[আবেদন নিয়মাবলি] কোরিয়া লটারি 2022 আবেদন কবে ছাড়বে|দক্ষিণ কোরিয়া লটারি ২০২২ আবেদন ও রেজাল্ট বিস্তারিত তথ্য
কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো দক্ষিণ কোরিয়ার লটারির রেজাল্ট এবং আবেদন কবে ছাড়বে এবং কবে রেজিস্ট্রেশন করতে পারবে সকল বিস্তারিত আমার এই পোস্টে আলোচনা করব?
কোরিয়া লটারি 2022 আবেদন কবে ছাড়বে
কোরিয়া লটারি ২০২২. কোরিয়া প্রজাতন্ত্রে (দক্ষিণ কোরিয়া) চাকরির বিজ্ঞপ্তি গত ১৭ অগাস্ট 2022 তারিখে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর অফিসিয়াল ওয়েবসাইট www.boesl.org.bd / www.boesl.gov.bd তে প্রকাশ করা হয় । দক্ষিণ কোরিয়ায় চাকুরির জন্য যেতে ইচ্ছুকদের EPS-TOPIK CBT এর বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করা হল ।
কোরিয়া লটারি ২০২২ আবেদন বিজ্ঞপ্তি
দক্ষিণ কোরিয়ার বিজ্ঞাপনও আবেদন কিভাবে করবেন এবং রেজিস্ট্রেশন কি করবেন কিভাবে করবেন সকল কিছু আমার এই পোস্ট থেকে আপনি দেখতে পারবেন তো আর দেরি না করে এখনি জেনে নিন কিভাবে রেজিস্ট্রেশন করবেন বিজ্ঞাপনটি দেখে নিন।
Hrd Boesl Korea Lottery Result
কিছু সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে আমাদের এই পেইজে। পেইজটি সেয়ার ও বুকমার্ক করে রাখুন সবার আগে রেজাল্ট দেখতে।।
- আবেদন শুরু – ২৮ অগাস্ট ২০২২ সকাল ১০ টা
- আবেদন শেষ – ৩০ অগাস্ট ২০২২ খ্রি. বিকাল ৫টা
- বয়সসীমা – জন্মতারিখ ২৯ অগাস্ট, ১৯৮২ খ্রি. থেকে ২৮ অগাস্ট, ২০০৪ খ্রিস্টাব্দের মধ্যে
- ফলাফল প্রকাশ- ৩১ অগাস্ট, ২০২২ খ্রি. তারিখ বুধবার দুপুর ১২ টায়
আবেদনের যোগ্যতা ও নিয়মাবলিঃ
১। আবেদনকারীর জন্মতারিখ ২৯ অগাস্ট, ১৯৮২ খ্রি. থেকে ২৮ অগাস্ট, ২০০৪ খ্রিস্টাব্দের মধ্যে হতে হবে।
২। রাষ্ট্রের কোন আদালত কর্তৃক সাজা প্রাপ্ত নন এবং ইতােপূর্বে দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন কর্তৃক ভিসা/সিসিভিআই বাতিল হয়নি।
৩। পূর্বে দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থান বা কোরিয়া থেকে ফেরত পাঠানাে হয়নি।
৪। দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে কারাদণ্ড, শান্তি বা জরিমানা হয়নি।
৫। ই-৯/১০ ভিসায় দক্ষিণ কোরিয়ায় সর্বমােট ৫ বছরের বেশি অবস্থান করেনি।
৬। যাদের উপর বিদেশ যাত্রায় বাংলাদেশ সরকারের কোনাে নিষেধাজ্ঞা নেই।
৭। কোরীয় ভাষায় দক্ষতাসম্পন্ন এবং যাদের কালার ব্লাইন্ডনেস ও কালার উইকনেস নেই।
দক্ষিণ কোরিয়া সার্কুলার ২০২২
উল্লেখ্য যে, ডিস্ক বিচ্যুতি, হাতের আঙুল কাটা ইত্যাদি শারীরিক সমস্যাযুক্ত ব্যক্তিরা কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, তবে ২য় রাউন্ড | পরীক্ষার সময় তার কর্মসক্ষমতার উপর চূড়ান্ত নির্বাচন নির্ভর করবে। আরও উল্লেখ্য যে, অনলাইন রেজিস্ট্রেশনের সময় বৈধ মেশিন রিডেবল পাসপাের্ট অনুযায়ী। | পাসপাের্ট নম্বর, নাম, জন্মতারিখ ও অন্যান্য তথ্যসহ ইনপুট দিতে হবে এবং পাসপাের্টের ছবিযুক্ত অংশের স্ক্যানকপি (৪৫-৬০KB) আপলােড করতে হবে। মেয়াদ। উত্তীর্ণ পাসপাের্ট দিয়ে আবেদন করা যাবে না।
কোরিয়া লটারি ২০২২ ফলাফল
প্রাথমিক নিবন্ধন (রেজিস্ট্রেশন) সম্পন্নের পর ৮০০০ (আট হাজার) জনের অধিক-সংখ্যক প্রার্থী নিবন্ধিত হলে আগামী ১৯ মার্চ, ২০২২ খ্রি. তারিখ মঙ্গলবার দুপুর ১২ টার পর নির্ধারিত কম্পিউটারাইজড পদ্ধতিতে লটারির মাধ্যমে EPS-TOPIK CBT-এর চূড়ান্ত রেজিস্ট্রেশনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
What should I apply for?