

Kulobodhur kuloman mojay

Banshir sure onggo jwole

Ghorer jol bahire fele

Punoh radha jaay re jomunay

Shono go lolite shokhi

Bondhu chara kemne thaki

Praanpakhi ure jete chaay

AMinari kulobala

kalar banshi dilo jwala

Onggo kala bondhur chintay

Jodi amar keu thako

Bondhu ene praanti rakho

Noile praan sopibo taar paaye

Bhubonmohon sure

Bhaital nodi ujan dhore

Jwole aagun amar ontoray

Moner loy sonnashi hoiya

Dekhbo taare tollashiya

Kon bone se banshori bajay

Noile kolsi bendhe gole

Jhap debo jomunar jole

Praan tyajibo bole durbin shay

   

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *