কে জি এফ চ্যাপ্টার ২ মুভি এর রিভিউ | KGF Chapter 2 movie review, box office collection LIVE

কে জি এফ চ্যাপ্টার ২ এর রিভিউ: KGF Chapter 2 movie review, box office collection LIVE

ফিল্মে বেশ কিছু এমন মহুর্ত ক্রিয়েট করা হয়েছে যে, শুধু অপেক্ষা করবেন, এখন কি হবে! কি হবে রকির বা রকি কি পদক্ষেপ নিবে এখন। শ্বাসরূদ্ধকর স্ক্রীনপ্লে।

গল্পঃ- রকি কেজিএফ দখলে নেয়ার পর সবার পিছনে আগুন লেগে যায়। মানে সবার। ক্রাইম-ওয়ার্ড থেকে শুরু করে সরকার। সবাই রকির পিছনে ছুটে আর রকির এটিটিউট, “ম্যে জুকেগা নেহি”- টাইপ।আচ্ছা, কে বেশি ব্রুটাল/ভয়ংকর ছিলো…(?)রকি ভাই নাকি আধীরা…..এ ফিল্মে কোনো হিরো নেই, সবাই-ই MONSTER. কেউ কাউকে ছেড়ে কথা বলে না।

ক্রেজি লেভেলে চলে যায় গল্প। বিশেষ চমক রয়েছে আপনার জন্য।ফিল্মে কিছু দৃশ্য আছে (এন্ট্রি সীন) গুজবাম্প পুরা। এ এন্ট্রি শুধু ক্যারাক্টার ইন্ট্রো নয়। বিশেষ ঘটনার প্রেক্ষাপটে এন্ট্রি নেয়ার দৃশ্য। ওই যে বললাম এখন কি হবে…(?) কি হয় সেই দৃশ্য।

আধীরাকে নিয়ে বলতে হয়ঃ-হরর মুভির ভূতও মনে হয় এমন ভয়ের সঞ্চার করে না যতটা তার স্ক্রীন-প্রেজেন্টস্ করেছে। এখানে প্লাস পয়েন্ট ব্যাক-গ্রাউড মিউজিক। টু লাউড আর ফিল্মের সাথে এই টু লাইড মিউজিক-ই মানান সই। গুজবাম্পের আসল কারন। স্লো-মো ভালো লেগেছে। আর টপ এঙ্গেলের কিছু ক্যামেরা শট, এপিক ছিলো দৃশ্যগুলো।

একশন সিন নিয়ে বলিঃআমাদের পদার্থ-বিজ্ঞানীদের জন্য খারাপ খবর, “এখানে আপনি পদার্থ বিজ্ঞানের গবেষণা করার সুযোগ পাচ্ছেন না।😒” ক্যারাক্টারস্ স্ট্রেন্থ অনুযায়ী দারুন ভাবে একশন সিকোয়েন্স করিউগ্রাফ করা হয়েছে। তবে হ্যা, অর্থনীতিবিদ হওয়ার সুযোগ পাবেন।::::কালার প্যালেট- ডার্ক,ডিপ, ইইলো,গ্রে,গ্রীন স্যাড। সেকেন্ডারি আর টেরটিয়ারি গ্রেডিং ফিল্ম জুড়ে। এদিক দিয়ে হিসেব করলে 300 ফিল্মের ভাইভ পাবেন।

এপিক লাগে দৃশ্যগুলোঃসঞ্জয় দত্তের আধীরা (KFG) কাঞ্চার (Agneepath) পরে সেরা চরিত্র। মারাত্মক ছিলো তার অভিনয়। ইয়াসের ডেডিক্যাশন চোখে পড়ার মত ছিলো৷ রাভিনা টান্ডান-ও ভালো ছিলেন। বাকিদের নাম রিভিল করছি না। তারাও ফাটিয়েছেন। প্রোডাকশন ডিজাইন, কস্টিউমস & হেয়ার স্টাইলিং ফিল্মের বিশেষ আকর্ষণ। ভালো লেগেছে।

পরিচালক – প্রশান্ত নীল তার সেরা কাজ উপহার দিয়েছেন। যা তিনি নিজেও আর টপকে যেতে পারবেন কি-না সন্দেহ

KGF Chapter 2 creates record

KGF 2 is breaking records at the box office. The film is receiving tremendous responses from Kollywood and Mollywood fans. In fact, the film became an all-time number one day 1 grosser at the Kerala box office with 7.1 crores. 

KGF Chapter 2 movie box office collection LIVE UPDATES

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।
Posts created 2404

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top
(Official) Jhumka Jhule Kane Haay Song Lyrics ঝুমকা ঝুলে কানে হায় লিরিক্স shab e barat 2023 namaj koto rakat Xiaomi Bangladesh realme narzo 50i prime,Review,Processor,Picture,black,gsmarena,wallpaper,price in bangladesh World Refugee Day 2022: When did it begin? What is the theme of the year?